![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মূল চালিকা শক্তি হলো ইনোভেশন বা নব উদ্ভাবন | মানুষের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে ব্যবসার ধরন পাল্টে ফেলার নাম হলো ইনোভেশন | পুঁজিবাদের বাজার হলো প্রতিযোগিতার বাজার | প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে উন্নত মানের পরিসেবা দিতে হবে যা হবে অন্যান্য প্রতিযোগীদের চেয়ে অনেক উন্নত | তা করতে গেলে উদ্ভাবনী শক্তি থাকতেই হবে | না থাকলে চলবে না | ইনোভেশন করে উন্নত মানের পরিসেবা বা পণ্য দিলে তবেই আপনি প্রতিযোগিতার বাজারে টিকে থাকবেন এবং মানবজাতিকে উন্নত করবেন | সবাই একাজ করতে পারে না | যারা পারে না , তারাই দুনম্বরী করে আর দেশের সম্পদের ক্ষতি করে |
ইনোভেশন-এর একমাত্র উপায় হলো মার্কেট রিসার্চ | মার্কেটে যে পরিবর্তন হয়েছে সেগুলি জানার পর তার সাথে সঙ্গতি রেখে ব্যবসার ধরন পরিবর্তন করা হয় | তবেই উন্নত মানের পণ্য তৈরী হয় | সাম্যবাদে একই রকম পণ্য ও পরিসেবা থাকে | নিতে হলে নাও , নাহলে নিওনা | কিন্তু পুঁজিবাদই মানবসমাজকে উন্নত করে |
মুসলিমদের সাথে এখানেই পুঁজিবাদের বিরোধ : মুসলিমরা নতুনকে গ্রহণ করতে পারে না | তারা তাদের পুরনো বাপ দাদাদের রীতিকে আঁকড়ে ধরেই বাঁচতে চায় | নতুনের বিরুদ্ধে জিহাদ করে আর বোম মারে |
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
সত্যান্বেসী বলেছেন: যদি পুঁজিবাদী সমাজে চরম বৈষম্য থাকে তাহলে পুঁজিবাদী দেশগুলিতে মরা গরীবও থাকবে | এর অর্থ ইউরোপ-আমেরিকায় মরা গরিব আছে | সুতরাং আমেরিকা ধনী দেশ নয় | এটা কি সত্যি ?
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০
রুদ্র জাহেদ বলেছেন: কিন্তু পুঁজিবাদই মানবসমাজকে উন্নত করে |চরম বৈষম্য টিকিয়ে রেখে...