![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
অশনির মধ্যমায় বিস্তৃত বেহেশতি জেওর,
নরাধম অনুতাপে দগ্ধ; চেতনায় হুতাশন,
বিছানায় মাদুর বিছিয়ে শয্যারত মানুষের বেশে আমি এক না-মানুষ,
আঙুল দিয়ে মধ্যমার নাব্যতা মাপি;
দোয়া করি, অমর হও !
শয্যাসঙ্গিনী প্রিয় অশনি।
প্রস্ফুটনের অনুরণনে,
মৃতপ্রায় আমাকে জন্ম জাগরণের সুখ পেতে দাও।
কী নির্জলা তোমার অবগাহন !
অথচ, চারিদিকে এখন শিশির অফুরান।
জল চোখের অষ্টমীতে আদিম গ্রন্থ মেলে দেখো,
পরলোকেত অন্তর্বাসেরও প্রয়োজন পড়ে না !
যদি পারো বেহুলার মতো করে নেচে দেখাও,
সমুদ্রস্নানে নোনা বালুচর হও;
কখনও নিমজ্জিত,
কখনও রোঁদ বিধৌত।
দীঘল কালো এলোকেশী অমানিশা ছড়িয়ে আমার কুঠিতে,
প্রণয়ের প্রমোদবালা কণ্ঠে জিকির তোলে,
আর আমার ঠোঁটে বিতৃষ্ণা বিলাপ করে,
আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও !
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ। অনুপ্রেরণায় কৃতজ্ঞতা।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
জুন বলেছেন: আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও !
একেবারে ড্রাকুলার কবিতা কান্ডারি
ভালোলাগা ১
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
জুন আপ্পি, আমাদের মনোঃজাগতিক অবস্থা এখন এমনই। আমরা যেন সবাই এক একজন ড্রাকুলার। পূণ্যতা লাভ করতে চাই, পেতে চাই বিশুদ্ধতা।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অন্তহীন গভীরতার নাব্যতায় মধ্যমা বড়ই অপ্রতুল
ঠোটের বৃিতৃষ্ণার বিলাপ অন্তকালে মিটলোনা..অনন্ততৃষা
মনের গভীর সমপর্ণ ছাড়া মিটবার নয়
+++
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
তারচেয়েও অধিক দরকার আরাধনা ... তবেই যদি সাধন তৃপ্ত হয় ...
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
আরণ্যক রাখাল বলেছেন: এক পেয়ালা বিশুদ্ধ রক্ত!
ভ্যাম্পায়ার হয়ে গেছেন! কমেন্ট করতে ভয় পাইতেছি
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনিতো অশনি না, অতএব আপনার ভয় না পেলেও চলবে ...
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
ব্যাক ট্রেইল বলেছেন: সুন্দর +++
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দূর্দান্ত শব্দ চয়ন!
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা নিরন্তর।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯
টোকাই রাজা বলেছেন: আর আমার ঠোঁটে বিতৃষ্ণা বিলাপ করে,
আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও ! - এই লাইনটুকু এত ভাল লাগল যে, দশবার পড়লাম।
অসাধারন, প্রিয়তে নিলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
দেবজ্যোতিকাজল বলেছেন: দোয়াটাকে ?
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
দোয়া হলো প্রার্থনা বা ইংরেজিতে ব্লেসিং।
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
রিকি বলেছেন: আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও !
ড্রাকুলা হয়ে ফ্রান্সজিস্কার কাছে চাইলে সমস্যা দেখি না ভাই, অপার্থিব দুজনেই !!!!
০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এখানে একটা পার্থিব আরেকটা অপার্থিব।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫১
প্রোফেসর শঙ্কু বলেছেন: জেওর মানে কি? অমৃত?
কবিতা এম্নিতেই কম বুঝি, কঠিন লাগল
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জেওর মানে অলংকার।
মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় ভ্রাতা।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
একলা ফড়িং বলেছেন: কঠিন কবিতা! শব্দচয়ন মুগ্ধকর!
অন্যরকম ভালো লাগা
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অন্যরকম ভাল লাগার কাছে ধন্য হোলাম।
কৃতজ্ঞতা জানবেন।
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
ধমনী বলেছেন: পরলোকেত / পরলোকে তো?
প্রোমদবালা/ প্রমোদবালা?
