![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
শোন,
কুয়াশার রাতের রূপকথার গল্প কোন;
বিছানায় জেগে থেকে কাটিয়েছি দীর্ঘরাত,
চেয়ে দেখেছি তোমার ঘুম চোখে স্বপ্নের কারুকাজ।
আমাকে তুমি বোঝনি;
মিথ্যে অভিমানে উদাস থেকেছো,
হিসাবের গরমিল হতেই পারে!
চেয়ে দেখো -
ছেলেটির হাতের কোমল স্পর্শ,
আমাকেও কতটা ব্যাকুল করে !
তোমার - আমার এইতো সুখের সোপান;
যেখানে মশারির ওপাশে নিমগ্ন জোছনায় শিশির ঝরে।
তুমি যারে সংসার ভেবে অনুযোগী হও,
আমিও তারে স্বর্গ ভেবেই নীড়ে ফিরি,
তবু আমার চৌকাঠে ঘূণে ধরে,
অন্ধকারের মোহনায় তেলাপোকা খুঁজে ফেরে;
জীবন মৃত্যুর দ্বৈরথে বেঁচে থাকার উৎস।
ভোর হয়,
আকাশে সূর্য হাসে নিজ প্রতিভায়,
মরুপাতার ফাঁকে রোদের পরিহাস,
আমার কপালেও নোনা ঘাম হয়ে স্বপ্ন ঝরায়,
যখন তুমি খুনসুটি করে চলো;
হাড়ি আর খুন্তির দন্দে জলন্ত উনূনে।
জানি ঘুমহীন দুপুর তোমাকে কাটাতে হয়না,
যানজটের তীব্র ধকল পোহাতে হয়না,
তবু তোমার জন্য লাল গোলাপ নিয়ে তবেই নীড়ে ফেরা।
*******
সাগরের মাঝপথে উত্তাল জলরাশির কোলাহলে যখন নিঃসঙ্গ একাকী,
যখন পালে দমকা বাতাস লেগে সময়গুলোকে করে তোলে উদাসী,
আকাশের নীলিমা জুড়ে চন্দ্রিমার লাজুক ঠোঁটে খুঁজে ফিরি নক্ষত্র বিলাসী,
মাস্তুলের মতো দাঁড়িয়ে থেকে দূরের সাইরেন দ্বীপে দেখি তোমাকে জলদেবী।
গাঙচিলের ডানায় কত শত সহস্রাব্দের চিঠি লিখে ডেকেছি তোমাকে,
নারকেল, সুপারি, আর ঝাউবনে রোদের কার্নিশে খুঁজেছি নিজেকে,
বালুমাখা শরীরের উষ্ণ অনুরাগে দিকহারা নাবিকের মতো হয়েছি স্বপ্ন অভিমানী,
তব নোঙরের মায়ায় নীল তিমিকে দূত করে ছুটে চলে আমার বিষাদের তরণী।
*******
মাগো কতদিন দেখিনা তোমার ওই হাসিমাখা মুখ;
আঁচল পেতে কাঁদছো তুমি,
আর আমার চেতনায় জমেছে ধুলোবালির সুখ।
এখন আর সূর্যের কাছ থেকে অধিকার খুজিনা,
অমানিশার কোলে মাথা গুঁজে দিয়ে ঘুমাই আমি।
শিকারির চোখে রক্তের তৃষ্ণা,
তক্ষকের মতো জেগে রয় তোমাকে ছিঁড়ে খাবে বলে।
অহেতুক করুনা নয়,
তোমার মুখে একটুখানি হাসি দেখব বলে;
আমি অকারণ হাসি,
আমিও হাসতে চাই বলে;
বারবার আশাহত হই,
অতৃপ্ত নোনা পানিতে তার তৃষ্ণা মেটেনা।
কেউ বলেনা,
কেউ দেখেনা,
শূন্য পাতায় কেউ খোজেনা,
আমি তব মাগো তোমার মুখের হাসি হব;
কেউ বলেনা, কেউ বলেনা !!
