![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
[১]
পড়ে থাকি ঘরকুণো নির্জীব আমি এক আসবাব,
যেভাবে রাখছো সেভাবেই থাকছি;
নেই কোন হাহুতাশ,
নেই কোন স্বপ্ন বিলাস,
যদি এক মরু ধুলোতেও সাঁজে আমার যত হাবভাব,
জানি তুমি নত হয়ে আসবেই কাছে;
আমি নীরবে তাকিয়ে রব তোমার আকাশ পানে,
মেঘের 'পরে মেঘ ভাসে,
আমি সিক্ত হব,
আমি সিক্ত হই,
তোমার ভালোবাসার স্যাভলনে,
পড়ে থাকি ঘরকুণো নির্জীব আমি এক আসবাব,
যতনে-অযতনে;
কারণে-অকারণে,
জানি তবু আমারই আবেশে তুমি সুখ খুঁজে পাও।
[২]
গহীণে নিঃশব্দের অনুভূতি সুতীব্র;
অরণ্যের আধিক্যে এক অদ্ভুত মাদকতা,
সবটাই এখন কেবলই ধূসর স্মৃতিচারণা,
কংক্রিটের শহরে বেঁচে থাকা এক নির্মোহ যাতনা।
সূর্যের প্রেমে রাতখোর সময়গুলোকে পবিত্র করে,
সকালের পথে হই ক্লান্ত;
ঘামে ভেজা মানুষ আমি,
একে দুর্গন্ধ বলোনা,
এ আমার বেঁচে থাকার পরম আনন্দ।
রাজপথে যে মেয়েটি বেলী আর গোলাপ ফেরী করে ফেরে;
ফুটপাথে বেওয়ারিশ জীবনের সংঘাতে,
তার কাছে পরাজয় মেনে নেয়াই শ্রেয়।
[৩]
খেয়ে দেখি গোপালভোগ আম টক লাগে,
টক আমেই চরম মাদকতা পেলাম,
কখন যে ঘুমিয়ে পড়েছি;
পাইনি টের,
দিগন্ত জুড়ে বিস্তৃত সূর্যের কাতানে জীবন যখন হাঁসফাঁস,
জেগে দেখি গরুতে খেয়ে গেছে আমার মাঠের সবটুকু ঘাস।
বুড়ো তেঁতুল গাছের ছায়ায় বসে কান্নার শব্দ শুনি,
দেখি এক জীন কন্যা,
দাঁড়িয়ে আছে স্বৈরাচারী চোখ পেতে;
শার্টের আড়ালে বিবস্ত্র সম্ভ্রম ঘামে ভিজে একাকার,
এখন কফির সময় নয়;
প্রয়োজন এক গ্লাস হিম শীতল ম্যাঙ্গো জুস !
লেট নাইট ডীযেদের কণ্ঠে শোনা জীবনের যত উচ্ছ্বাস,
সীসার টানে টানে ধোঁয়ার কুন্ডলীতে ব্যালে নাচ নাচিয়ে,
মীর জাফর সময়ের অবৈধতায় করেছিলো আমাকে;
লোকাল বাসের যাত্রীদের মতো,
আমিও এক টাকার ভাঁড়া নিয়ে তুমুল তর্ক শেষে ফিরেছি এই দুপূরে,
বড় বেশি ক্লান্ত আমি,
এখন তোমার আছরে পাগল হওয়ার মত মানসিকতা আমার নেই।
শেষকালে কোন ওঝায় আমি আরোগ্য হব ?
গেরুয়া-সাদা-সবুজ রঙে রাঙানো;
ওই চোখের পাতায় ছায়ামনির দুর্গম চাহনি হতে,
আমাকে নিস্তার দাও,
এখনও বিস্তর ক্ষেত চাষা রয়ে গেছে বাকী।
[৪]
বরং তুমি জন্ম নাও সোনালী ধান হয়ে,
মানুষের আহারে মহীয়সী জীবন নিয়ে।
এক মুঠো ভাতের অন্বেষণে প্রতিদিন কত ঘাম ঝরে,
কত মানুষ বীনা আহারে নিদ্রা যায়;
যে শিশুটি ফুটপাথের সংসারে বেড়ে উঠে,
তার কাছে ভাতের চেয়ে সুখকর আর কিছু নয়।
খরঞ্চলের মানুষগুলোর কথা একবার ভেবে দেখ,
এক বিন্দু পানির তৃষ্ণায় জীবন তাদের কতটা মরীচিকাময় !