- অবিনাশী কবিতা।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
তো অথবা ত দুই ভাবেই লেখা যায় তাতে অর্থের কোন তারতম্য হয়না। আমিত/ আমি তো, তুমিত/ তুমি তো দুটোই সঠিক। তবে ক্রিয়া বাচকের ক্ষেত্রে সাধারণত তো লেখা হয়। আর বেশ্যার যতগুলো সমার্থক শব্দ আছে তার মধ্যে প্রমোদবালা বানান এভাবেই পেয়েছি। যেমনঃ আমদ নয় আমোদ, মোদ এর সাথে আ যুক্ত হয়ে যেমন আমোদ হয়েছে তেমনি মোদের সাথে প্র যুক্ত হয়ে হয়েছে প্রমোদ শব্দটি। আমোদ ফূর্তি, প্রমোদ বালা।
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
//জল চোখের অষ্টমীতে আদিম গ্রন্থ মেলে দেখো,
পরলোকেত অন্তর্বাসেরও প্রয়োজন পড়ে না !
যদি পারো বেহুলার মতো করে নেচে দেখাও,
সমুদ্রস্নানে নোনা বালুচর হও;
কখনও নিমজ্জিত,
কখনও রোঁদ বিধৌত। //
মুগ্ধ হলাম।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুপ্রিয় মইনুল ভাই।
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পুরো কবিতা জুড়েই ভালোলাগা। মুগ্ধতা।
কবিতাটি বেশ কঠিন ধাঁচের লাগল। শব্দের ব্যবহারের জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।
খুব কি বেশী কঠিন শব্দের ব্যবহার করে ফেললাম !!
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
রক্তিম দিগন্ত বলেছেন: বাহ!++++++++++++++++++++++++++++++
আসলেই চমৎকার কথা লিখেছেন। কঠিন হলেও আমার এইটা একদমই কঠিন লাগেনি।
ছবিটা বেশি সুন্দর ছিল।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মনযোগী পাঠে কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা নিরন্তর।
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭
অন্ধবিন্দু বলেছেন:
জনাব কান্ডারি,
কবিতাটা শান্ত সময়ে মধ্যরাতে পড়তে চাই আবার। যদি বলার মত কিছু পাই অবশ্যই মন্তব্যে লিখে যাবো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আপনার মন্তব্যে অনেক শিক্ষণীয় দিক থাকে। এইটা খুব বেশী দরকার। অপেক্ষায় রইলাম তেমনি একটি মন্তব্যের জন্য।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২
রুদ্র জাহেদ বলেছেন:
দীঘল কালো এলোকেশী অমানিশা ছড়িয়ে আমার কুঠিতে,
প্রণয়ের প্রমোদবালা কণ্ঠে জিকির তোলে,
আর আমার ঠোঁটে বিতৃষ্ণা বিলাপ করে,
আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও !
অসাধারন লাগল না-মানুষ
+++
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা।
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
ইমরাজ কবির মুন বলেছেন:
Kudos!
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
মুন ভাই বুঝি নাই ?
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিসশন্দেহে একতি উচ্ছ সাহিত্যমান সম্রিদ্ধ কবিতা ।
অভিনন্দন কবি ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিটন ভাই।
ভাল থাকুন সব সময়।
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩০
কল্লোল পথিক বলেছেন: অসাধারণ কবিতা
অনেক শুভ কামনা রইল ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ কল্লোল ভাই।
শুভকামনা।
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
লিও কোড়াইয়া বলেছেন: ভ্রতা, কবিতায় ছোটবেলা থেকেই দূর্বল! কঠিন বাংলা। তার সাথে আবার উচ্চ মার্গিয় চিন্তা-ভাবনা! আমর মত অধমের জন্য একটু তর্জমা করে দিলে ভালো হত!
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
একজন অনুতাপে দগ্ধ মানুষের আত্মার গভীরে বিশুদ্ধ হওয়ার অনুসন্ধান ও প্রার্থনা।
অনুতাপের হেতু এইসবই এই কবিতাটির বিষয়বস্তু।
অনেক ধন্যবাদ ভ্রাতা।
শুভকামনা।
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬
কিরমানী লিটন বলেছেন: যদি পারো বেহুলার মতো করে নেচে দেখাও,
সমুদ্রস্নানে নোনা বালুচর হও;
কখনও নিমজ্জিত,
কখনও রোঁদ বিধৌত। আত্মার গভীরের ধ্রুপদী চাওয়ার- মুগ্ধ অনুবাদ! চমৎকার ভালোলাগা কবিতার প্রতিটি শব্দের ভাঁজে ভাঁজে। অনবদ্য সুখপাঠ্যের নান্দনিক কবিতা। অভিবাদন প্রিয় কান্ডারি ভাইয়া, অনেক শুভকামনা ...