*******
তিনটি কবিতার শিরোনাম যেখান থেকে ভাবনায় এসেছেঃ
শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি বলেন, "বন্ধন আর মুক্তি, দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী-কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত"।
তিনি “ভববন্ধনের বন্ধনহারিণী তারিণী”।
এই বলে গন্ধর্বনিন্দিত কন্ঠে রামপ্রসাদের গান গাইলেন;
শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি (ভবসংসার বাজার মাঝে)৷
(ওই যে) আশা-বায়ু ভরে উড়ে, বাঁধা তাহে মায়া দড়ি।
কাক গণ্ডি মণ্ডি গাঁথা, পঞ্জরাদি নানা নাড়ী৷
ঘুড়ি স্বগুণে নির্মাণ করা, কারিগরি বাড়াবাড়ি৷
বিষয়ে মেজেছ মাঞ্জা, কর্কশা হয়েছে দড়ি৷
ঘুড়ি লক্ষের দুটা-একটা কাটে, হেসে দাও মা হাত-চাপড়ি৷
প্রসাদ বলে, দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি৷
ভবসংসার সমুদ্রপারে পড়বে গিয়ে তাড়াতাড়ি৷
“তিনি লীলাময়ী! এসংসার তাঁর লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী। লক্ষের মধ্যে একজনকে মুক্তি দেন।”
ব্রাহ্মভক্ত বলেন, "মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন। কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন?"
শ্রীরামকৃষ্ণ বলেন, "তাঁর ইচ্ছা। তাঁর ইচ্ছা যে, তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়ীকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়। খেলা চললে বুড়ীর আহ্লাদ"।
তাই “লক্ষের দুটো-একটা কাটে, হেসে দাও মা হাত-চাপড়ি।” (সকলের আনন্দ)
“তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, 'যা, এখন সংসার করগে যা।’ মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়া দেন, তাহলে বিষয়বুদ্ধির হাত থেকে মুক্তি হয়। তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়।”
ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইলেন;
আমি ওই খেদ খেদ করি৷
তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি৷
মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে পাসরি ৷
আমি বুঝেছি জেনেছি, আশয় পেয়েছি এ-সব তোমারি চাতুরী৷
কিছু দিলে না, পেলে না, নিলে না, খেলে না, সে দোষ কি আমারি ৷
যদি দিতে পেতে, নিতে খেতে, দিতাম খাওয়াতাম তোমারি৷
যশ, অপজশ, সুরস, কুরস সকল রস তোমারি৷
(ওগো) রসে থেকে রসভঙ্গ, কেন কর রসেশ্বরী৷
প্রসাদ বলে, মন দিয়েছ, মনেরি আঁখি ঠারি৷
(ওমা) তোমার সৃষ্টি দৃষ্টি-পোড়া, মিষ্টি বলে ঘুরি৷
“তাঁরই মায়াতে ভুলে মানুষ সংসারী হয়েছে। প্রসাদ বলে মন দিয়েছে, মনেরি আঁখি ঠারি।”
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা
২| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই। শুভ বিকেল
৩| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৮
সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী ক্রোয়েশিয়াকে ১ হালি গোল দিয়ে ব্রাজিলে বিজয় অভিযান শুরু হবে।
অন্য দেশে থাকলে কি হবে দুজনেই এ সময়ে ব্রাজিল টিমের বিজয় কামনায় থাকবো।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ !!!
