নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী !!!\n\nমেইল করতে চাইলে: [email protected]

একজন আরমান

জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!

একজন আরমান › বিস্তারিত পোস্টঃ

নিঝুম রাত

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৫

নিঝুম রাত

-------------







নিঝুম রাত-

আমি হেঁটে চলেছি একা,

কখনো গলির রাস্তায়,

কখনোবা ছোট্ট এই নগরীর রাজপথে,

লাল-নীল নিয়নের আলোতে-

আলোকিত রাজপথ,



নিঝুম এই রাতে হেঁটে চলেছি আমি,

হঠাৎই মনে পরে যায়-

তোমার সেই আবদারের কথা,

ইচ্ছে ছিল আমার সাথে-

নির্জন রাতে হাঁটার।।



যখন আমাদের চারপাশে থাকবে না কেউ

ক্ষণিকের জন্য বিলীন হয়ে যাবো দুজন,

হারাবো দুজন দুজনাতে।

এসব বুঝি স্বপ্নই থেকে গেলো !



হয়তো ......

হয়তো আমাদের আর-

একসাথে হাঁটা হল না!!

দুজন দুজনার হাত ধরে বলা হল না,

ভালোবাসি তোমায় অনেক বেশী।।



যে ইচ্ছে তুমি পোষণ করেছিলে,

তারই নিরর্থক বাস্তবায়নের চেষ্টা-

আমি আজও করে যাই,

হয়তো এর মাঝেই খুঁজে যাই তোমায়,

তাই আজও আমি হেঁটে চলেছি -

এই নিঝুম রাতে একা ।।

-

- আরমান

২৬/০৮/২০১২

রাত ১১:৪৭:১৪

মন্তব্য ৯৪ টি রেটিং +২১/-০

মন্তব্য (৯৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৯

অবচেতনমন বলেছেন: অসাধারন অনুভূতি

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০২

একজন আরমান বলেছেন: ধন্যবাদ। :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮

রাফাত নুর বলেছেন: অচাম হইছে তো । জবর লেখছো । চালায়া যাও , B-))

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫

একজন আরমান বলেছেন: হে হে। উখে উখে। :)

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চ্রম হইছে,,,,,,,,,,,,,পিলাচ(এক লম্বর ভালু লাগা সহ)

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫

একজন আরমান বলেছেন: ধইন্না লন ভাই। :)

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২১

মেহেদী হাসান মানিক বলেছেন: +++++

খুব ভাল হইছে

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬

একজন আরমান বলেছেন: ধন্যবাদ মানিক ভাই। আপনার পরীক্ষা কি শেষ হইছে?

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬

আর.হক বলেছেন: বাড়ী গেলে তাহার সাথে দেখা করিয়ে দিবো নে

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৭

একজন আরমান বলেছেন: কোন লাভ নাই রে ভাইজান। :(

এতো কাছে তুমি আমারই তবু কত যে দূরে......

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৮

মেহেদী হাসান মানিক বলেছেন: না ভাই ১২ তারিখে শেষ হবে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১

একজন আরমান বলেছেন: সামনের মাসের ১২ তারিখ? :-/ :-/ :-/ :-/

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১

shfikul বলেছেন: হুম পড়লাম।সুন্দর।আপনার অনুভুতিগুলো আমায় নাড়িয়েছে।পোস্টে+++

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩১

একজন আরমান বলেছেন: ধন্যবাদ শফিকুল ভাই। কি খবর আপনার?

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৪

shfikul বলেছেন: আপনারইতো কোনো খবর নাই মিয়া।মাঝে মধ্যে হাওয়া হইয়া যান নাকি! B-)

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭

একজন আরমান বলেছেন: না রে ভাই। হাওয়া হই নাই। আমার এক কাজিনের বিয়া ছিল। সেইখানে গেছিলাম। তাই ২/৩ দিন সামুতে আসতে পারি নাই। আজকে দুপুরে আসছি। :)

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর হয়েছে।৫ম ভালোলাগা।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৫

একজন আরমান বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান সাব। নতুন রম্য চাই। জলদি। :)

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৪

তানিয়া হাসান খান বলেছেন: আরে কি বল যে ভাল হয়নি..............তুমি তো কবিতা ভালই লিখ শিথে গেছ। দারুন!!! !:#P !:#P
আরও লিখ আছি পাশে..............!:#P

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫০

একজন আরমান বলেছেন: ওকে আপু। B-) B-)
হাতে তেমন আর কোন কবিতা নেই। সেদিন লাস্ট একটা কবিতা লিখেছি। তোমাকে ফেবুতে ইনবক্স করবো নে।
সেটার আগা মাথা কিছুই হয়নি মনে হচ্ছে।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কি ইচ্ছা? :P কবিতা খুবই সুন্দর হয়েছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩০

একজন আরমান বলেছেন: ইচ্ছের কথা তো বলাই আছে।

ধন্যবাদ।

কি খবর তোমার?

