![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
ক্লিওপেট্রা, এখন তোমার ঘরের দেয়ালেও রবীন্দ্রনাথ শোভা পায় ?
বেশতো ! তুমিও দেখছি অনেক আধুনিক হয়েছো।
জানতো ! আমি এখনও সেই পুরনো পিরামিডেই সমাধিস্থ।
তোমার বিছানায় জেগে থাকা একাত্তুরটা সাপের সাথে রাত্রি যাপনের সেই স্মৃতি কি তোমার মনে পড়ে ?
হাতুড়ি আর পেরেক দিয়ে হারমাচিস বারান্দায় দাঁড়িয়ে যখন কাদম্বরীর মূর্তি গড়ছিলো;
আমি তখন শ্যাওলা বনে মমি হওয়ার নেশায় মত্য।
মালতীর মন ভাল নেই,
প্রিয় আকাশটা ভুগছে নিওমোনিয়ায়;
সর্দি কাশি লেগেই আছে,
এরই মাঝে কি আর বিধবা সাঁজা যায় !
শোন মালতী, তোমাকে আবারও বলছি; আগেও বলেছি বহুবার –
লাল রঙের বেনারসি শাড়িতে আমার ভীষণ অরুচি।
যদি বিধবা বেশে নাই আসতে পারো;
তবে, আমার জন্য ক্লিওপেট্রাই শ্রেয়।
দেখনা ! বাগানের গোলাপগুলো কেমন করে নগ্ন হয়ে চেয়ে থাকে শিশিরের তৃষ্ণায়।
সাগরের কাছে কেমন করে খাজনা দিয়ে বৃষ্টি তার জমি ফিরে পায়।
ভূতাত্ত্বিক জরীপে যদিও দ্রৌপদীর নাম এসেছে;
আমি জানি, সেই শাড়ির অধিকারিণী সেদিন মালতী তুমিই ছিলে।
বসন্তের হলুদ দুপুরে মানুষ হয়েও আমি মানুষীর বেশে দিগন্ত রেখা মেপেছি,
বেহুলা মন নিয়ে তোমার মাতাল মরুতে ময়ূরের পেখম তুলে উন্মাদ নেচেছি,
জানি তুমি আমারই মতো করে মেঘনার সাথে সহমরণে হাসবে বলে।
শুঁকনো পাতায় মোমের প্রলেপ লেপে দিয়ে যদি জীবন ফিরে পাওয়া যেত,
যদি কেওকারাডং এর বিশাল দেহে কাঠ ঘষে ঘষে আগুন জ্বালানো যেত,
তবে, আমিও কচুরিপানা ফুল হয়ে তোমার খোঁপায় শোভা পেতাম !
হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা প্রাণহীন এক কঙ্কাল আমি,
তবু, তোমার ঘাসের ‘পরে একটু ঘুমাবো বলে;
স্বর্গের স্বপ্ন কুড়াই !
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ। হাহাকার, অভিমান দুটোই আছে।
২| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:৪৭
লেখোয়াড়. বলেছেন:
ছবিটি ভীতিকর!!
লেখাটি জাটিল!!
প্রথম প্লাস।
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা লেখোয়াড় ভাই। কেমন আছেন ?
৩| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
'উভচর প্রেতাত্মার ক্লীব লিঙ্গ'- এত গভীর ম্যাটাফোরিক উপমা বাংলা সাহিত্যে খুবই বিরল। কবিতা পড়তে সাহস পাচ্ছি না, নাম পড়েই মুগ্ধ!
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
রবীন্দ্রনাথ বাঁচিয়া থাকিলে নিশ্চয় আফসোস করিতেন
৪| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:০৫
জাদিদ বলেছেন: এত চমৎকার একটা কবিতার যে নাম দিসিলেন ভাই!!! আমার সহ্যের বাইরে জটিল হইছে!!
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
জাদিদ ভাই খুব সম্ভবত গ্রীষ্মের এই প্রখরতাই আমাদেরকে সহ্যের বাইরে নিয়ে যাচ্ছে।
৫| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:১৩
সাইনাস বলেছেন: কোন কথা হবে না। আকাঙ্ক্ষা আর নিদারুন উপমা মিশ্রিত এই লেখার জন্য দুইটা প্লাস ++
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাইনাস ভাই।
৬| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:১৮
মনিরা সুলতানা বলেছেন: কান্ডারী ইজ ব্যাক .।.।
অপূর্ব কথা মালা , খুব খুব ভালো লেগেছে ।
আমরা সবাই আসলে স্বর্গের স্বপ্ন কুড়িয়ে ই বেচে থাকি ।
শুভ কামনা
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা দোয়া করিস।
স্বপ্ন দেখা ছাড়া আর কীইবা করার আছে আপা ?