সেলিম ভাই আপনি দূরে আছেন তবু বিশ্বাস করেন ব্রাজিল জিতে গেলে আনন্দ আপনার সাথে সমান ভাগে ভাগ করে নেবো। কোন দূরত্ব সেখানে বাঁধা হয়ে দাঁড়াতে পারবেনা।
৪| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৬
ডি মুন বলেছেন: যখন তুমি খুনসুটি করে চলো;
হাড়ি আর খুন্তির দন্দে জলন্ত উনূনে।
জানি ঘুমহীন দুপুর তোমার কাটাতে হয়না,
যানজটের তীব্র ধকল পোহাতে হয়না,
তবু তোমার জন্য লাল গোলাপ নিয়ে তবেই নীড়ে ফেরা।
গাঙচিলের ডানায় কত শত সহস্রাব্দের চিঠি লিখে ডেকেছি তোমাকে,
নারকেল, সুপারি, আর ঝাউবনে রোদের কার্নিশে খুঁজেছি নিজেকে,
বালুমাখা শরীরের উষ্ণ অনুরাগে দিকহারা নাবিকের মতো হয়েছি স্বপ্ন অভিমানী,
তব নোঙরের মায়ায় নীল তিমিকে দূত করে ছুটে চলে আমার বিষাদের তরণী।
শিকারির চোখে রক্তের তৃষ্ণা,
তক্ষকের মতো জেগে রয় তোমাকে ছিঁড়ে খাবে বলে।
অহেতুক করুনা নয়,
তোমার মুখে একটুখানি হাসি দেখব বলে;
বাহ, কান্ডারিয় কবিতায় ভালো লাগা রইলো।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা কান্ডারিয় কবিতা
তোর কথাগুলো খুব মনে ধরছে তাই চেষ্টা করতেছি
৫| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৯
সোজা কথা বলেছেন: ১ম ও শেষটা অনেক ভালো লেগেছে।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। শুভ বিকেল
৬| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:০২
আমি ইহতিব বলেছেন: আমিতো ভাবছিলাম প্রথম কবিতাটা আপনি ভাবীকে উৎসর্গ করে লিখেছিলেন।
সবগুলো কবিতাই সুন্দর, প্রথমটা বেশী ভালো লেগেছে।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
এইরকম মনে হলো কেন আপু ? আপনার ভাবীরে আমি প্রেমের কবিতা ছাড়া উৎসর্গ করিনাতো
আপনাকে অনেক দিন পর দেখলাম। কেমন আছেন ?
৭| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৬
জেরিফ বলেছেন: মজা লন
এত্তগুলা পচা কবিতা
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এইখানে কুথাওতো ফান পোস্ট লিখিনাই :-& সিরিকাস কবিতায় তুই মজা খুইজা পাইলি কুথায়
আমিতো পচা কবিতাই নিকি; আমার কি আর অপরাজিতা আচে :-<
৮| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪
মিনুল বলেছেন: সুন্দর কবিতা।পড়ে অনেক ভালো লাগলো। শুভকামনা রইলো।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মিনুল ভাই। শুভেচ্ছা রইল
৯| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৩
সুমন কর বলেছেন: আরে ভাইজান দেখি, অনেক পড়াশুনা করে !! তারপর কবিতা।
এক কথায় প্রতিটি দারুণ হয়েছে।
লাইক দিলাম।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
কি যে বলেন না সুমন ভাই, বেশি পড়লেতো গোল্ডেন এ প্লাসই পেয়ে যেতাম।
আপনার লাইক আমার অনুপ্রেরনা
১০| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার।
আর আজকে ব্রাজিলের জন্য শুভ কামনা কাণ্ডারি ভাই।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ইয়ে মানে আমি স্বপ্ন দেখছিনাতো এক আর্জেন্টিনা ব্রাজিলের জন্য শুভ কামনা করতেছে
১১| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৬
আমি ইহতিব বলেছেন: প্রথম কবিতাটি প্রেমের ছিলোনা? আমার কাছেতো খুব রোমান্টিক মনে হল
ভালো আছি ভাইয়া। আপনার অনেক পোস্টই দেখি, কিন্তু মন্তব্য করা হয়না।
১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু না মানে বলতে চাইছিলাম আমি তোমাকে ভালোবাসি এই জাতীয় রোমান্টিক কবিতার কথা এইখানে কিছুটা বিষাদ জড়িয়ে আছে কিনা
আপনার পোস্ট পাইনা কেন ?
