![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আষাঢ় মাসে ভাসা পানি
পূবালী বাতাসে
বাদাম দেইখ্যা চাইয়া থাকি
আমারনি কেউ আসে…
…ভাগ্য যাহার ভালরে নাইওর
যায়রে আষাঢ় মাসে
উকিলের হইব নাইওর
কার্তিক মাসের শেষে...
হায়রে! বন্ধু নাই দেশে
পত্র লইয়া যাওরে কোকিল
আমার বন্ধুর উদ্দেশ্যে…
প্রিয় মেঘনা তোমাকে একটু ছুঁয়ে দেখবো বলে তোমায় দিলাম আমার একটি পুরো সকাল। প্রতিদিন কত মাঝি স্বপ্ন দেখে তোমার বুকে নৌকা ভাসিয়ে, কত শত গাড়ি ছুটে চলে তোমার দুই কূলের সেতু বন্ধনে, কত রমনী ভেজা আঁচলে প্রণয়ের বাসর সাঁজায় তোমার জল ফেরি করে, আমি সেসবের মাঝে খুঁজে ফিরি অবরূপ বাংলার প্রতিচ্ছবি। তাইত বার বার ছুটে আসি তোমার শীতলায় একটু ভেজাবো বলে আমার দেহের ধুলো মাখা গ্লানিগুলোকে, যেন ধুয়ে যায় ব্যথাতুর বেদনারা চির প্রশান্তির মায়া জালে। স্নিগ্ধতা তোমারই জন্যে; তোমাকে একটু তাই ছুঁয়ে দেখবো বলে আমার পথ চলা তোমার উত্তাল তরঙ্গে।
প্রিয় কবি জীবনানন্দ দাশের ভাষায় প্রিয় মেঘনা তোমাকে শোনাবো কবিতা;
...হয়তো মানুষ নয়- হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস কোনো- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কল্মীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউএ ভেজা বাংলারই সবুজ করুণ ডাঙ্গায়।
... ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারে পাবে তুমি ইহাদের ভীড়ে।
কিংবা তোমাকে শোনাবো কবি হুমায়ুন কবিরের কবিতা মেঘনায় ঢল;
শোন্ মা আমিনা, রেখে দে রে কাজ ত্বরা করি মাঠে চল,
এল মেঘনায় জোয়ারের বেলা এখনি নামিবে ঢল।
নদীর কিনার ঘন ঘাসে ভরা
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা
করিস না দেরি- আসিয়া পড়িবে সহসা অথই জল
মাঠ থেকে গরু নিয়ে আয় ত্বরা মেঘনায় নামে ঢল।
এখনো যে মেয়ে আসে নাই ফিরে- দুপুর যে বয়ে যায়।
ভরা জোয়ারের মেঘনার জল কূলে কূলে উছলায়।
নদীর কিনার জলে একাকার,
যেদিকে তাকাই অথই পাথার,
দেখতো গোহালে গরুগুলি রেখে গিয়েছে কি ও পাড়ায়?
এখনো ফিরিয়া আসে নাই সে কি? দুপুর যে বয়ে যায়।
ভরবেলা গেলো, ভাটা পড়ে আসে, আঁধার জমিছে আসি,
এখনো তবুও এলো না ফিরিয়া আমিনা সর্বনাশী।
দেখ্ দেখ্ দূরে মাঝ-দরিয়ায়,
কাল চুল যেন ঐ দেখা যায়-
কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে ভাসি?