৭| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:২৫
ফেরেশতা বলছি বলেছেন: বাহ! ভালো লাগলো লেখাটি।
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ধন্যবাদ আপনাকে।
৮| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:২৮
উদাস কিশোর বলেছেন: আপনার কবিতা চোখের সামনে পরাতেই অনেক দিন পর ব্লগে লগইন করলাম...
.
অসাধারণ কবিতা ব্রাদার
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্রাদার আমাকে মনে রাখার জন্য। কেমন আছেন আপনি ?
৯| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৩৩
নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আলেক্সান্দার বেলায়েভ এর উভচর, কাজী আনোয়ার হোসেন এর মাসুদ রানা সিরিজের প্রেতাত্মা ভালো লেগেছে। আর কান্ডারি অথর্ব এর "উভচর প্রেতাত্মার ক্লীব লিঙ্গ" ভালো লাগল।
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার কাছে ভাল লেগেছে জেনে আমারও খুব ভাল লাগছে।
১০| ০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৪৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: কবিতার কাব্যিকতায় তো পাগল হয়ে যাবো! জোশ এসে যাচ্ছে মনে। মনে হচ্ছে এখনই একটা লিখে ফেলি। কিন্তু পারবো না যে!
০১ লা জুন, ২০১৫ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই পুরো পাগল হওয়ার আগে আমাকে দায় মুক্ত করে যাইয়েন। জোশ আসলেতো কবিতাও লিখে ফেলতে পারার কথা
১১| ০১ লা জুন, ২০১৫ দুপুর ২:০৭
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ঐ যে, মাইকেল জ্যাকসনের মুন ওয়াক দেখে কত লোকই তো হাইটা পিছনে গেল! তয় জ্যাকসনের মুন ওয়াক আর হয়না। আমার দশা সেই আর কি বুঝলেন না!
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
চেষ্টা করনে আপনি জ্যাকসনের চেয়েও চাইলে অনেক ভাল ভাবেই হেটে পেছনে যেতে পারবেন।
১২| ০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৪৩
মিঠু জাকীর বলেছেন: ভাল লাগছে ।
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
১৩| ০১ লা জুন, ২০১৫ রাত ৯:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস ওয়ান। ভাল্লাগছে। ++++
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
১৪| ০২ রা জুন, ২০১৫ রাত ১২:০৪
চিলেকোঠার বাসিন্দা বলেছেন: চমৎকার বহুদিন পর একটা কবিতা পেলাম যার আগা থেকে গোঁড়া অদ্যি ছিলো নতুনত্যের মোড়কে মোড়ানো নিঃসন্দেহে ভালো লিখেছেন
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হোলাম খুব।
১৫| ০২ রা জুন, ২০১৫ রাত ২:০২
প্রবাসী পাঠক বলেছেন: কবিতায় ভালো লাগা নাম্বার ৫।
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
তোমারে ৫ কেজি ধইন্যাপাতা ভাইডি।
১৬| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ৩ নং কমেন্ট আর উত্তরে ফিদা!
কবিতার কথা আর কি বলব! নিব্বাক! +++++++++
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ভাল লাগল ভৃগু ভাই আপনার মন্তব্য পেয়ে। কোন একদিন দেখা হওয়ার প্রত্যাশা রাখি।
১৭| ০২ রা জুন, ২০১৫ সকাল ১১:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: ইহাকেই বলে কবিতা। কি স্নিগ্ধ সুন্দর প্রেম, ভালবাসা অভিমানের কবিতা। আহা!! মন জুড়িয়ে গেল।
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
১৮| ০২ রা জুন, ২০১৫ রাত ৯:১৭
জুন বলেছেন: ৯নং ভালোলাগাটা আমার কান্ডারী
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা নয় কেজি ধইন্যাপাতা দিলাম।
১৯| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:১৯
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল, তা আছেন কেমন? ভাল থাকুন আর লিখুন।
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল আছি ভাই। আপনি কেমন আছেন ?
২০| ১১ ই জুন, ২০১৫ দুপুর ১২:১০
এহসান সাবির বলেছেন: আমি ঠিক বুঝি নাই কবিতার উপমা টা কোন দিকে গেল........
ইমো দিলে আমার মন্তব্যটা আপনার বুঝতে সহজ হত।
১১ ই জুন, ২০১৫ দুপুর ১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আন্তরিক ভাবে দুঃখিত। ইমোর অনুপস্থিতিতে আপনার মন্তব্যটি বুঝতে অপারগ হওয়ায় কবিতার উপমা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়া সম্ভব হলো না।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৫ দুপুর ১২:৩৪
রোবায়দা বলেছেন: ভালো লাগলো লিখাটি..........কিছুটা হাহারার...অার অভিমান মেশানো...........