১২| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৪
প্রবাসী পাঠক বলেছেন: আর্জেন্টিনার সমর্থক উদারমনা, তারা ...... এর মত কট্টরপন্থী না কাণ্ডারি ভাই। আর কাপটা এবার আমরাই নেব তাই বাকি দলগুলোকে সান্ত্বনার বানী শুনাচ্ছি।
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এহ ! আইছে কাপ উনারাই নেবেন
কাপ অলরেডি ব্রাজিলে এবং ইনশাল্লাহ ব্রাজিলেই থাকবে
১৩| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো
১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু ডিয়ার ভ্রাতা
১৪| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
ডি মুন বলেছেন: তোমাকে ইনবক্স করে পরে ব্লগে এসে দেখি যে আমার ইনবক্স করার আর কোনো দরকারই ছিলো না। তার আগেই কান্ডারি তার তরী নিয়ে উপকূলে চলে এসেছে
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
নিঃসঙ্গতায় তোরে সাথে পেয়ে ঠিকঠাক মতো নোঙর ফেলতে পারছি এই জন্য ধইন্যা
১৫| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:১২
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
১৬| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার পোস্টে আসলে একসাথে অনেক কিছু পাওয়া যায়। পাঠককে ঠকার সুযোগ দেন না।
সবগুলো কবিতায় ভালো লাগা...
প্রথমটি বেশি ভালো লাগলো
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মইনুল ভাই পারতপক্ষে চেষ্টা করি ফাঁকিবাজি না করতে। আর আপনার উৎসাহ সব সময় কাজ করে।
কৃতজ্ঞতা জানবেন।
১৭| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ !!!
কবি কাণ্ডারি অথর্বের বইয়ের অপেক্ষাই আছি।
ব্রাজিলের জন্য শুভকামনা
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষাতেই থাক।
আল্লাহ কি বলছে যে কারো জন্য দোয়া করলে চোখ টিপ দিয়ে দিতে
১৮| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:৪৬
ফা হিম বলেছেন: ভালো লেগেছে।
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার পোস্টে আসলে একসাথে অনেক কিছু পাওয়া যায়। পাঠককে ঠকার সুযোগ দেন না।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফাহিম ভাই।
১৯| ১৩ ই জুন, ২০১৪ রাত ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: তারা ৪ টি গোল করেছে। ১মটি নিজেদের জালে আর বাকীগুলো প্রতিপক্ষের জাল্।
১৫ ই জুন, ২০১৪ সকাল ১০:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
নেইমারকে বীনা কারনে হলুদ কার্ড দেয়াটা মেনে নেয়া যায় না
২০| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৩
মামুন রশিদ বলেছেন: তিনটা কবিতাই সুন্দর । শিরোনামের ঠিকুজি পড়ে ভালো লাগছে ।
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ মামুন ভাই। মন্তব্যে ভাল লাগা রইল।
২১| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২১
শুঁটকি মাছ বলেছেন: ৩টা কবিতাই সুন্দর হইছে।
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শুঁটকি আপু। ভাল থাকিস।
২২| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৫
মোঃ ইসহাক খান বলেছেন: শুভেচ্ছা রেখে গেলাম।
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার শুভেচ্ছা যত্ন করে রেখে দিলাম
২৩| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
মেঘা আহসান মৃত্তিকা বলেছেন: কবিতার নামটা একটু অন্যরকম, ভালো লাগলো ।
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
একটু অন্যরকমতো বটেই। ব্যাখ্যা দিয়েছি শেষে
২৪| ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল ।ভাল থাকবেন সারা খন ।
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন সব সময়।
২৫| ১৩ ই জুন, ২০১৪ রাত ১০:৩৭
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: বাহ বেশ!!! ভালো লাগলো কবির ভাবনা ও কবিতা..
