নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনাড়ি। আমি এখানে কি করছি!

সাদা বেড়াল কালো বেড়াল

সাদা বেড়াল কালো বেড়াল › বিস্তারিত পোস্টঃ

আমার ব্যক্তিগত ব্লগে ভিজিটর নাই কেনো? হুয়াই??

০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৬

প্রথমে একটু কেঁদে নেই, দাঁড়ান।

কয়েক বছর আগে গুগল ব্লগারে একটি ব্লগ খুলেছিলাম। তখন খুব একটা কাজ করতামনা। ইদানীং আবার কাজ করা শুরু করলাম। সাথে আমার এক বন্ধুকেও নিলাম। বেশ নিয়মিতই লেখালেখি করছি কয়েক মাস ধরে। তারপর সেই ২ জনে মিলে পোস্ট শেয়ার মানুষকে ধরে বেধে ভিজিট করানো। না হলে কোনো মাছিও এসে পাড়া দেয়না!
এভাবে আর কত? এই ভাবে অবলীলায় ঝড়ে পরবে এত সুন্দর একটি ফুল? বাংলাদেশ কি কোনোদিনই ট্যালেন্ট এর মর্যাদা বুঝবেনা?
না বুঝলে না বুঝুক, কিন্তু আমার ব্লগে ভুল করেওতো কি কেউ আসতে পারেনা?
ভাই আপনাদেরওতো নিজেদের ব্লগ আছে। আপনারাই বলুন আপনারা কিভাবে ভিজিটরর আনতেন? প্রথমদিকে আপনারাওকি অমানবিকভাবে জোড়করে মানুষকে শেয়ার লিংকে ক্লিক করার জন্য লেলিয়ে দিতেন? প্লিজ বলুন। চুপ করে থাকবেননা, এভাবে একটি দারুণ সম্ভাবনার বিনাশ ঘটাবেননা।
এই দেখুন আমার ব্লগ খানা: http://www.itblogforlife.blogspot.com
দেখে বলুন কী ত্রুটি রয়েছে আমার।

মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কোন ত্রুটি নাই। আর কেঁদেও কোন লাভ নাই। লেখক নিজের টাকায় বই ছেপে বিক্রির জন্য যেমন পাঠকদের কাছে পুশিং সেলের চেষ্টা করে ব্যর্থ হন, আপনার ব্লগের অবস্থা অনেকটা সেইরকম মনে হচ্ছে। ব্যক্তিগত ব্লগের অবস্থা কমবেশি সবারই এরকম।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ঠিক বলেছেন। আপনারও কি ব্যক্তিগত ব্লগ আছে?

২| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগ খুবই সুন্দর হয়েছে। কি টেকনোলজী ব্যবহার করেছেন?

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ওটাতো ব্লগার এ খুলেছি। থিম ডাউনলোড করে কাস্টমাইজ করেছি

৩| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

শাহ আজিজ বলেছেন: গরম জিলাপি খাওয়াইলে ভিজিট করতে পারি :`>

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: চলে আসুন!

৪| ০৯ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ব্লগে আমি একটি মন্তব্য দিয়েছি।আপনার সৃজনশীলতাকে তুলে ধরতে হলে, আমার মতে অন্যের পোস্টে নিয়মিত গঠন মূলক আলোচনা ব্লগারতো বটেই, ভিজিটরদেরও আকৃষ্ট করবে। আপনি এখনো পর্যন্ত মাত্র পাঁচটি মন্তব্য করেছেন।অন্যের পোস্টে এখন থেকে মন্তব্য দিন।উপরওয়ালা ভিজিটর্স বাড়াবেন বলে আশা রাখি।
ভাল থাকুন।শুভেচ্ছা নেবেন।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ধন্যবাদ, আমি ব্যক্তিগত ব্লগার কথা লিখেছি। যেটার লিংক দেওয়া আছে। আপনিও কি সেটার কথাই বলছেন? নাকি সামহোয়্যারইনব্লগ এ আমার একাউন্ট কথা বললেন।

৫| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সুমন কর বলেছেন: এতো সাইট, মানুষ কতো জায়গায় যাবে !! একবার এক জায়গায় থিতু হয়ে গেলে, অন্য জায়গায় যায় না !!! অপেক্ষা করুন।

সাইট ঘুরে আসলাম, খারাপ না।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: আপনি শুরুর দিন থেকেই আমার সাথে আছেন। ধন্যবাদ আপনাকে।

৬| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০১

কালীদাস বলেছেন: হুয়াই? হুয়াই?