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৪

শোশমিতা বলেছেন: সুন্দর অনুভুতির প্রকাশ!
ভালো লাগলো + +

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩১

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু

ভালো থাকবেন। :)

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: আরে আরমান দেখি কবিতাও লেখে B:-) :-B :-B :-B :-B

কবিতায় পিলাচ সহ ভালোলাগা দিয়ে গেলাম :)


ভালো থাকবেন :)

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন: কেন আমি কি এর আগে আর কবিতা লিখি নি? :O

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:১৮

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন: ধন্যবাদ। :)

১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১১

আবু সালেহ বলেছেন:
ভালো লাগা রইলো @ আরমান ভাই...

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

একজন আরমান বলেছেন: ধন্যবাদ সালেহ ভাই। :)

১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫১

পোকেমোন০০৭ বলেছেন: সুন্দর++++ 8-|

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু। :)
আপনিও দেখি আমার মত চসমুদ্দীন ! ;) ;)

১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার হয়েছে আরমান। ১০ তম ভালো লাগা।
+++++++

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৩

একজন আরমান বলেছেন: ধন্যবাদ। :)

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৪

আর.হক বলেছেন: আই লাভ ইউ বলা হয়েছিলো উত্তরও পাওয়া গিয়েছিলো । আর সমস্যা কি????????/



অতপর কি কবিতা লিখার কারণ ইহা........................???

লেখক বলেছেন: না রে ভাই। হাওয়া হই নাই। আমার এক কাজিনের বিয়া ছিল। সেইখানে গেছিলাম। তাই ২/৩ দিন সামুতে আসতে পারি নাই। আজকে দুপুরে আসছি।

আই লাভ ইউ কি অন্য রাস্তায় ধাবিত হলো?

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৮

একজন আরমান বলেছেন: আর.হক বলেছেন: আই লাভ ইউ কি অন্য রাস্তায় ধাবিত হলো?

জি ভাই।তাইতো আমার "আরমান-শিশির এর প্রেম কাহিনী" সিরিজ টা দুই পর্বেই অসমাপ্ত অবস্থায় রেখে দিয়েছি। আর লিখতে ভালো লাগে না।

১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১

রাতুল_শাহ বলেছেন: বাহ বেশ সুন্দর কবিতা। পড়ে ভাল লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৯

একজন আরমান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ রাতুল ভাই। :)

২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: সুন্দর একটা নিঝুম রাতের কাব্য ভাইয়া!:)

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮

একজন আরমান বলেছেন: ধন্যবাদ শায়মা আপু। কেমন আছো?

২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪২

সালমাহ্যাপী বলেছেন: নিঝুম রাত।

নামটার সাথে কবিতাটাও ভালো লেগেছে ++

২০ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৬

একজন আরমান বলেছেন: ধন্যবাদ সালমা আপু। :)

২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৪

মেহেরুন বলেছেন: সুন্দর কবিতা আরমান। ++++ কেমন আছো?

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৬

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু।
আমি আছি, এইতো বেঁচেই আছি। :)

আপনি কেমন আছেন?

২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:০৩

শিপু ভাই বলেছেন:
ভাল লাগছে!!!++++++++++

আইচ্ছা, যারাই প্রেমের কবিতা লিখে তারা সবাই ছ্যাক খাওয়া/বিরহ/বিচ্ছেদী কবিতা লিখে কেন???


