নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ....

সত্যান্বেসী

কলকাতা হাই কোর্টের উকিল

সত্যান্বেসী › বিস্তারিত পোস্টঃ

We or our nationhood defined: হিন্দু জাতীয়তাবাদের গীতা পার্ট ৩

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬

চতুর্থ অধ্যায়ে গুরুজি এই পাশ্চাত্যের জাতিতত্ব ভারতের হিন্দুদের ওপর প্রয়োগ করেছেন | ভারতে হিন্দুরা প্রাকৈতিহাসিক সময় থেকে বাস করত | সুতরাং এটা তাদের দেশ | তারা এক ভাষা, ধর্ম ও সংস্কৃতির ঐতিহ্য বহন করছে | এরপরই গুরুজি চলে গেলেন হিন্দুরা বিজ্ঞান-কলা-সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রে অতীতে কি সাফল্য অর্জন করেছে |

শিখদেরও উনি হিন্দুর পর্যায়ে ফেললেন | হিন্দুদের এক দেশ হলো , এক সংস্কৃতি হলো , এক ধর্ম হলো এবার ভাষা | ভাষাও একটা, সংস্কৃত | সুতরাং হিন্দু জাতির মধ্যে পাশ্চাত্যের সব গুনই আছে | সুতরাং হিন্দুস্তানে হিন্দুরাই থাকবে আর কেউ নয় যারা এই সমাজ-ধর্ম-সংস্কৃতি-ভাষার মধ্যে আসে না |

সমালোচনা

এটা একটা কথা হলো ? হিন্দু জাতির দেশ না হয় ভারতবর্ষ হলো , যদিও তার কোনো জোরদার প্রমান পাওয়া যায় না | কিন্তু ভাষা-সংস্কৃতি-ধর্ম এক নয় | হিন্দু ধর্ম অজস্র দেবতায় বিভক্ত | এক দেবতার অনুসারীরা আরেক দেবতার অনুসারীদের উপরে আক্রমন করে | শৈবরা বৈষ্ণবদের উপর আবার বৈষ্ণবরা শৈবদের উপর আক্রমন করে | কুম্ভমেলায় সাধুদের মারামারির কারণ এটাই | শাক্তরা আবার শৈব আর বৈষ্ণবদের দেখতে পারে না | যেহেতু প্রত্যেকের ধর্ম আলাদা সেহেতু সংস্কৃতিও আলাদা | কারণ সংস্কৃতির বেশিরভাগটাই ধর্ম থেকে আসে | যেমন : শাক্তরা মাংসাহারী আবার বৈষ্ণবরা শাকাহারী | দুজনের মধ্যে এই নিয়ে মারামারিও কম নেই | শাক্তরা বলি দেয় , বৈষ্ণব আর শৈবরা কোনো বলি দেয় না | তারা সতী করে | বৌদ্ধরা আবার অহিংসার কথা বলে ও সম্পূর্ণ ভিন্ন জীবনযাত্রা পালন করে | শিখরা আবার কবর পূজা করে ও অন্য জীবনযাত্রা পালন করে | তাদের সাথেও অন্যান্য হিন্দুর কম বাজে সম্পর্ক নেই | সুতরাং ধর্মীয় ও সংস্কৃতিগত ঐক্য কোথায় হলো ?

আর ভাষা ? সেটা আবার এক কোথায় হলো ? সংস্কৃত ভাষা ছিল বটে কিন্তু সেটাতে খুব কম লোকই কথা বলত | বেশিরভাগ লোক প্রাকৃতে কথা বলত | গুরুজি অন্য ভাষাগুলোকে সংস্কৃত ভাষার বিকৃতি বলেছেন কিন্তু তার যথেষ্ট প্রমান দেন নি | সুতরাং ভাষাটা যে এক ছিল তা সঠিক বলা যায় না |

আসুন পাশ্চাত্যকে একটু দেখি | ব্রিটিশ জাতিকেই দেখি | তাদের একটাই ধর্ম : প্রটেস্টান্ট খ্রিস্টান, তাদের একটাই ভাষা : ইংরেজি, তাদের একটাই সংস্কৃতি : ব্রিটিশ , তাদের একটাই দেশ :ইংল্যান্ড | সুতরাং তাদেরকে একটা জাতি বলা যায় | কিন্তু হিন্দুদের এমন কেস নয় |

সুতরাং হিন্দুর জাতিগত ঐক্য যেমন পাশ্চাত্যের আছে তেমন নেই | হিন্দুদের হিন্দুস্তান থেকে অন্য জাতিদের বিতারিত করার কোনো প্রশ্নই ওঠে না কারণ হিন্দুরা একটা জাতি নয় |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.