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আত্মার গভীরের ধ্রুপদী চাওয়াত বটেই। নিঃসন্দেহে। তবু কিছু সংশয় আর অতৃপ্তি রয়েছে।
সব সময় সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা ভ্রাতা।
শুভকামনা নিরন্তর।
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
কথাকথিকেথিকথন বলেছেন: ভদ্রবেশী পাপীদের কর্মযজ্ঞের কাহিনী । আর সেই পাপিষ্ট... ।
কবিতা বেশ ফুটে উঠেছে ।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মনযোগী পাঠ ভাল লাগল খুব। তবে পাপ ঠিক নয়, জীবনের ভুলে অনুতাপ বলা যেতে পারে।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা নিরন্তর।
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
জেন রসি বলেছেন: পরমাত্মার উদ্দেশ্যে আত্মার কিছু আকুলতা মনে হইলো!
আমার ভাষাজ্ঞান অনেক কম। তাই কিছুটা অস্পষ্ট লেগেছে।
কয়েকটা লাইন পড়ে স্বতঃস্ফূর্ত ভাবেই ভালো লেগেছে।
শুভকামনা রইলো।
০৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই ভ্রাতা। এটা পরমাত্মার উদ্দেশ্যে আত্মার আকুতি। আকুতি মুক্তির জন্য, আকুতি শুদ্ধতার জন্য।
কৃতজ্ঞতা ও শুভকামনা নিরন্তর।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫১
আবু শাকিল বলেছেন: কবিতায় ঠাডা মারা শব্দ বেছে নিছেন।এত কঠিন কবিতা আমার বোঝতে সমস্যা হয়।
ক্ষুদ্র করে কবিতার ভাবার্থ বোঝাইয়া দেন -
আবার আইসা ধন্যবাদ জানাই যামু
০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
একজন অনুতাপে দগ্ধ মানুষের আত্মার গভীরে বিশুদ্ধ হওয়ার অনুসন্ধান ও পরমাত্মার প্রতি প্রার্থনা।
অনুতাপের হেতু এইসবই এই কবিতাটির বিষয়বস্তু।
যাই হোক দাঁত কয়টা ভাঙছে ?
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১২
আবু শাকিল বলেছেন: দাঁত নড়ে বড়ে ছিল।এখন পুরোপুরি ঠিক।
ধন্যবাদ দাদা।
ভাল আছেন নিশ্চয়। দোয়া করি সুস্থ এবং সুন্দর থাকেন।
ফেবু আইডি কি এক্কেবারেই বন্ধ কইরা দিলেন।দেখি না -অনেকদিন।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এইত ভালই আছি ভ্রাতা। না আপাতত শীতনিদ্রা যাপন করছি।
শুভকামনা সব সময়ের জন্য।
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: "দীঘল কালো এলোকেশী অমানিশা ছড়িয়ে আমার কুঠিতে,
প্রণয়ের প্রমোদবালা কণ্ঠে জিকির তোলে,
আর আমার ঠোঁটে বিতৃষ্ণা বিলাপ করে,
আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও!" ক্যায়া বাত! বহুত অাচ্ছা!
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
থ্যাংকু
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯
স্বপ্নীল পরান বলেছেন: বুঝতে সত্যিই অনেক কষ্ট হয়েছে। কয়েকবার তো অভিধানেরই সরণাপন্ন হতে হয়েছে।
সব মিলিয়ে অসাধারণ………
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা যাই হোক শেষ পর্যন্ততো বোধগম্য হয়েছে !
কৃতজ্ঞতা ভ্রাতা।
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭
শাশ্বত স্বপন বলেছেন: বাপরে কি শব্দ চয়ন!
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যে ও পাঠে কৃতজ্ঞতা ভাই।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
সোহানী বলেছেন: বাংলা ডিকসেনারি নিয়ে বসলাম অর্থ বোঝার জন্য। না বুঝেই ++++++++++++
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপা ডিকসেনারিতে যে এই কবিতা আছে সেইটা জানতাম নাতো।
না বুঝে প্লাসের জন্য শুভেচ্ছা।
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: সুন্দর কাব্য তবে কমেন্ট গুলো বেশ মজার।
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ! বেশ মজার।
কৃতজ্ঞতা আপু। শুভকামনা নিরন্তর।
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
সুমন কর বলেছেন: ভাইজান, এত্তো কঠিন ক্যান !!