আমিনারে মোর নিল কি টানিয়া মেঘনা সর্বনাশী।
মেঘনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এবং প্রশস্ততম নদী। মেঘনা নদী নরসিংদী জেলাকে করেছে শস্য সমৃদ্ধ। এ জেলার মাছের চাহিদার অনেকটাই পূরণ করে মেঘনা নদী। ছেলেবেলা থেকে অসংখ্যবার নদীটিরে দেখেছি ; দেখে অবাক হয়ে গেছি। মেঘনার বিপুল জলসম্ভার ভয়ার্ত এবং মুগ্ধ চোখে দেখেছি। বাঙালি নারীদের মধ্যেও মেঘনা নামটি চিরকালই আছে । মেঘনা নদী বাংলাদেশ এর একটি অন্যতম প্রধান নদী। পূর্ব ভারতের পাহাড় থেকে উদ্ভূত মেঘনা নদী সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চাঁদপুরের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগর এ প্রবাহিত হয়েছে। আর দুই যুগ আগে জাপান সরকারের অনুদান এবং ঋণ দিয়ে এর দুই কূলের মাঝে বন্ধন হিসেবে তৈরি করা হয়েছিলো মেঘনা সেতু। সেই সেতু দিয়েই আজকের দিনে পাঁচ গুণ বেশি গাড়ি যাতায়াত করে। সেই সেতু দিয়েই আমি খুঁজে ফিরি মেঘনার জল ছুঁয়ে আমার স্বপ্নশিশির।
আব্দুল আলীম - মেঘনার কূলে ঘর বান্ধিলাম
আব্দুল আলীম - কল কল ছল ছল নদী করে টল মল
আব্দুল আলীম - রুপালী নদীরে রূপ দেইখা তোর হইয়াছি পাগল
আব্বাস উদ্দিন আহমেদ - ও নদীর কূল নাই
শাহনাজ রহমতুল্লাহ - এক নদী রক্ত পেরিয়ে
রুনা লায়লা - নদীর মাঝি বলে এসো নবীন
ফরিদা পারভীন - এই পদ্মা এই মেঘনা
ফেরদৌসি রহমান - ও আমার দরদী আগে জানলে তোর ভাঙা নায়ে উঠতাম না
রুনা লায়লা - আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
ফেরদৌস আরা - কূল ভাঙা নদীরে
হেমন্ত মুখোপাধ্যায় - ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে
মাহমুদুন্নবী - আমি ছন্দহারা এক নদীর মত ভেসে যাই
আব্দুল জব্বার - ওরে নীল দরিয়া আমায় দেরে দে
আব্বাস উদ্দিন আহমেদ - ও নদীর কূল নাই
অনুপ ঘোষাল - নদীর নাম সই অঞ্জনা
আরতি মুখোপাধ্যায় - নদীর যেমন ঝর্ণা আছে
রেনেসাঁ - ও নদীরে তুই যাস কোথায় রে
জেমস - তুমি যদি নদী হও
টুটুল - নদীর নাম ময়ূরাক্ষী
অন্যায় অবিচার - রুই কাতলা ইলিশ
অন্যায় অবিচার - ছেড়না ছেড়না হাত
ও নদীরে,
কী আছে তোর গহীন জলের আঁধারে ?
তোর ঢেউয়ে ভাইসা চলে আমার ছায়া কোন সে বাহারে !
আমার দেহের মাপের একখান ঘর দিস তোর গহীন অন্তরে।
ও নদীরে,
তোর জলেতে যেই বা প্রেমিক একবার ভাসে সে কী আর ফিরিতে পারে !
সেই পারে কি নিয়া যাবি আমার প্রেমের পীড়ন ?
তোর জলেতে যেইবা ভাসায় একবার দেহ সে কী আর ফিরিতে পারে !
জন্ম যাহার তোর দেহেতেই সেইত জন্মান্তর;
এই পারে তোর প্রেমের ভূমি,
ওই পারেতে মরন;
সেই পারে কী নিয়া যাবি আমার দেহের গড়ন ?
ও নদীরে,
কী আছে তোর গহীন জলের আঁধারে ?
তোর ঢেউয়ে ভাইসা উঠে সূর্যের মায়া কোন সে বাহারে !
আমার প্রেমের একখান নারী দিস তোর জলের সাঁতারে।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সকালের শুভেচ্ছা রইল।
২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৩
ভিটামিন সি বলেছেন: আগে প্লাসায়া লই। ভাই পোষ্ট পইড়া তো ধন্ধে পইরা গেলাম। জীবনানন্দ কাহু কি শাঁখচিল লিখেছিল না শঙ্খচিল লিখেছিল এইটা নিয়া। তাছাড়া জলঙ্গীর ঢেউ না জলাঙ্গীর ঢেউ এখানেও সমস্যা লাগতেছে। আপনার কথা বিশ্বাস করি তাই আপনার লেখা শাঁখচিলকেও অবিশ্বাস করতে পারতেছিনা। এটা আমার প্রিয় কবিতা, তাই প্রায় বানাসহ মুখস্ত আমার। এই কবিতা আবৃতি করে আমার অনেক পুরস্কার আছে। যাই হউক ভালো লাগল আপনার প্রেয়সী মেঘনা কে। জীবনে দুইবার মেঘনা পার হইছি, এই ব্রিজ দিয়া।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইজান ছরি কাহু শঙ্খচিল আর জলাঙ্গী লিখছিল আমিই ভুল কইরা ফালাইছি। থেঙ্কু ভুলটা ধরাই দিবার জইন্য। ঠিক কইরা লইছি। কিমুন আছেন ?
