নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকস্বাধীনতায় আঘাত ঘৃণা করি।

প্রার্থনা খুঁজে যায়-আলোকে

অর্ক হাসনাত কুয়েটিয়ান

বলবো না.. লিখব না..

অর্ক হাসনাত কুয়েটিয়ান › বিস্তারিত পোস্টঃ

লাল-পরী আর লুল-বন্ধু মাথাভাজি ধাঁধাঁবাজি-৭

২৪ শে জুন, ২০১২ দুপুর ১:২০













আমার এক দোস্ত কালকে কান্তে কান্তে আইসা পরল। বেচারা বিশাল সমস্যায় পড়সে /:) /:) /:)

আগের দিন ক্লান্ত হয়ে অফিস থেকে ফিরে সন্ধ্যায় নাকি ঘুম দিসিল। এমন সময় হঠাত ৩ পরী এসে উপস্থিত । একজনের নাম ধলা পরী একজনের নাম লাল পরী আরেকজন নীল পরী :P :P :P। একজনের গায়ে সাদা ড্রেস একজনের লাল ড্রেস আরেকজনের নীল ড্রেস। এসে দোস্তরে বলে কি খবর কাল্লুমিয়া ক্যামন আছ ;););)? গল্প করবা আমাদের সাথে? দোস্ত তখন টাশকি খায়া মোটামুটি পাত্থর হয়া গেছে এমন সময় দেখে সাদা ড্রেস পরা পরীটা আরেকজন্রে বলতেসে আরে নীলপরী, দেখেছিস আমরা কেউই আমাদের নামের সাথে মিল রেখে ড্রেস পড়িনি । বাকি ২ জন বইলা উঠল আরে তাইত ঠিকই তো বলেছিস তুই।

সাদা ড্রেস পরা পরীটা তখন বল্ল চল এক কাজ করি এই কাল্লুমিয়া যদি বলতে পারে আমাদের কার নাম কি তাইলে আমরা ওর বন্ধু হব। চল এখন যাইগা :((:((:((, পরে আবার আসব কাল্লুমিয়ার কাছে।

হঠাত করে উইঠা দেখে বন্ধু সে রুমে একা /:)/:)/:) । তারপর থেইকা তার খুব খারাপ লাগতেসে। বলে পরীরা আইসা যদি দেখে ও এখনো তাদের নাম বাইর করতে পারে নাই তাইলে নাকি মন খারাপ করব। লালড্রেস পরা পরীকে নাকি তার মনেও ধরেছে :P

যতই বুঝাই আরে শালা এইটাতো স্বপ্ন টেনশন নিস ক্যা? তবু শালা বুঝেনা X( X( X( । আমারে কয় দোস্ত বাইর কইরা দে কার নাম কি?

দেখেন তো ভাইরা কি ঝামেলা। আপ্নারা পারবেন আমারে থুক্কু আমার দোস্তরে হেল্পাইতে? বলা যায়না পরীগুলান আপনাদের সাথেও দোস্তি করবার পারে ;) ;) ;)

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১২ দুপুর ১:৩২

জেমস বন্ড বলেছেন: /:) :-B B:-/ B:-) :-< |-) |-)

২৬ শে জুন, ২০১২ সকাল ১১:৩৬

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: কি হইল বস???

২| ২৪ শে জুন, ২০১২ দুপুর ১:৩৭

মো: আবু জাফর বলেছেন: সব পরীদেরই একই রকম নাম হয় লাল নীল আর বানেসা পরী

২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:০৮

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বানেসা? এইটাকি আপনার পরীর নাম :-B :-B :-B

৩| ২৪ শে জুন, ২০১২ রাত ৮:৪১

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: লাল নীল পরী ডরাই ভাই :|

২৬ শে জুন, ২০১২ বিকাল ৫:১৫

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: রহস্যের গন্ধ পাই।

৪| ২৪ শে জুন, ২০১২ রাত ৯:০৬

শায়মা বলেছেন: পরীদের নাম বলবো না । আমি কাল্লুমিয়ার নাম জানি।:)

২৬ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: পরীদের নাম না জানলে কিভাবে বলবেন?
কাল্লুমিয়াকে কিভাবে চিনলেন B:-) B:-) B:-) ? সন্দেহজনক।

৫| ২৪ শে জুন, ২০১২ রাত ৯:০৭

শায়মা বলেছেন: মানে আসল নাম।:)

২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৮

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: আন্দাজে ঢিল মেরে লাভ নাই /:) /:) /:)

৬| ২৫ শে জুন, ২০১২ দুপুর ২:৩২

লুল মামা বলেছেন: @ মো: আবু জাফর ঃ হাঊয়ার পো, ঢাকায় আম ৬০-৭০ টাকা। আর তুই আম বেচো ৯০ টাকা। দাঁরা, তরে পুলিশ এ দিমু।

০১ লা জুলাই, ২০১২ বিকাল ৩:১২

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: মামা কি হইল? হঠাত খেপস ক্যান?

৭| ২৫ শে জুন, ২০১২ রাত ৯:৫৬

স্বাধীনতার বার্তা বলেছেন: লাল জামা - নীলপরী
নীল জামা - সাদাপরী
সাদা জামা - লালপরী

হইসে?