কিছু পড়ে + দিলাম.....
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
পুরোটা না পড়েই প্লাস তাইলে আর কঠিন কেমনে হইলো ?
৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষ কিছু বলতে চায় না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মাঝে মাঝে কিছু না বলাই উত্তম।
৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো কান্ডারী অথর্ব ।+
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১
আমি স্বর্নলতা বলেছেন: শয্যাসঙ্গিনী কে প্রিয় অশনি কেন বলেছেন?
শব্দচয়ন সত্যিই প্রসংশনীয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
আসলে শয্যাসঙ্গিনীকে অশনি বলছিনা। অশনি হলো শয্যাসঙ্গিনী।
৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জল চোখের অষ্টমীতে আদিম গ্রন্থ মেলে দেখো,
পরলোকেত অন্তর্বাসেরও প্রয়োজন পড়ে না !
অসাধারণ।।।।।।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
৩৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৩
গেম চেঞ্জার বলেছেন: নিবিড় পঠনে পুলক অনুভবের জন্য +
চালিয়ে যান ভাইডি.......
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইডি সাথে থাকার জন্য।
আশা করি চলবে।
৩৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
ডট কম ০০৯ বলেছেন: দীঘল কালো এলোকেশী অমানিশা ছড়িয়ে আমার কুঠিতে,
প্রণয়ের প্রমোদবালা কণ্ঠে জিকির তোলে,
আর আমার ঠোঁটে বিতৃষ্ণা বিলাপ করে,
আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও !
কী অসাধারণ লাইন গুলি। দারুন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় ভ্রাতা।
৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯
গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর কবিতা । কবিতার বক্তব্যটি অনেক ভালো লাগলো ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।
৪০| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
গেম চেঞ্জার বলেছেন: কই গেলেন ভাইসাব!! ক-দিন--------.......________ দে.__খি না
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
কাজ কর্মের ব্যাস্ততায় একদম সময় করতে পারিনা ভ্রাতা।
৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫
ঊণ মানব বলেছেন: বাহ ! সুন্দর + +
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা শতত।
৪২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
এহসান সাবির বলেছেন: আবার কি হল?
নেই কাজ তো....
আমিও তো ভাজলাম.....!!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রাতা আমি শুধু ভাঁজিই না চাষও করতেছি। বুইঝা লন আমার অবস্থা।
৪৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭
রোকেয়া ইসলাম বলেছেন: অসাধারন...... খুব সুন্দর কবিতা।
অনেক ভালো লাগলো।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উৎসাহ দেয়ার জন্য।
শুভকামনা নিরন্তর।
৪৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭
ফজলুভাই বলেছেন: ওস্তাদের দেখা নাই মেলা দিন।
সব ঠিক আছে তো??
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এইতো দেখা হলো ওস্তাদ।
৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
গেম চেঞ্জার বলেছেন: শীতনিদ্রায় গেছেন নাকি, কান্ডারী ভাই?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এইতো বসন্ত এলো বলে...
৪৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারণ
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
খুব উৎসাহ পেলাম।
৪৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
মনিরা সুলতানা বলেছেন: হুম চাওয়া সব সময় সর্বগ্রাসী ই হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক আপা, কারও কারও ক্ষেত্রে সর্বনাশীও।
৪৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
মাহমুদ০০৭ বলেছেন: কঠিন কোবতে ।
ইজি ভার্শন বাহির করেন
কবিতা ভাল্লাগছে । কই যান গা ভাই , কতদিন পর পর
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এবার কি ইংরেজীতে লিখবো ?
ভাইরে পেটের ধান্দা খুব খারাপ ধান্দা।
৪৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
আবু শাকিল বলেছেন: মাহমুদ ভাইয়ের মন্তব্য থেকে আপনার ব্লগ বাড়ি ঘুরতে আসলাম।
সালাম জানবেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
চল এখন চা-বিড়ি খেয়ে আসি
৫০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
তার আর পর নেই… বলেছেন: প্রত্যেকটি স্তবকের শেষের দু লাইন খুব খুব সুন্দর!
আমাকে তোমার এক পেয়ালা বিশুদ্ধ রক্ত দাও !