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল সব কিছু।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ও নদীরে,
কী আছে তোর গহীন জলের আঁধারে ?
প্রশ্নের উত্তর খুঁজছি প্রিয় ঢাকাবাসী
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩২
মামুন রশিদ বলেছেন: লোকজ সুর, বিখ্যাত সব কবিতা আর কালজয়ী গানে মেঘনা বন্দনা অসাধারণ হয়েছে ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই, আপনার মন্তব্য সবসময় প্রেরনা দেয়।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
এয়ী বলেছেন: খুব সুন্দর হয়েছে !! +++++++++++++
তোর ঢেউয়ে ভাইসা উঠে সূর্যের মায়া কোন সে বাহারে !
আমার প্রেমের একখান নারী দিস তোর জলের সাঁতারে।
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মেঘনা নদীর প্রেমে পড়ে গেছি। :!>
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৯
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ, চমৎকার !
০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা মুন ভাই। মেঘনা যদি আমার হইত রে ....
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৫
আমিনুর রহমান বলেছেন:
মেঘনার জল কেন? পদ্মা বা শীতলক্ষ্যা'র জল নয় কেন??
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
নেন ভাই টেনশন নিয়েন না একটা গান শুনেন;
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুনছি: নদীর মাঝি বলে এসো নবীন...
সোনালী দিনের অপেক্ষা করছি খুব।
ছুটির দিনে শীতোষ্ণ এই শান্ত দুপুরে আমাকে স্মৃতিকাতর করে দেবার জন্য কাণ্ডারি অথর্বকে অনেক ধন্যবাদ...
০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ মইনুল ভাই। সোনালী দিন ফিরে আসুক এই কামনাই করি।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬
শুঁটকি মাছ বলেছেন: পুরাই আলাদা একটা পোস্ট। অনেক সুন্দর!!!!!!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শুঁটকি ভীষণ খুশি হোলাম। এমন মন্তব্য পেলে ভালই লাগে।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৩
লেখোয়াড় বলেছেন:
পোস্ট!!
আর কিছু বলার দরকার আছি কি কান্ডারী।
আপনাদের মেধা আর পরিশ্রম থেকে আমাকে একটু দিতে পারেন?
এত সুন্দর করে সবকিছু মিলিয়ে তুলে ধরেছেন যে কিছুক্ষণ হাঁ হয়ে ভাবলাম।
ক্যারি অন ব্রাদার।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় ব্লগারের কাছ থেকে এতটা প্রশংসা পেয়ে সত্যি আপ্লুত ভাই। দোয়া করবেন ভাই। শুভ কামনা রইল নিরন্তর।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
মাহমুদ০০৭ বলেছেন: এইতা কি করলেন কান্ডারি ভাই !!
জায়গায় প্রিয়তে !!