বরং তুমি কৃষাণের চোখে সুদিনের স্বপ্ন হও;
যান্ত্রিক জীবনের পেছনে যে শ্রম পূঁজি রয়,
তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাতেই জয়।
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কোবতে পাঠে কৃতজ্ঞতা জানবেন। সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ অনেক।
২| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল কবিতা।
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ সুপ্রিয় ঢাকাবাসী।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
সুমন কর বলেছেন: ১ আর ৪ বেশী ভালো লাগল।
১ তো সম্পূর্ণ ভিন্ন রকম হয়েছে। প্লাস...
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় সুমন কর দা।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
নেক্সাস বলেছেন: যে শিশুটি ফুটপাথের সংসারে বেড়ে উঠে,
তার কাছে ভাতের চেয়ে সুখকর আর কিছু নয়।
দৃপ্ত উচ্চারণ। কবিতায় অনিন্দ্য ভাল লাগা
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
মনে হয় তিন নাম্বারটা খেয়াল করেন নাই। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতেন ভ্রাতা।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
প্রবাসী পাঠক বলেছেন: কোবতে ভালা বুঝি না। উপস্থিতি জানান দিতে আইলাম।
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার উপস্থিতিতে ধন্য হইলাম।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: কবতে খানা বেশ লাগল .........
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৭| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
তারছেড়া লিমন বলেছেন: দারুন.......
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় লিমন ভ্রাতা।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতার শিরোনাম না থাকলে যেন কেমন কেমন লাগে। কবি কি বোঝাতে চাইছে তার অর্ধেকটা শিরোনাম পড়লেই বোঝা যায়।
১ আর ২ ভালোলেগেছে বাকীদুটা কন্টিনিউ করিনাই।
শুভকামনা রইলো।
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এইখানে কোবতে শিরোনামে কবি বুঝাতে চাইছেন অ-সিরিয়াস কবিতা।
বাকীদুইটা কন্টিনিউ করেন নাই এই সত্যটুকু বলার জন্য ধন্যবাদ।
১ আর ২ এর জন্য মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
এস কাজী বলেছেন: তারপরও কবিতা গুলো পড়ে শেষ করেছি কাণ্ডারি ভাইয়া। আলহামদুল্লিলাহ
ভাল হয়েছে। কবতে এমনিতেই কম বুঝি বলে নদী ভাই প্রায় খোঁটা দেই।
তারপরও পড়ে শেষ করেছি বলার কারন আপনার এর আগের বিশ্বাস বিজ্ঞান লেখাটি সত্যি বলছি আমি পড়িনি। ভীষণ টাইট সিডিউলের ফাঁকে ব্লগে এসে এত ধৈর্যের পরীক্ষা দিতে ইচ্ছে করেনা। হাহাহাহা।
ভাল থাকবেন
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা নো প্রোব্ল্বেম ভ্রাতা। পড়তেই হইব এমন কোন কথা নাই। মাঝে মাঝে হাই হ্যালো করার মধ্যেও আনন্দ পাওয়া যেতে পারে।
ভাল থাকবেন। শুভ কামনা রইলো।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ১ আর দুই বেশি ভাল লাগলো ।
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় বড় ভাই।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
কিরমানী লিটন বলেছেন: দারুণ দ্রোহ আর গভীর উপলব্ধির কবিতা,নান্দনিক মুগ্ধাতায় চমৎকৃত হলাম-আরও একবার।অভিনন্দন প্রিয় সুহৃদ কান্ডারি অথর্ব ,অনেক শুভকামনা +++
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সাথে থাকার জন্য।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: সবগুলোই দারুন!
তবে..