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ট্যাল মি ব্রোহ

৭| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

৮| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


কারণটা সহজ, এই পোষ্টে ৬টি মন্তব্যের পরও আপনার কিছু বলার নেই; আপনার ব্লগিং সহজ হবে না।

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: : কাজে ব্যাস্ত ছিলাম। এখন অনলাইন এ আসলাম। দেখুন সবাইকে ধন্যবাদ জানালাম, আর আমি ব্যক্তিগত ব্লগের কথা উল্লেখ করেছি। আপনাকেও ধন্যবাদ।

৯| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

কেবলই ভিজিটর যদি উদ্দেশ্য হয় যে কোন অনলাইনের ফর্মুলা ফলো করুন ;)
চটকদার সেক্সি শিরোনাম দিন :P সাথের বক্ত্যের মিল থাকার কুন দরকার নেই! সাথে হাফ এডাল্ট ফুটুক ;)
আর ফেসবুকে বুষ্টাপ করে দিন পোষ্ট!

ব্যাস কেল্লাফতে! পরের সপ্তাহে খালি গ্রাফটা দেখুন কত উপরমূখি =p~ =p~=p~

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৬

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ছিঃ ছিঃ। এগুলো ভাই ধান্ধাবাজী। আমার কাছে ব্লগ কথাটা অনেক পবিত্রতা বহন করে।
তবে আপনি কষ্ট করে খাবার রান্না করলেন, কিন্তু সেটা যদি কাউকে খাওয়াতেই না পড়লেন তবে কিরকম লাগবে। যদি রান্না খারাপ হয় সেটা ভিন্ন কথা। কিন্তু রান্না ভালো হল কী মন্দ সেটা জানার জন্যওতো মানুষ চাই।
ভিজিটরর হল একটি ব্লগের প্রাণ। সামুতে যদি কেউ না থাকে তবে কী আপনি এসে লিখবেন?

১০| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমার কোন ব্যক্তিগত ব্লগ নাই, আমি কান্দুম :((

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৯

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: আপনি প্রাণ খুলে হাসুন। আমি বুঝতে পাড়ছি পাঠক তৈরি করা কত কঠিন। মাঝে মাঝে চিন্তা করি সামু এত বিশাল পাঠককূল তৈরি করলো কিভাবে।

১১| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১০

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: তাই নাকি?

১২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪১

আবু তালেব শেখ বলেছেন: সামু চালাতেই হিমসিম অবস্হা

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৩

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: কেন ভাই? কী হয়েছে? কোনো সমস্যা লক্ষ্য করলেন?

১৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

প্রামানিক বলেছেন: দারুণ পোষ্ট

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৪

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: আপনার এত ভালো লেগেছে? ধন্যবাদ।

১৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: উঁকি দিয়ে এলাম। এবার চা-পান খাওয়ান।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২০

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: থেকে গেলে রোজ দু-বেলা খাওয়াতাম।

১৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: বাচ্চাদের মতো অবস্থা আপনার ।
যাই হোক ব্লগ দেখে আসলাম যে লিঙ্ক দিয়েছেন সেইটা ।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩০

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: কেমন দেখলেন, আপু?

১৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১:০৬

ওয়াজেদ বিপ্লব বলেছেন: আমি সামুতে ব্লগ লিখছি, কোন ভিজিটর নাই; কই আমারতো কোন আক্ষেপ নাই। যোগ্যতা থাকলেই এমনিতেই ভিজিটর আসবে। আপনি পাঠককে কি দিচ্ছেন সেইটার উপর নির্ভর করে ভিজিটর কেমন পাবেন। মৌলিক লেখা থাকলে ভালো হয়।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: অবশ্যই মৌলিক লিখা। সামুতে আপনার লিখা না পড়লেও, সামুতে প্রচুর ভিজিটর আছে। তারা অন্যান্য লিখা পড়ছেন। আপনার লিখাও কোনো একসময় পড়া হবে। কিন্তু ব্যক্তিগত ব্লগের ব্যাপারটা কিন্তু ভিন্ন। সেখানে ব্লগ লিখা এবং ভিজিটর আনা সমান গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পেড়েছেন। ধন্যবাদ।

১৭| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইয়্যু, ব্লগ তো বেশ সুন্দর বানিয়েছেন। ভালো লেগেছে। ধৈর্য সহকারে প্রচার করতে থাকেন। প্রচারেই প্রসার।
আর Template টার নাম জানালে কপি করতাম। ভাল্লাগছে...