অনেক অনেক ভাল লাগল ।
ভাল থাকুন ভাই । শুভকামনা ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নদীর প্রেমে পাগল হইছি ভাই।
মাহমুদ ভাই প্রিয়তে স্থান পেয়ে কৃতজ্ঞ।
ভাল থাকুন সব সময়।
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
মামুন রশিদ বলেছেন: মেঘনা নদীর নাইয়া কে প্লাস দিতে ভুলে গেছি
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাস দিছেন এখন একদিন চলে আইসেন আপনাকে নিয়ে মেঘনায় ঘুরিয়ে আনব।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
সুমন কর বলেছেন: ভিন্নধর্মী চমৎকার পোস্ট। আমার গ্রামের বাড়ির নদী নিয়ে লিখেছেন। তাই বাড়তি ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলেত সুমন ভাই একদিন আপনাদের বাড়ি থেকে ঘুরে আসতে হয়।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
জেরিফ বলেছেন: ভাই মেঘনা কিছু দিন পরে আমার বাড়ি ভাইংগা পালায়বো
আর আপনার নদীর উপর ভালবাসা দেইখা ইচ্ছা করতাছে নৌকার মধ্যে বাস করতে । যখানে ঢেউ যাবে আমারে সাথে লইয়্যা যাইবো
অনেক অনেক ভালো হইছে । শুভ কামনা
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা মেঘনাকে বলে দিব যেন সে তোমার বাড়ি ভেঙে না ফেলে।
কোন দরকার নেই নৌকায় বাস করার পরে মাঝ নদীতে ডুইবা গেলে তখন আর আমাদের খুইজা পাওয়া যাবেনা। ভাল লাগায় কৃতজ্ঞতা।
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০২
আমি নিন্দুক বলেছেন: উরিবাবা..!!! পানি.... সতাঁরু তো জানিনা...
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
উরিবাবা !!! সাঁতার শিখে নিলেই হয়ে যায়।
১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫
অনিকেত রহমান বলেছেন: চমৎকার লাগল সব কিছু।। অসাধারণ ছবি অসাধারণ বর্ণনা।।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা জানবেন। ভাল থাকুন সব সময়।
১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
একজন আরমান বলেছেন:
ও এখন তাইলে মেঘনারে পাইয়া পদ্মারে ভুইলা গেছেন?
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
নে তুইও একটা গান শোন;
১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০
এহসান সাবির বলেছেন: আমার একটা নদী ছিল জানল না তো কেউ.......!!!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু আমি যে জানিয়ে দিলাম এখন কি হবে ?
১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
ভিটামিন সি বলেছেন: ভালো আছি। কাজের চাপে পোষ্ট দিবার সময় পাইতেছিনা। ২/৩ টা আইটেম খালি মাথায় পাক খাইতেছে। যে কোন সময় দিয়া দিবার পারি।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্ট দিয়াই আমারে কইবেন। আমি মন্তব্য করুম আর লাইকামু।
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪
মিমা বলেছেন: আমাদের দেশ এতো সুন্দর কেন?
অনেক অনেক ভালো লাগা রইলো পোস্টে কাণ্ডারি ভাই।
কবিতা, গান আর ছবিতে স্নিগ্ধতার প্রচ্ছন্ন প্রকাশ।
মুগ্ধতা ছড়িয়ে গেলাম প্রতিটি ছবিতে।
আর পোস্ট, অবশ্যই প্রিয়তে।
অনেক অনেক ভালো থাকুন।
শুভ বিকেল।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
কারন অন্য কোন দেশ এত সুন্দর নয় তাই।
ছবিগুলো মোবাইল থেকে তোলা। একটা ক্যামেরা থাকলে খুব ভাল হত কিন্তু আফসোস নেই।
প্রিয়তে স্থান দেয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
ভাল থাকুন আপনজনের সাথে সুখে দুঃখে সবসময়।
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
হাতীর ডিম বলেছেন: ভাল লাগছে
ধন্যবাদ
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ হাতীর ডিম। কিন্তু হাতির যে ডিম হয় জানা ছিলো নাত !!!
