![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান কি ? বিজ্ঞানের সত্য কি ? এইগুলি জানা খুব দরকার | বিজ্ঞান সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা আছে | অনেকে মনে করেন যে বিজ্ঞান যেসব সিদ্ধান্তে পৌছেছে সেসব ধ্রুব সত্য | তার কোনো ব্যতিক্রম নেই | এই ভুল ধারণার বশবর্তী হয়ে অনেকে বিজ্ঞানের ওই আপাত সত্য সিদ্ধান্তগুলোকে জ্ঞানের শেষ কথা মনে করেন | কিন্তু এটা সত্য নয় |
বিজ্ঞানের সিদ্ধান্ত গুলি অ্যাবসলিউট ট্রুথ বা ধ্রুব সত্য নয় | এটা পরিবর্তনশীল ব্যাপার | আজকে বিজ্ঞান যে সিদ্ধান্তে পৌছেছে কালকে তা ভুল প্রমাণিত হতে পারে | উদাহরণ : মধ্যযুগের বিজ্ঞানীদের কাছে টেলিফোন, টিভি, এরোপ্লেন এসমস্ত অসম্ভব ছিল | তখনকার বিজ্ঞানের সিদ্ধান্ত ছিল যে এসেব কিছুই হতে পারে না | কিন্তু আজকে বিজ্ঞনের সেই সিদ্ধান্ত পাল্টে গেছে | সেগুলি ভুল প্রমাণিত হয়েছে | ঠিক একই ভাবে আজকে যা বিজ্ঞানের সিদ্ধান্ত আছে কালকে তা ভুল প্রমাণিত হবে | হাল আমলের সিদ্ধান্ত ছিল এইডস রোগ সারে না | কিন্তু এখন এই কিছু দিন আগে এইডস রোগের ঔষধ বেরিয়েছে | এতে পার্সিয়ালি রিলিফ পাওয়া যায় , আগে যেখানে একদমই যেত না | এখানেই বিজ্ঞানের সিদ্ধান্ত পাল্টে গেল |
সুতরাং দেখা যাচ্ছে যে বিজ্ঞানের সিদ্ধান্তগুলি ধ্রুব সত্য নয় | তাহলে বিজ্ঞানের এই সিদ্ধান্ত জেনে কি লাভ ? জেনে এই লাভ যে সাময়িক রিলিফ পাওয়া যায় আর এইগুলি কিছু সময়ের মত কাজ দেয় | কিন্তু তাহলে বিজ্ঞানের ধ্রুব সত্য কি ? সেটা হলো বিজ্ঞানের পদ্ধতি যার দ্বারা এই সিদ্ধান্তে আসা গেছে | এই পদ্ধতি কখনো পাল্টায় না | জবে থেকে বিজ্ঞানের শুরু হয়েছে তবে থেকে এই পদ্ধতি আছে | এটা ভবিষ্যতেও থাকবে না হলে বিজ্ঞানই থাকবে না |
আসুন এটা সম্বন্ধে জানা যাক |
বিজ্ঞানের পদ্ধতি শুরু হয় সন্দেহ দিয়ে | সন্দেহ থেকে প্রশ্ন আসে | প্রশ্নের উত্তর হিসাবে একটি প্রকল্প বা হাইপোথিসিস ধরা হয় | তারপর পরীক্ষা আর পরীক্ষার ফল পর্যবেক্ষণের মধ্য দিয়ে ওই প্রকল্পের সত্যাসত্য নির্ণয় করা হয় | প্রকল্প সত্যি হলে ওটাই প্রশ্নের উত্তর | মিথ্যে হলে আবার প্রকল্প ধরে পরীক্ষা শুরু |এই পদ্ধতিটাই বিজ্ঞানের একমাত্র সত্য | এইটি ব্যতীত আর কোনো সত্য নেই |
মুক্তমনারা বিবর্তনবাদের তত্ব নিয়ে খুব লাফালাফি করে | কিন্তু ওরা জানে না যে এই তত্বটি আসলে বিজ্ঞানের সিদ্ধান্তমাত্র যা পরিবর্তনশীল | অর্থাৎ আজকে আছে , কালকে নাও থাকতে পারে | এইটি জেনে কেউ মুক্তমনা হতে পারে না | আসলেই বিজ্ঞানের পদ্ধতি জেনে এবং তার প্রয়োগ করে লোকে মুক্তমনা হতে পারে | মুক্তমনারা কিন্তু কখনই এই বিজ্ঞানের পদ্ধতি নিয়ে একটা উচ্চবাচ্য করে না | কারণ জানি না |
©somewhere in net ltd.