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। শুভেচ্ছা ও শুভকামনা সব সময়ের জন্য।
২৬| ১৪ ই জুন, ২০১৪ সকাল ১০:৪৫
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!
ভালো লাগা রইলো কবিতায়!
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। আপনার ভাল লাগাতেই আমার প্রেরনা।
২৭| ১৪ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৬
গোঁফওয়ালা বলেছেন: এত্ত সুন্দর কিভাবে লিখলেন! আমিতো মুগ্ধ ! হিংসা হচ্ছে
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভ্রমন কাহিনী পড়লে আমিও হিংসিত হই
২৮| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতার শিরোনাম পাঠ করে আমার দাঁত ভেঙ্গে গেছে।
১৫ ই জুন, ২০১৪ সকাল ৯:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবতেছি এইটাই মূলনাম হবে। যাই হোক বাজারে আলগা দাঁত পাওয়া যায়। আপনারে কয়েকটা গিফট করবো।
২৯| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগা রইল।
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপনাকে অনেক অনেক অনেক।
৩০| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৪
দীপান্বিতা বলেছেন: খুব ভাল লাগলো...
১৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। সব সময় ভাল থাকুন এই কামনা রইল।
৩১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৬
এহসান সাবির বলেছেন: চলুক না কবিতা.................!!
১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি আমাকে জাগিয়েছেন, না চলে উপায় কি ???
৩২| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৭
তাহাসিন বলেছেন: সবগুলো কবিতাই সুন্দর
১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। শুভ দুপুর
৩৩| ১৫ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১
রোদেলা বলেছেন: তবু তোমার জন্য লাল গোলাপ নিয়ে তবেই নীড়ে ফেরা।
অনেক স্নিগ্ধ ...
১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক শুভকামনা।
৩৪| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:১২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কবিতাগুলো বেশ সুন্দর। উৎসকথন ও দারুন।
১৮ ই জুন, ২০১৪ রাত ১০:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সুপ্রিয় দূর্জয় ভাই। শুভেচ্ছা
৩৫| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
চোখ টিপ আইসা পড়লে আমি কি করমু
১৯ শে জুন, ২০১৪ রাত ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
৩৬| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: এতো চমৎকার একটা কবিতা দেখি নাই...!!
তখন ছিলামনা বোধহয় ...
অষ্টম ভালোলাগা (+) ...
মাসসেরা সংকলনে যাচ্ছে অবশ্যই...
২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
উত্তর দিতে দেরী হওয়াতে দুঃখিত। আমিও কিছুদিন ছিলাম না ব্লগে।
অনেক কৃতজ্ঞতা রইল ভাই।
৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
দেরীতে হলেও দেখলুম ।
প্রথম কবিতাটি প্রেমের নয় , কে বললো ? এটা তো এক গৃহজীবির দারুন এক গৃহি প্রেম ! এ প্রেমের তুলনা নেই যে ! এ তো নিষ্কাম এক ভালোবাসার গাঁথা ।
আমিও তারে স্বর্গ ভেবেই নীড়ে ফিরি... এর মাঝে যতোটুকু প্রেম আছে তার তুলনা করবে কে ?
"বন্ধন আর মুক্তি, দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী-কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত"। এই কথাটুকুও জীবনের সত্য । প্রথম কবিতাটি এরই রেশ ..............
ঈদ পরবর্তী শুভেচ্ছা ।
০৪ ঠা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যে কৃতজ্ঞতা ভাই। আপনি যথার্থ বলেছেন প্রথম কবিতাটি
বন্ধন আর মুক্তি, দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী-কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত
এরই রেশ থেকে লেখা......
ঈদের শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৩
আমি স্বর্নলতা বলেছেন: ভালো লেগেছে কবিতাগুলো।