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ব্লগের ডিজাইন ভালো লেগেছে শুনে আমি আনন্দিত। আপনি Click This Link এইখান থেকে ফ্রি অথবা পেইড দুইভাবেই ডাউনলোড করতে পারেন। আমি ফ্রি নিয়েছি। তারপর সেটা সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিন। আর আপনার ব্লগের লিংকটা দিন। আমিও ঘুরে আসি।

১৮| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পাবলিক আপনার ব্লগ ভিজিট করতে ভয় পায় ! কারণ, কালো বিড়াল রেলওয়ের নিয়োগ বাণিজ্যের কেলেঙ্কারির পর কিছুদিন মৌনী থেকে চির বিদায় নিয়েছে - আর ধলা বা সাদা বিড়াল শেয়ার বাজারে পাবলিককে পথে বসিয়ে এখন দরবেশের রূপ ধারণ করেছে ! ;)

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: হা হা। কই সামুতেতো কেউ ভয় পাচ্ছে বলে মনে হচ্ছেনা। অনেকেই কমেন্ট করছেন। সামুতে আমার ব্লগ নিয়ে আমি সন্তুষ্ট। যাইহোক ব্যক্তিগত ব্লগে কিন্তু আমার আসল নামটাই দেওয়া আছে। নির্ভয়ে ঘুরে আসতে পারেন আপনি।

১৯| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: ঠিক বলেছেন। আপনারও কি ব্যক্তিগত ব্লগ আছে?


না ভাই, আমার কোন ব্যক্তিগত ব্লগ নাই। তবে অন্যান্যদের ব্যক্তিগত ব্লগ দেখে আমার এরকম মনে হয়েছে। তাই কথাটা বলা।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।

২০| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার ব্লগ নেই। তবে করার ইচ্ছে আছে। ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: আশাকরি সফল হবেন।

২১| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১১

নীলপরি বলেছেন: আপনার ব্লগ দেখে আসলাম ।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৬

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: কেমন লাগলো, আপুমনি?

২২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:২২

শায়মা বলেছেন: বাহ এখন মনে হয় অনেক ভিজিটর পেয়েছো ভাইয়া.... :)

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২০

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: হ্যা, পেয়েছি। পোস্টটি মজার ছলে করলেও, হাজার কয়েকবার পড়া হয়েছে পোস্ট করার পর। কিন্তু ভিজিটর পাওয়ার জন্য পোস্ট করিনি। অভিজ্ঞজনদের পরামর্শ চেয়ে লিখেছি। তারা কিভাবে সফল হয়েছে জানতে চেয়েছি। এবং আমি কিভাবে এগুতে পারি সেটা জানতে চেয়েছি। ধন্যবাদ আপনাকে।

২৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামুই আমার ব্লগ। এখানে যাদের সাথে দেখা হয় মন ভরে যায়। সামুর পুরো পরিবার হেপী হউক।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৪

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে। সামুর মতো বড় একটি ব্লগ প্রতিষ্টার সপ্ন দেখি আমি!! ভুল কোনো কিছু করলে ক্ষমা করে দিবেন।

২৪| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৮

শায়মা বলেছেন: গুড!

আমিও বুঝেছিলাম এটাই জানতে চেয়েছো!

কিন্তু শিরোনাম মজার ছিলো! :)

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৪

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৫| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৫

মোঃ মনোয়ার হোসাইন বলেছেন: দুঃখিত! জানলে অবশ্যই জানাতাম।
হা হা হা<<< বেশ মজা পেলাম।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: ধন্যবাদ।

২৬| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

সৈয়দ ইসলাম বলেছেন:

এতজন মানুষ আপনার ওয়েবপেজে ভিজিট করে আসলেন, আর আপনি খালিমুখে বয়ান দিয়ে চলেছেন! এইটা মানবতা বিরোধী কাজ!

নিন, এখান থেকে সবাইকে একটা একটা কদে দিয়ে দেন!

নয়নতারার বয়স্ক বন্ধু (হেনা ভাই)কে ও মুরব্বি চাঁদগাজী ভাইকে দু'টা করে দিয়েন!

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: আমিতো সবার বাড়িতে মিষ্টির হাড়ি পাঠানোর ব্যবস্থা করছিলাম। যাইহোক আপনি যখন নিয়ে আসলেন তখনতো আর আপনাকে ফিরিয়ে দিতে পারিনা! আপনি এত কষ্ট করলেন মশাই, তাই আপনাকে মাঝেমধ্যে আমার ব্লগে ঘুরে আসার নিমন্ত্রণ দিলাম। গিয়ে দু-একটা পোস্টে ভালোমন্দ জানিয়ে দিবেন। কেমন?

২৭| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ ইসলাম বলেছেন:
আমি সকালেই দেখে আসছি!

এসব নিয়ে পুস্ট করার কিছু নাই!

১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৮

সাদা বেড়াল কালো বেড়াল বলেছেন: কমেন্ট করতে বললাম!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.