০১ লা জুলাই, ২০১২ দুপুর ১:৩০

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: আবার জিগস।

৮| ২৬ শে জুন, ২০১২ সকাল ১১:১৭

মেমনন বলেছেন: সাদা পোশাক পরা পরীটা সাদাপরী না, নীল্পরীও না। কাজেই সে লালপরী।
তাহলে দাড়াল -

সাদা পোশাক - লালপরী
নীল পোশাক - সাদাপরী
লাল পোশাক - নীলপরী

০১ লা জুলাই, ২০১২ বিকাল ৫:১৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: হ হিসাব মিলছে। পাস

৯| ২৬ শে জুন, ২০১২ সকাল ১১:১৮

মেমনন বলেছেন: লুল্মামা কী কয়? পরীর সাথে আমের কী? ;)

০২ রা জুলাই, ২০১২ সকাল ১১:০৫

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: পুরাই তোর মত অবস্থা। ;) ;) ;)

১০| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৩

রিজেল বলেছেন: তুই না দ্যাশের বাইরে ? অই খানেও কি কাম কাজ নাই ??

নাকি ঐখানে গিয়া খালি পরী দ্যাখস ???

০২ রা জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: আমি না দোস্ত, আমার দোস্ত পরী দেখে। ;)

১১| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

শিপু ভাই বলেছেন:
নীলপরী নীল বা সাদা পোষাক পড়েনি। সুতরাং সে লাল পোষাক পড়েছে।
সাদা পোষাক পড়াটা হচ্ছে লাল পরী। সুতরাং সাদাপরী নীল পোষাক পড়েছে।

০২ রা জুলাই, ২০১২ দুপুর ১২:০৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: হ ভাই ঠিকাসে।
পরী চিনতে দেখি ভুল নাই কোন।
;) ;) ;)

১২| ২৯ শে জুন, ২০১২ রাত ৯:১২

মেমনন বলেছেন: ভাই কি খুব ব্যস্ত ইদানিং? #:-S

১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৩

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ব্যাস্ততা আমাকে দেয়না অবসর ;)

১৩| ০৫ ই জুলাই, ২০১২ রাত ১০:০৪

শায়মা বলেছেন: আসলেই কিন্তু জানি!:)

১৩ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৮

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বিশ্বাস করিনা :-0 । নাম বলেন দে
নাম বলেন দেখি :-B

১৪| ১৪ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩২

গাধা মানব বলেছেন: ;) ;) ;)

১১ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩৯

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: আপ্নে দেখি পুরাই লুল।

১৫| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪১

শেখ আমিনুল ইসলাম বলেছেন: লাল পরীটা আমার চাই, আপ্নের দোস্তরে বইলা একটু ব্যবস্থা কইরা দেন না ভাই :-B

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বন্ধু নিজেই লাল্পরীর সাথে ব্যাস্ত। রাজি থাকলে নীলপরির জন্য ট্রাই মারেন।

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাই, তেনাদের ফেবু আইডি নাই ? =p~ =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৩

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: এই আইডিও শুধু স্বপ্নেই পাওয়া যায় ভাই ;)

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৯

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: বান্ধবীদের কি অবস্থা দেখতে আসছেন???? B-) B-) B-)

১৮| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

এরশাদ চাচ্চু বলেছেন: পর্নোসাইট বন্ধের ঘোষণা | বিলুপ্তির পথে কুটির শিল্প
এসপ্তাহের মধ্যেই বন্ধ হতে যাচ্ছে ব্রাজার্স থেকে শুরু করে এক্সহ্যামস্টার, এক্সভিডিওস, টুশি ডটকম সহ ঐতিহাসিক সব পর্নোগ্রাফি ওয়েবসাইট। বাংলাদেশ থেকে এসব পঁচা সাইটে এখন থেকে আর কেউই ভিজিট করতে পারবেনা। সম্প্রতি ফেসবুকে এমনটাই ঘোষণা দিয়েছেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

পর্নোগ্রাফি আইন এর ধারা বজায় রাখতে বাংলাদেশের ওয়েব থেকে এসব দুষ্ট দুষ্ট সাইটগুলো বন্ধ করা জরুরী বলে এক ব্যক্তি তাঁর (তারানা হালিম) ফেসবুক পেজে কমেন্ট করলে প্রত্যুত্তরে তিনি বলেন, 'এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে।'

পর্নোসাইট বন্ধ কর‍ার বিষয়টি দেশের সমাজ ও তরুণদের সামাজিক অবক্ষয় রোধে ভুমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। তবে ফেসবুকে এ নিয়ে সংখ্যালঘূ কিছু খারাপ ছেলেদের বিক্ষুদ্ধ হয়ে পোস্ট দিতে দেখা গেছে। মোকাদ্দেস নামে এরকমই একজন তরুণ সোমবার রাতে তার ফেসবুক স্ট্যাটাসে লিখে, 'পর্নোসাইট বন্ধ করার মাধ্যমে আমাদের জৈবিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।'



এদিকে পর্নোসাইট বন্ধ করলে দেশের সম্ভাবনাহীন কুটির শিল্পও বিলুপ্তির দারপ্রান্তে গিয়ে পৌঁছাবে বলে মনে করছেন আরেক জনপ্রিয় ফেসবুক‍ার মোতাহার মিথুন।

আরও পড়ুন বিসিএসের জন্য, প্রথমবারের মত এইচএসসি পরীক্ষায় ছেলেদের অংশগ্রহণ!

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: ুতন লেখা আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.