![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুঁজিবাদ মানবসমাজের কাছে আশির্বাদ | এই লেখায় আমি দেখাবো যে পুঁজিবাদ কিভাবে আমাদের জীবন উন্নত করেছে | আমি নিজে পুঁজিবাদে বিশ্বাস করি তবে সেই বিশ্বাস কারো ওপর চাপাতে চাই না | শুধু নিজের মনের কথাটা বলতে চাই আর আশা করি যে সংবিধান আমাকে সেই অধিকারটা দিয়েছে | যাই হোক , আজকের এই শিল্প-প্রতিকুল মাওবাদী-দীর্ণ, বামপন্থী-সমাকুল পরিবেশে এই লেখা অত্যন্ত জরুরি |
পুঁজিবাদ না থাকলে আমরা নিজেদের ট্যালেন্ট দেশকে দিতে পারতাম না | পুঁজিবাদ আমাদের প্রতিভা দেশের কাজে লাগাতে সাহায্য করে | এই ব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগে শিল্প করার ব্যবস্থা আছে | এখানে একজন তার শিল্পপ্রতিভা দেশের কাজে লাগাতে পারে | পুঁজিবাদ না থাকলে আমরা হেনরি ফোর্ড কে পেতাম না, ডাইমলার ও ক্রাইসলার কে পেতাম না, বিল গেটসকে পেতাম না, রকফেলারকে পেতাম না , এন্ড্রু কার্নেগিকে পেতাম না , টাটা-বিড়লা-আম্বানিদের পেতাম না | আমরা মার্ক যুকার্বাগ আর ফেসবুককে পেয়েছিলাম পুঁজিবাদের দৌলতে | আজকের দিনে এসব ছাড়া কি আমাদের একমুহূর্ত চলে ? স্টিভ জব আর এপেল কে পেতাম না | পুঁজিবাদ আমাদের এনে দিয়েছে কম্পুটার, আই ফোন-আই প্যাড ইত্যাদি | এসব ছাড়া আমাদের একদিনও চলে না | পুঁজিবাদের দৌলতে আমরা পেয়েছি স্মার্ট ফোন যা আমাদের জীবনযাত্রা আরো সোজা করে দিয়েছে | এইসব পুঁজিবাদের মহান দান |
বামুদের একটাই গান আছে যে পুঁজিবাদ শ্রমিক শোষণ করে | আসুন এটাকে একটু দেখা যাক | অর্থনীতির নিয়ম বলে চাহিদা কম-যোগান বেশি হলে দাম কমে যায় | পৃথিবীর যেসব অংশে মজুরের চাহিদা কম অথচ যোগান বেশি সেখানে মজুরি কমতে বাধ্য অর্থনীতির নিয়মে |এশিয়া আর আফ্রিকাতে মজুর বেশি কিন্তু কোম্পানি কম , তাই মজুরি কম অর্থাৎ শ্রমিক শোষণ হচ্ছে | তাতে মালিকের কি দোষ ? এটা তো অর্থনীতির নিয়ম | একই নিয়মে ইউরোপ আমেরিকা যেখানে শ্রমিক কম কিন্তু কোম্পানি বেশি সেখানে মজুরি বেশি হচ্ছে | এতে মালিকপক্ষের কিছু করার নেই বামুরা |
আচ্ছা বামুরা একটা কথার জবাব দাও তো | শ্রমিকরা যখন কাজে ফাঁকি দেয় আর মজুরি বাড়াতে বলে তখন কি মালিক শোষণ হয় না ? শ্রমিকরা যখন মালিকের কারখানা থেকে জিনিস চুরি করে তখনও কি মালিক শোষণ হয় না ? শ্রমিকরা যখন বাজে কোয়ালিটির কাজ করে মালিকের কোম্পানির দুর্নাম করে তখনও কি মালিক শোষণ হয় না ? এগুলো কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম | এগুলো কি কখনো ভেবে দেখেছ বামুরা ?
সুতরাং পুঁজিবাদের যথেষ্ট ভালো দিক আছে | পুঁজিবাদ দেশের উন্নতিতে সাহায্য করে | মূল্যবৃদ্ধি একটু হয় বটে , তবে বামুরা পৃথিবীতে কোন জিনিষটা ফ্রীতে পাওয়া যায় বলতে পার ? ভালো উন্নত জীবন কাটাতে গেলে তার মূল্য তো দিতেই হবে , নয় কি ?
২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫২
হাম্বাখোর বলেছেন:
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
রাফা বলেছেন: নিজে সফল হইলে সব বাদেই বিশ্বাস করে।আর মেজরিটির কথা চিন্তা করলে পুজিবাদের ভালো কিছু খুজে পাওয়া কঠিন।
জোড় কইরা চাপাইতে চাননা এই জন্য ধন্যবাদ,সত্যান্বেসী।
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩
সত্যান্বেসী বলেছেন: ওই জন্যই তো লিখেছি যে জোর করে চাপাতে চাই না | নাহলে তো সবাই আজকাল ভাবে যে জোর করে চাপাচ্ছি |
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮
মহা সমন্বয় বলেছেন: হুমমম Every action has an equal and opposite reaction
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
অন্ধবিন্দু বলেছেন:
ঘটনা তো অন্য সত্যান্বেসী। বামুরা মনে করে বামুদের কথা ঠিক। ডামুরা ভাবে তাদেরটা। নাচতে না জানলে উঠান বাঁকা; বাদ-ফাদের দোষ তখন। পুঁজিবাদের তো আবার হাজারো ব্যাখ্যা দেখি আজকাল।