খেয়ে দেখি গোপালভোগ আম টক লাগে,
টক আমেই চরম মাদকতা পেলাম,
কখন যে ঘুমিয়ে পড়েছি;
পাইনি টের,
দিগন্ত জুড়ে বিস্তৃত সূর্যের কাতানে জীবন যখন হাঁসফাঁস,
জেগে দেখি গরুতে খেয়ে গেছে আমার মাঠের সবটুকু ঘাস।
বুড়ো তেঁতুল গাছের ছায়ায় বসে কান্নার শব্দ শুনি,
দেখি এক জীন কন্যা,
দাঁড়িয়ে আছে স্বৈরাচারী চোখ পেতে; ..
দারুন করে সমসমায়িক বাস্তবতা আর অসহায়ত্বকে পরতে পরতে যেন তুলে ধরেছে।
প্রতিটা লাইনই কপি করার ইচ্ছে হচ্ছিল
১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভৃগু ভাই বলতেই হয় আপনার চিন্তা শক্তি খুব তীক্ষ্ণ।
মনযোগী কোবতে পাঠে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই।
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জীবনে দুই লাইন মিলাতে পারলাম না , আর আপনি এক সাথে চারটা পোস্টান
শতদ্রু একটি নদী..র সাথে মিলিয়ে বলছি , শিরোনাম হচ্ছে কবিতার নাম বিশেষ , দেয়ার দরকার ছিল ।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে হইছে কী দীর্ঘ ব্লগ বিরতিতে বেশ কিছু লেখা জমা ছিলো। ঐগুলাই এখন একত্রে দিতেছি। নতুন করে লেখার সময় কই বলেন ?
আর শিরোনাম দিয়েছি কোবতে। আমার কাছে মনে হইছে এইগুলা সব অ-সিরিয়াস টাইপ কবিতা।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩
অগ্নি সারথি বলেছেন: কবিতায় ভাল লাগা কবি।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার।
অনেক ভাল থাকুন এই কামনায়।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
অগ্নি সারথি বলেছেন: বরং তুমি কৃষাণের চোখে সুদিনের স্বপ্ন হও;
যান্ত্রিক জীবনের পেছনে যে শ্রম পূঁজি রয়,
তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাতেই জয়। - সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসাহে কৃতজ্ঞতা জানবেন ভাই।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
তাশমিন নূর বলেছেন: কোবতে ভালো লেগেছে ভাই। ২ নং আর ৪ নং টা বেশি ভালো।
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ তাশমিন নূর আপনাকে উৎসাহ দেয়ার জন্য।
কৃতজ্ঞতা জানবেন। শুভেচ্ছা এই দুপূর রোদের।
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১২
গেম চেঞ্জার বলেছেন: নদী ভাই আমার প্রশ্ন করে ফেলেছেন অলরেডি। কাব্যশিল্প মনের মতোই++++++
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও বোধ করি উত্তর দিয়ে ফেলেছি অলরেডি।
হা হা হা হা
ভাল থাকবেন ভাই। শুভেচ্ছা রইলো।
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১০
অপর্ণা মম্ময় বলেছেন: কোবতে বেশি ভালো লাগে নাই। জোর কইরা লেখেন ক্যান ?
ভালোবাসার সাথে স্যাভলনের গন্ধ মিশাইছেন!
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা লিখতে পারিনা তাই জোর করে লিখে লিখে কবি হওয়ার চেষ্টা চালাইতেছি আর কি
তবে এইজন্য আপনার মূল্যবান মন্তব্য আমার কবি হওয়ার পাথেয় হয়ে থাকবে চিরকাল
এখন কেবল স্যাভলন মিশাইছি, অদূর নিকটে ফিনাইল, ভ্যাসলিন, সার্ফ এক্সেল, গ্লিসারিন, শ্যাম্পু, সাবান, অলিভ অয়েল ইত্যাদির সাথে ভালোবাসা মিশানোর ইচ্ছা আছে
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৫
আরণ্যক রাখাল বলেছেন: চার নাম্বারটা বেশি ভাল লেগেছে| পোস্টের নাম কোবতে কেন? কবিতাই তো হয়েছে
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা ভাইডি। বেশ উৎসাহ পেলাম। এইরকম কোবতে আরও দুই চারটা লেখার ইচ্ছা আছে। এখন ভরসা পাচ্ছি।
শুভকামনা সব সময়ের জন্য।
২০| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
বিদগ্ধ বলেছেন:
শিরোনাম ভালো লেগেছে
কবিতাও!
