![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখা আজ অত্যন্ত প্রাসঙ্গিক | টেলিকম কোম্পানিগুলো আজ অশ্লীল মুনাফা সংগ্রহের খেলায় মেতেছে | আগে একটা নেটপ্যাক কিনলে সমস্ত ওয়েবসাইট সমান রেটে দেখা যেত | সমান স্পিডে দেখা যেত | এটাই ছিল নেট নিরপেক্ষতা | এখন যেটা হচ্ছে সেটা হলো সব সাইট আপনি একই রকম ভাবে দেখতে পারবেন না | ওরা দুভাবে নেট নিরপেক্ষতা লঙ্ঘনের চেষ্টা করেছিল |
১] নিজেদের সাথে গাটছড়া বাঁধা কোম্পানিগুলোর সাইট দেখতে দিয়ে অথবা
২] বিভিন্ন সাইটের জন্য বিভিন্ন হারে টাকা নিয়ে , একে ডিফারেন্সিয়াল প্রাইসিং বলে
প্রথম প্রচেষ্টা হয়েছিল যখন জুকারবার্গ ইন্টারনেট ডট অর্গ সাইট খুলে প্রথম ৩৮ তি সাইট দেখতে দিয়েছিলেন | এর মধ্যে ফ্লিপকার্ট-এর মত জনপ্রিয় সাইট ছিল | কিন্তু অধিকাংশ মানুষ এর বিরুদ্ধে তুমুল প্রতিবাদ জানায় সোশ্যাল মিডিয়ায় আর ফ্লিপকার্ট-এর ব্যবসা মার খায় | তাই ওরা এই প্রচেষ্টা বন্ধ করে দুই নম্বর রাস্তাটা নেয় |
প্রথমে এয়ারটেল ফেসবুকের সাইট-এ কম হারে টাকা কাটত | রিলায়েন্স টুইটারে কম হারে টাকা কাটত | এই ব্যাপারটা খুব কম লোকই জানত | এটা লুকোছাপা ছিল | কিন্তু বর্তমানে ভারতে এই ডিফারেন্সিয়াল প্রাইসিং সরকারী ভাবে হতে যাচ্ছে | এতে শুধু ওয়েবসাইট নয়, সার্ফিং, ভিডিও দেখা, ডাউনলোড করা , ভয়েস কল, whats app করা ইত্যাদির উপরেও বিভিন্ন হারে টাকা কাটবে টেলিকম কোম্পানিগুলি | উদ্দেশ্য একটাই: মুনাফা বাড়ানো | ট্রাই এই বিষয়ে consultation paper এনেছে |
ভবিষ্যতে এ থেকে দুটো সমস্যা আসতে পারে | খুব তাড়াতাড়ি আপনার নেট প্যাক শেষ হয়ে যেতে পারে | পরশু ভরবেন আর আজকে শেষ হয়ে যাবে যদি আপনি ওদের রেট চার্টটা না দেখতে পারেন | দ্বিতীয়ত আপনাকে অনেক কানেকশন নিতে হতে পারে | বিভিন্ন কোম্পানি একই সাইটের ওপর বিভিন্ন হারে টাকা কাটবে তো | সেই জন্য | দুদিক দিয়েই আপনারই ক্ষতি | নেটের টাকা তখন মাসে মাসে অনেক বেড়ে যাবে | আরেকটা উপায় আছে সেটা হলো হ্যাকিং করে কোম্পানিগুলিকে ফাঁকি দেয়া | তবে সেটা কতটুকু কার্যকর হবে , তা জানি না |
©somewhere in net ltd.