২২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর পোস্ট
প্লাস
শুভেচ্ছা
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমন আছেন প্রিয় ইখতামিন ? প্লাসের জন্য কৃতজ্ঞতা।
২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
অরুদ্ধ সকাল বলেছেন:
প্রিয় মেঘনা তোমাকে একটু ছুঁয়ে দেখবো বলে তোমায় দিলাম আমার একটি পুরো সকাল। প্রতিদিন কত মাঝি স্বপ্ন দেখে তোমার বুকে নৌকা ভাসিয়ে, কত শত গাড়ি ছুটে চলে তোমার দুই কূলের সেতু বন্ধনে, কত রমনী ভেজা আঁচলে প্রণয়ের বাসর সাঁজায় তোমার জল ফেরি করে, আমি সেসবের মাঝে খুঁজে ফিরি অবরূপ বাংলার প্রতিচ্ছবি। তাইত বার বার ছুটে আসি তোমার শীতলায় একটু ভেজাবো বলে আমার দেহের ধুলো মাখা গ্লানিগুলোকে, যেন ধুয়ে যায় ব্যথাতুর বেদনারা চির প্রশান্তির মায়া জালে। স্নিগ্ধতা তোমারই জন্যে; তোমাকে একটু তাই ছুঁয়ে দেখবো বলে আমার পথ চলা তোমার উত্তাল তরঙ্গে।
কথাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ধারা বর্ণনা কিন্তু চমৎকার! ভালো লাগলো।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই। জীবনের প্রতিটা পথ চলায় সুখি হোন, ভাল থাকুন। কৃতজ্ঞতা জানবেন।
২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: সব কিছু মিলে ভিষন ভালো লাগলো ++
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার মন্তব্য পেয়ে খুশির অন্ত নেই। ভীষণ খুশি হোলাম আপনাকে আমার ব্লগে পেয়ে।
২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
বোধহীন স্বপ্ন বলেছেন: ভালোলাগা ছবিব্লগ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপ্নগুলো বোধহীন যেন না হয় দোয়া করি। শুভ কামনা রইল।
২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪
পেন্সিল চোর বলেছেন: জটিল...
প্রিয়তে নিয়া গেলাম গা...
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধইন্যা। কিন্তু এত দিন আছিলেন কই ?
২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬
সায়েম মুন বলেছেন: সুন্দর পোস্টে অনেক ভাললাগা।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সায়েম ভাই। শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯
রাইসুল নয়ন বলেছেন:
লগ ইন সার্থক।
ভালো আছেন সে বিশ্বাস রাখি।
আপনার পোস্ট সবসময়ই নতুন কিছু উপহার দেয়।।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে কও আছো কেমন ? সেই যে গেলা আর কোন খবর নাই !!!
২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫
উদাস কিশোর বলেছেন: মাত্রারিক্ত ভালা লাগছে
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
মাত্রারিক্ত কৃতজ্ঞতা জানবেন।
৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর পোষ্ট
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ অভি। ভাল থাকিস ভাই।
৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, দারুণ এ পোস্টটি প্রিয়তে নিলাম!!
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার প্রিয়তে স্থান পেয়ে ভীষণ খুশি হোলাম। শুভেচ্ছা রইল।
৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: দারুণ পোস্ট ! +++++++++++++++++++++
আমার সবথেকে প্রিয় কীর্তনখোলা ! এটা নিয়ে একসময় লিখিস । তোর মতো তো পারি না লিখতে ।
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা আবার অতিরিক্ত বলা হয়ে গেলো। আমি নিতান্তই অখাদ্য টাইপ লিখি। যাই হোক মেঘনা নদী প্রিয় বলে লিখেছি। চেষ্টা করব কীর্তনখোলা নিয়ে কিছু লিখতে।
৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগা
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ নাজমুল ভাই।
৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
রাবেয়া রব্বানি বলেছেন: বেশ ভালো বিশেষ করে গানের লিংকগুলো
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
যত দিন পৃথিবী থাকবে ততদিন এই গানগুলো অমর হয়ে থাকবে।
৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৫
সোজা কথা বলেছেন: পড়ে অনেক ভালো লাগল।কবিতা আর গানের সংযুক্তি লেখাটাকে সমৃদ্ধ করেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সোজা কথা। কৃতজ্ঞতা জানবেন।
৩৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব কবিতা আর নদী নিয়ে বিখ্যাত সব গান। সত্যি অসাধারণ ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। আপনার ভাল লাগায় খুশি হলাম।
৩৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
শাকিল ১৭০৫ বলেছেন: পোস্টে এত্ত গুলা ++++++++++++++++
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনাকেও এত্তগুলা কিউট ধন্যবাদ। নদীর জল রাশির মতই চঞ্চল থাকুন সব সময়।
৩৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: পোস্টে +++
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মাসুম ভাই। প্লাস পেলে ভালই লাগে ভীষণ।
৩৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৮
পেন্সিল চোর বলেছেন: ভাইরে মেলা ঝামেলার মধ্যে আছিলাম... কমুনে একদিন ব্লগে সবাইরে......