নিজেকে শুদ্ধতায় মেখে নিই, শুদ্ধ করি হৃদয় …
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
হুম ! শুদ্ধতার যে খুব বেশী প্রয়োজন ভাই।
৫১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৫
এহসান সাবির বলেছেন: তাই তো দেখছি.... চাষ করে তো গুদাম ভরে ফেলেছেন
তা নতুন পোস্ট কই?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম গুদাম ওভারফ্লো হইতেছে
ভাই নতুন পোষ্ট কেমনে লিখুম। আমিত লিখতে বসার সুযোগই পাইতেছিনা। জানেনইতো গুদামজাত করায় বিজি আছি।
৫২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
এহসান সাবির বলেছেন: সুস্থ হয়ে যান। বই মেলাতে যেতে হবে...
আমিতো রেগুলার যাচ্ছি...
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কিছু বই কেনা লাগবে। অবস্থার উন্নতি হলে অথবা এর মঝেই একদিন আপনার সাথে ঘুরে আসবো।
নতুন বই টই কিছু কি কিনেছেন ?
৫৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
এহসান সাবির বলেছেন: নতুন বই কিনেছি কিছু। লিস্ট আছে আরো......।
কিন্তু..... জানেনই তো...
আপনার লিস্ট করে রাখেন। কবিতার বই কিনবেন নাকি?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার লিস্ট বেশ দীর্ঘ। কিন্তু মনে হয় সব কেনা সম্ভব হবেনা। কবিতার বইও আছে কয়েকটা।
চলেন একদিন যাই।
৫৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৮
এহসান সাবির বলেছেন: যে বই দেখি সেইটাওতো কিনতে ইচ্ছা করে। ব্লগাদের বইয়ের সংখ্যা কম না একেবারে। কিছু কিনেছি কিছু কিনব এবং ব্লগাদের বই কেনবার ইচ্ছা রয়েছে। বই ছাপানো বিষয়ে একটা আলোচনা দরকার আছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্লগারদের বই অবশ্যই কিনতে হবে। সাথে আরও কিছু বই কেনার দরকার। বই ছাপাবেন নাকি ?
৫৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১
এহসান সাবির বলেছেন: না আমার জন্য না....!! তবে বই ছাপানোর ব্যাপারেই.....
আপনার পরিচিত কেউ আছে নাকি যে/যারা বই ছাপে?
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
পরিচিত কেউ নাই। চলেন খুঁজে দেখি পাওয়া যায় কিনা যারে টাকা দিলে বই ছাপিয়ে দিবে।
৫৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
এহসান সাবির বলেছেন: আরে না.... ব্যাস্ত হলে হবে না.... ডি মুনের সংগে কথা বলতে হবে, আমি নেক্সট উইক থাকব না মনে হয়, আপনি মিটিং করবেন.. দরকার আছে... ও নেক্সট উইক আসবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওকে মিটিং এ যথাসময় উপস্থিত থাকার ইচ্ছা রাখলাম। ফোন দিয়েন।
৫৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৩
আবু শাকিল বলেছেন: বড়দা- যদিও চা-বিড়ি র কথাটা আপনি ফান করে বলেছেন তবুও বলি- আপনার সাথে চা-বিড়ি খাওয়ার সুযোগ পাওয়া মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রী (অতি লোভনীয় অফার) ।ফেব্রুয়ারি র কোন এক সময় আমিই অনুরোধ করে বলতাম দাদা আসেন একদিন চা-বিড়ি খাই ।
আফসোসময় জীবন শুধুই যন্তনার। দেশের বাইরে আছি
১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম ! এর আগেও যখন আসছিলি দেখা হয় নাই। এটা আমার দুর্ভাগ্য। এবার আবার চলে গেলি। যাই হোক নেক্সট টাইম আসলে শুধু চা-বিড়ি কেন আরও কিছু হবে সাথে। ফান করে বললেও আমার খুব ইচ্ছা আছে আড্ডা দেয়ার।
শুভকামনা ভ্রাতা।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
অবচেতনমন বলেছেন: জল চোখের অষ্টমীতে আদিম গ্রন্থ মেলে দেখো,
পরলোকেত অন্তর্বাসেরও প্রয়োজন পড়ে না !
অসাধারন, একমাত্র কান্ডারির দ্বারাই সম্ভব এমন লেখনি
লেখাতে রইল ভালবাসা সহিত ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++