এর পর মিলনাত্মক প্রেমের কবিতা চাই একটা!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১০

একজন আরমান বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।

কঠিন একটা প্রশ্ন করেছেন।
আমি জানি না এর উত্তর। ছেঁকা খাইছি, তাই ছেঁকা মার্কা কবিতা লিখি।
আর মিলন হলে হয়তো কবিতাই লেখা হতো না। :)
ওই যে একটা কথা আছে না " কুছ পানে কি লিয়ে, কুছ খোনা ভি পারতা হে"
আমি হয়তো কাউকে হারিয়ে কবি হয়েছি। ;)

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৬

মেহেদী হাসান মানিক বলেছেন: :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৭

একজন আরমান বলেছেন: কি হইলো মানিক ভাই? :|| :||

২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০১

মাক্স বলেছেন: ভালো লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৫

একজন আরমান বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।

২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১

সান্তনু অাহেমদ বলেছেন: হঠাৎই মনে পরে যায়-
তোমার সেই আবদারের কথা,
ইচ্ছে ছিল আমার সাথে-
নির্জন রাতে হাঁটার।।
- সুন্দর স্মৃতির অবগাহন।

ভালো লাগলো বেশ আরমান। ++

শুভ কামনা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৪

একজন আরমান বলেছেন: ধন্যবাদ সান্তনু দা।
ভালো থাকবেন।

২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৬

শামীম আরা সনি বলেছেন: খুব ভালো লাগলো আরমান।
সাথে ছবিটাও খুব মানানসই হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু।
ঈদের আগের এক রাতে আমি আমার শহরের এক রাস্তায় হাঁটছিলাম। তখন ছবিটা তোলা। আর কবিতার আইডিয়াটাও তখন এসেছিলো।

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৩

শামীম আরা সনি বলেছেন: কোন শহর?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৫৪

একজন আরমান বলেছেন: আপু আমার শহর বরিশাল। আর তোমার শহরও আমি চিনি। :)

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৫

শামীম আরা সনি বলেছেন: কেমনে চিনো?
বরিশালেই থাকো?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৪

একজন আরমান বলেছেন: ও সরি ভুল হয়ে গিয়েছে। আমি কার কথা কাকে বলছি। মাথা টা গেছে।
আমি তানিয়া আপু, তিতির আপু আর সোহেলী আপুর শহর চিনি।

জি না আপু। আমি ৪ মাস বরিশাল থাকি আর ৮ মাস ঢাকা থাকি। :)

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১২

শিপন মোল্লা বলেছেন: নিঝুম রাতের অসাধারন কবিতা। সহজ সরল ভাষার এক কবির দারন কথাবলা। আমার খুব ভাল লাগলো। আমি মনে আজই আপনার ব্লগে প্রথম আসলাম। ইন্সাল্লাহ একদিন সময় করে আপনার সব গুলো পোস্ট পড়ে যাবো।

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:১৭

একজন আরমান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। স্বাগতম আমার ব্লগে।
আর আমাকে কবি বললে কি কবিদের অপমান করা হয় না?

৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৪

শামীম আরা সনি বলেছেন: কেনো?
৪ মাস বরিশাল ৮ মাস ঢাকা কেনো?

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৪৭

একজন আরমান বলেছেন: ঢাকায় পড়াশোনা করি। আর ঈদ, সাপ্তাহিক, মাসিক ছুটি মিলিয়ে প্রায় ৪ মাস বরিশাল থাকা হয়। ঢাকায় থাকতে থাকতে মন খারাপ হলেই বরিশাল দৌড় দেই। তাই একটু বেশী থাকা হয় আর কি। :)

৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১৫

কান্ডারি অথর্ব বলেছেন: মনের ভেতর বাস করে অনেক ক্ষোভ
তাদের আমি পারিনা এড়াতে
তুমি এসে ভালোবাসা দিলে
জীবনের ক্ষতি গুলো তবু আমি পারিনা ফেরাতে

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন: হুম। :(

৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩

তুষার কাব্য বলেছেন: খুবই চমৎকার হয়েছে+++

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২

একজন আরমান বলেছেন: ধন্যবাদ।

৩৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০২

ফারাহ দিবা জামান বলেছেন: খুব সুন্দর আরমান ।
সব ভালবাসার জুটি গুলো একই রকম ভাবে বোধ হয় ।
অনেক কথা মনে পড়ল ।
কবিতায় আবেগী স্রিতিচারণা পেলাম ।
অনেক ++++++++++++++্

২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৪

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু।
আসলে আবেগ জিনিস টা খুব খারাপ। মানুষকে অনেক দুর্বল করে দেয়। :(

৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০১

রাইসুল সাগর বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম আরমান ভাই আপনার কবিতার প্রতিটি শব্দে। শুভকামনা জানিবেন। ভালো থাকুন, ভালো থাকুক আপনার কবিতারা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৯

একজন আরমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সাগর ভাই।
ভালো থাকবেন।

৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৮

নীলঞ্জন বলেছেন: চমৎকার কবিতা।+++++++++++

অনেক অনেক শুভ কামনা, আরমান।

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯

একজন আরমান বলেছেন: ধন্যবাদ। :)

৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: কত স্বপ্নই অধরা থেকে যায়....কত স্বপ্ন সময়ের ফেরে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয়...