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আইচ্ছা তাইলে অপেক্ষায় রইলাম।
৪০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
আমিনুর রহমান বলেছেন:
ভাই আমার উত্তর গান না ... উত্তর দিলে খুব প্রীত হইতাম।
মেঘনার জল কেন? পদ্মা বা শীতলক্ষ্যা'র জল নয় কেন??
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
গানের মধ্যেই উত্তর লুকিয়ে আছে ভাই। ভাল করে শুনেন।
৪১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
বাংলাদেশী দালাল বলেছেন: সেই সেতু দিয়েই আমি খুঁজে ফিরি মেঘনার জল ছুঁয়ে আমার স্বপ্নশিশির। [/sb
ঘটনাকি????
মেঘনার জল কেন? পদ্মা বা শীতলক্ষ্যা'র জল নয় কেন??
আমিনুর ভাই ঠিক কইছে। জাতী জানতে চায়।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মেঘনার যে ঢেউ, যে স্রোত ধারা, যে তেজস্বিনী ভাব সত্যি আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আমি তার সেই জলে অবগাহন করতে পারিনি । কিন্তু পদ্মা আর শীতলক্ষ্যা কে দেখে আমার এমন মনে হয়নি।
৪২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
বটবৃক্ষ~ বলেছেন:
ভাঈয়ার বাড়ী কি মেঘ্নার পাড়ে নাকি??!!
জানতে ছাইইইই!!!!
আমরা অনেক আগে একবার চাদপুরে মেঘ্না ডাকাতিয়ায় গিয়েছিলাম!! মোহনার দৃশ্যটা অসাধারন!!!
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে আপু আমার বাড়ি শীতলক্ষ্যার পাড়ে।
৪৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
মোঃ ইসহাক খান বলেছেন: নদী এবং কবিতার চরণ - সবগুলোতে ভালোলাগা।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় গল্পাকার। শুভেচ্ছা রইল।
৪৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
দারুণ একটা পোস্ট!!!
ছবি... গানের লিঙ্ক... কবিতা!!!
প্লাস!!
(আগেও এসেছিলাম পোস্ট এ , মন্তব্য দিতে পারিনি... লিখে সেন্ড করতে গেলেই লগ আউট
)
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা সত্যি ভীষণ যন্ত্রণা দায়ক। খুব যত্ন করে একটি মন্তব্য লিখলাম আর সেন্ড করতে গিয়ে দেখা লগ আউট।
নদীর তীরে বসে থাকার শান্তিই আলাদা।
৪৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: পোস্টে ভালো লাগা
একসাথে এত কিছু
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ কাগজের নৌকা। কেমন আছেন ?
৪৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কি পরিমান যে ভাল লেগেছে তা বলে বোঝাতে পারবো না,,,,,,,,,,,,,,,,,,,,,ভালো লাগার উপর ভাল লাগা,,,,,,,,,,,শুভকামনা
০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু সত্যি বলতে কি আপনার মন্তব্যের কি রিপ্লাই দিব এত খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবনা। কৃতজ্ঞতা জানবেন আপু।
৪৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
মায়াবী ছায়া বলেছেন: আমরা বাঙ্গালী নদীর মাঝেই প্রান খুজে পাই......
চমত্কার লিখা....সুন্দর অনুভুতিতে প্রকাশ....ভাল লাগলো পড়ে ।।
ভাল থাকুন......।।
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ও নদীরে,
কী আছে তোর গহীন জলের আঁধারে ?
তোর ঢেউয়ে ভাইসা উঠে সূর্যের মায়া কোন সে বাহারে !
আমার প্রেমের একখান নারী দিস তোর জলের সাঁতারে।
৪৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৭
একলা ফড়িং বলেছেন: দূর অজানায় হারিয়ে যায় সাদা বকের সারি
শাপলা শালুক ঝিলের জ্বলে রূপ কি আহা মরি
পাল তোলা কতো পানসী চলে যে নদীর কোল বেয়ে
আমি সেই মেঘনা পাড়ের মেয়ে।
গান, কবিতা, ছবি মিলে চমৎকার পোস্ট!