১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আগামী সব কোবতেতে এইরকম শিরোনাম দেয়ার ইচ্ছা পোষণ করছি। উৎসাহে কোন কার্পণ্যতা পেলাম না।
শুভেচ্ছা ভ্রাতা।
২১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
গুলশান কিবরীয়া বলেছেন: কোবতে দারুণ হয়েছে । শব্দ দিয়ে মনের গহীন অনুভূতির প্রকাশে অসাধারণ পূর্ণতা পায় কবির মন । সূক্ষ্ম সুচারু দৃষ্টিভঙ্গিতে অনেক ভালো লাগা রেখে গেলাম । মেটাফর গুলো অসাধারণ এবং একদমই ডিফ্রেন্ট ।
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতার প্রতি আপনার দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হোলাম। কবিতা লেখার প্রতিও বিশেষ আগ্রহবোধ করছি।
শুভেচ্ছা রইলো।
২২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
১ নং লেখায় " স্যাভলন" শব্দটি ব্যবহারে আসলেই এটা কোবতে হয়েছে , কবিতা হয়ে উঠতে গিয়েও হয়নি ।
যে শিশুটি ফুটপাথের সংসারে বেড়ে উঠে,
তার কাছে ভাতের চেয়ে সুখকর আর কিছু নয়।
এই লাইন দুটির কারনে ৪ নম্বরে থেকেও এটা কবিতার মেজাজ পেয়েছে ।
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
স্যাভলন শব্দটা কিছুটা বুকের ভেতরকার আহাজারির বহিঃপ্রকাশ করার জন্য তাৎক্ষণিক শব্দ চয়ন। আর এই কারণেই এইটা কোবতে।
২৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি কিন্তু বরাবারই ভালো কবিতা লেখেছেন।
কিন্তু আজ হতে 'কোবতে' লেখতে শুরু করেছেন কেন....
মুই ভাবতেছি
পুনশ্চ: কোবতে ভালো হয়েছে! (আজকাল মানুষ আসল কথা পুনশ্চতে বলে )
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা হা মইনুল ভাই কবি স্বত্বার ভেতরে আজকাল এক কোবতে স্বত্বা ভর করেছে। শুধু কোবতে ঘুরপাক খায়। সিরিয়াস হতে চেয়েও পারিনা।
তবে কোবতে ভালো লেগেছে জেনে খুশি হোলাম।
পুনশ্চঃ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন।
২৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
হামিদ আহসান বলেছেন: দারুন কোবতে৷ ভাল লাগা জানবেন ..
১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ভাই উৎসাহ দেয়ার জন্য।
২৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
দীপান্বিতা বলেছেন:
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
২৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১০
জেন রসি বলেছেন: অভিন্ন জীবনের ভিন্ন উপাখ্যান!
ভালো লেগেছে।
১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জন রেসি ভাই আমাকে এভাবে উৎসাহ দেয়ার জন্য।
২৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
এহসান সাবির বলেছেন: সাবাস....!!
কোবতে-তে লাইক......!
১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনি সাবাস দিছেন মানে এমন কোবতে আরও কয়ডা লেখন যায়।
কৃতজ্ঞতা ভ্রাতা। শুভেচ্ছা।
২৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: তুমি কৃষাণের চোখে সুদিনের স্বপ্ন হও;
যান্ত্রিক জীবনের পেছনে যে শ্রম পূঁজি রয়,
তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকাতেই জয়
ঠিক বলেছেন, মনে রাখার মত কবিতার এই চরগুলি।কবিকে ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: ১, ২ এর অনুভবটা বেশি ভাল লেগেছে । সুন্দর কাব্যগাঁথা ।