তাকে না পাওয়ার বেদনা মুছে দিক সময়...শুভকামনা :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩১

একজন আরমান বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন। :)

৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২২

তাসজিদ বলেছেন: যে গেছে তাকে যেতে দিন। কোথাই যেন পরেছিলা

“If you love someone set her free. If she return, she yours. If she doesn’t, she never yours. ”

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩০

একজন আরমান বলেছেন: ধন্যবাদ তাসজিদ ভাই।

এই উক্তি আমিও জানি। কিন্তু সমস্যা হল মন লজিক মানতে চায় না।

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৪

তাসজিদ বলেছেন: মন যে কি চায় তা আমরা কেও কি জানি ????। সে যুক্তি মানে না। নিজের স্থানে সে অটল, পাহারের মত।


ভালবাসা যে কি জিনিস তা জানি না...........................। না জেনেই মনে হয় ভাল হয়েছ

আপনার ভালবাসার ঘটনা নিয়ে একদিন লিখুন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২

একজন আরমান বলেছেন: হুম। আমার কাহিনী নিয়ে দুইটা গল্প লেখা আছে।

সেটা শুরুর কাহিনী। কিন্তু পরের কাহিনী আর লেখার ইচ্ছা নেই।

৪০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:০১

ইসরা০০৭ বলেছেন: বেশ ভালো লাগলো ভাইয়া।

ভালো থাকুন:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

একজন আরমান বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

আপনিও ভালো থাকবেন।

৪১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২২

নিমা বলেছেন: স্বপ্নের ভিতর সাগরের সাথে বৃষ্টি মাতাল খেলা
স্বপ্নের মাঝে একাকি রাতে রাস্তায় চলা
স্বপ্ন, বৃষ্টি, সাগর, আকাশ, শুধু কল্পনার সুখ হয়।

অনেক ভাললাগা রইলো লেখায়...

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

একজন আরমান বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

৪২| ২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫১

একজন আবির বলেছেন:

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৪:৫৩

একজন আরমান বলেছেন:

৪৩| ২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ১২:৩০

একজন আবির বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :#):#):#)

২৮ শে নভেম্বর, ২০১২ দুপুর ২:২১

একজন আরমান বলেছেন:
:)

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

অনীনদিতা বলেছেন:
হয়তো ......
হয়তো আমাদের আর-
একসাথে হাঁটা হল না!!
দুজন দুজনার হাত ধরে বলা হল না,
ভালোবাসি তোমায় অনেক বেশী।।

গুরু আপনার পা কই একটু দেন পিলিস ..
আপনার ছুইয়া ধন্য হই....

০২ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

একজন আরমান বলেছেন:
আমার পা তো আমার কাছে। :P

খালি মজা নেন তাই না?

৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

রীতিমত লিয়া বলেছেন: যে ইচ্ছে তুমি পোষণ করেছিলে,
তারই নিরর্থক বাস্তবায়নের চেষ্টা-


ইচ্ছেটা কি আছিল?

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

একজন আরমান বলেছেন:
খুঁজে বের করার চেষ্টা করেন।
কবিতার মাঝেই তো উত্তর দেওয়া আছে !
না পেলে বলে দিবো। :)

৪৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: কবিতার বিষয় বস্তু সাধারণ কিন্তু এর পেছনের অনুভুতিটা অসাধারণ ভাই!
প্লাস+++

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

একজন আরমান বলেছেন:
আমার মন খারাপ থাকলে আমি রাতে হাঁটাহাঁটি করি।
আর তখন দুনিয়ার চিন্তা মাথায় ভর করে।
তখন যা মনে হয় লিখে ফেলি।
সাধারণ কথাগুলোই লিখে ফেলি।
আমি কবি নই যে কাব্য লিখবো।

৪৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

বটবৃক্ষ~ বলেছেন: যখন আমাদের চারপাশে থাকবে না কেউ
ক্ষণিকের জন্য বিলীন হয়ে যাবো দুজন,
হারাবো দুজন দুজনাতে।
এসব বুঝি স্বপ্নই থেকে গেলো !
:(:(

নাহ !! আমার ভাইয়ের স্বপ্ন পূরণ হবেই....

১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
কে জানে ! :(

এই কবিতা পড়ে কিছু বুঝলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.