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মেঘনা পাড়ের মেয়ের সাথে পরিচিত হয়ে খুশি হলাম। জন্ম আপনার ধন্য।
শুভেচ্ছা রইল।
৪৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২০
মশিকুর বলেছেন:
অসাধারন! অসাধারন!! ++++++++++
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মশিকুর ভাই। শুভ দুপুর।
৫০| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩
ঐতিহাসিক বলেছেন: ভাই, নদী নিয়ে লেখায় "নদী" শব্দযোগে গানের সমাহার আর ইউ টিউব লিঙ্ক ।
বাহ, অসাধারণ ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ঐতিহাসিক উৎসাহ দেয়ার জন্য। আপনার প্রোপিকচারটা সুন্দর।
৫১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৩৭
ভিয়েনাস বলেছেন: ইউনিক পোস্ট হয়েছে।কালজয়ী সব গান গুলো একত্রে করেছেন ভাইজান।সব গুলো গানই একবার শুনলে বার বার শুনতে ইচ্ছে হয়।
চমৎকার
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় ভিয়েনাস। আরও কিছু গান ছিলো কিন্তু ইউটিউব লিং খুঁজে না পাওয়ায় দিতে পারেনি।
শুভেচ্ছা রইল আপনার জন্য।
৫২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ আইডিয়া।
পোষ্ট প্রিয়তে....
০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ নয় তোর জন্য ভালোবাসা রইল।
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
আরজু পনি বলেছেন:
ছবি, কবিতা, গান
পুবালী বাতাসে...গানটা শুনলেই কান্না চাপানো কষ্টকর হয়ে যায় !
সব মিলিয়ে দারুণ ...
শোকসে নিলাম ।।
০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু কিছু গান আছে সত্যি বুকের মাঝে চাঁপা একটা কষ্টের অনুভূতি জাগায়। কিন্তু সে কষ্টের মাঝে বিরাজ করে সুখ।
আপু আপনার প্রিয়তে স্থান পেয়ে ধন্য হোলাম। কৃতজ্ঞতা রইল চিরদিনের। নদীর মতই সুখের স্রোত বয়ে আসুক আপনার ও আপনার পরিবারের যাপিত জীবনে।
৫৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৮
বাংলাদেশী দালাল বলেছেন:
লাস্ট পোস্টটা কোথায় গেল?????????
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ওটা নিয়ে নতুন করে ভাবছি। নতুন ভাবে প্রকাশ করার ইচ্ছে থেকেই মূলত পোস্ট ড্রাফট করেছি।
৫৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯
রোমেন রুমি বলেছেন:
বাহঃ
অসাধারণ পোস্ট
শুভ রাত্রি ।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ রোমেন রুমি। শুভ সকাল
৫৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
শ্রাবণ জল বলেছেন: নদীর জল ছিল না, কূল ছিল না, ছিল শুধু ঢেউ...।
সুন্দর পোস্টে অনেক ভাল লাগা।
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু আমার এই নদীতে জল আছে, কূল আছে, ঢেউ সবই আছে, শুধু অবগাহনের সুযোগ নেই।
৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
সায়েদা সোহেলী বলেছেন: আমার একটা নদী ছিলো জানলো নাতো কেউ
।নদী পোস্টে +
১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
কেউ জানে না, না জানে আড়াল। কিন্তু আমিত জানিয়ে দিলাম আমার একটি নদী আছে।
৫৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬
মোস্তফা কামাল পলাশ বলেছেন: এপিক পোষ্ট। সকল প্রিয় গানের সংকলন।
পিলাচ দিলাম + সেই সাথে ধন্যবাদ।
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা পলাশ ভাই। ভালো থাকুন সবসময় এই দোয়া রইল।
৫৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
জুন বলেছেন: এত সুন্দর একটা পোষ্ট কান্ডারী চোখ এড়িয়ে গেল কি করে !
কে যায়রে ভাটি গাং বাইয়া ...আমার ভাই বোনরে কইয়ো নাইয়োর নিতে আইয়া.।.।.।
মন ছুয়ে যাওয়া নদী পোষ্ট
+
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমারে কি আর আপনি পছন্দ করেন, করলে কি আর চোখ এড়িয়ে যেত বলেন আপু
যাই হোক কৃতজ্ঞতা আর ভালুবাসা রইল।
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৮
আমিই মিসিরআলি বলেছেন: valo laglo ++++++++