নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
ভালোবাসি
জ্বরের ঘোরে প্রলাপ বকছি না।
মেয়ে সত্যিই তোমায় ভালোবাসি !
কবিতা?
বিশ্বাস করো মেয়ে
তোমায় বলা কথাগুলি আমার কবিতা লেখার চেষ্টা নয়,
বরং কবিতাগুলি তোমায় না বলা অব্যাক্ত কথামালার অবশিষ্ট !
ভালোবাসি
সত্যি বলছি ভালোবাসি।
এ বেলা আর রাগ করে থেকো না
ছুঁয়ে দেখো, জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার।
অসভ্য !
মেয়ে নিপাট ভদ্রলোক আমি নই
তাই বলে অভদ্র-অসভ্য যে খুব একটা তাও কিন্তু নয় !
মিথ্যেবাদী !
হ্যাঁ, মিথ্যেবাদী তো বটেই !
যেদিন বলেছিলাম তোমায় একটুও মিস করছি না
সেদিন মিথ্যে বলেছিলাম !
দুস্ট !
একটা চুমু চাওয়াতেই দুস্ট বললে !
ডাক্তার অকারণে প্যারাসিটামল খেতে বারণ করেছে !
ভালোবাসি
সত্যি বলছি ভালোবাসি।
জ্বরে গা পুড়ে যাচ্ছে,
মেয়ে এবেলা অভিমান ভেঙ্গে
কিছু প্যারাসিটামল খাইয়ে দিয়ে যাও !
- একজন আরমান
১৮/১২/২০১৩
রাতঃ ১২: ১১ : ০২
উৎসর্গঃ প্রিয়তমা স্ত্রী'কে প্রথম বিবাহ বার্ষিকীতে পুরনো ড্রাফট কবিতা
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
একজন আরমান বলেছেন: q
অনেক ধন্যবাদ ভ্রাতা
২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫
আ. আবেদ বলেছেন: ভালো লিখেছেন, বিশেষ করে
মিথ্যেবাদী !
হ্যাঁ,
মিথ্যেবাদী তো বটেই !
যেদিন বলেছিলাম তোমায়
একটুও মিস করছি না
সেদিন মিথ্যে বলেছিলাম !
আর প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫
একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৬
সপ্নাতুর আহসান বলেছেন: অনেক দিন পর ব্লগে আসলাম, আপনার কবিতা পড়লাম। চরম রোম্যান্টিক কবিতা পড়ে ফেললাম।
শুভেচ্ছা রইল।
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আহসান ভাই
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩১
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা আহা এই না হয় বিবাহিত একজন আরমানের কবিতা
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
একজন আরমান বলেছেন:
মন চায় ব্লগে রেগুলার হতে।
কেমন আছিস?
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: আহা আহা এই না হয় বিবাহিত একজন আরমানের কবিতা
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
একজন আরমান বলেছেন:
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০১
সোহানী বলেছেন: হায় হায় ব্লগে দেখি গোপন খবর (কবিতা) ফাঁস !!!!!!
প্রথম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা.....
তাই তো বলি আরমানকে আজকাল পাওয়া যায় না কেন
১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৯
একজন আরমান বলেছেন:
কত্তো ব্যাস্ত থাকতে হয়!
ধন্যবাদ আপু
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বিবাহ বর্ষিকীর শুভেচ্ছা । আর শুভকামনা ।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই
৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: বিবাহ বার্ষিকীর অঢেল শুভেচ্ছা ।অনেক শুভ কামনা রইল । যদিও লেইট হয়ে গেলো সামু স্লো হয়ে যাওয়ায় । :#>
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০
একজন আরমান বলেছেন:
ব্যাপার না। তবুও ধন্যবাদ ভ্রাতা।
৯| ২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
সুমন কর বলেছেন: প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
সুখী হও।
২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫১
একজন আরমান বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় সুমনদা
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১৯
নাসির ভাই বলেছেন: দেরীতে বিবাহ বার্ষীকির শুভেচ্ছা। প্যারাসিটামলের বিকল্প সন্ধান দেয়ার জন্য অশেষ ধইন্যা
২৭ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬
একজন আরমান বলেছেন:
হাহা
ধন্যবাদ নাসির ভাই
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪
রেজওয়ান তানিম বলেছেন: বউ কি কবিতা দেইখা পটছিল নাকি অন্য কিছু ?
অনেকে আবার গান ও গায়
প্যারাসিটামল প্রেম যেন প্যারা না দেয়, সেই কামনা করি।
১০ ই মে, ২০১৫ রাত ১১:২২
একজন আরমান বলেছেন:
কবিতা আর কবি দুইটাই !
ধন্যবাদ তানিম ভাই
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩
এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।
১০ ই মে, ২০১৫ রাত ১১:২৩
একজন আরমান বলেছেন: অনেক দেরি হয়ে গেছে !
গ্রীস্মের শুভেচ্ছা সাবির ভাই
১৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫০
আমি তুমি আমরা বলেছেন: একজন আরমান
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ১১০টি
মন্তব্য করেছেন: ১৫৫৬০টি
মন্তব্য পেয়েছেন: ১১৫৭৫টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৬ দিন
ব্লগটি মোট ৭৪০৯৬ বার দেখা হয়েছে
তিন বছর পূর্তির অভিনন্দন
১০ ই মে, ২০১৫ রাত ১১:২৪
একজন আরমান বলেছেন: আরে বাহ !
সময় যে কখন চলে যায় টেরই পাওয়া যায় না !
ধন্যবাদ ভ্রাতা। কেমন আছেন?
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!
১০ ই মে, ২০১৫ রাত ১১:২৫
একজন আরমান বলেছেন:
অনেক দিন পর !
তবুও শুভ নববর্ষ !
১৫| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
অশ্রুত প্রহর বলেছেন: যেদিন বলেছিলাম তোমায় একটুও মিস করছি না
সেদিন মিথ্যে বলেছিলাম !
একজন আরমান ভাই এর গোপন কথা ফাঁস।
১০ ই মে, ২০১৫ রাত ১১:২৫
একজন আরমান বলেছেন: নিউজ হেডলাইন হতে পারে !
১৬| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫
রুদ্র জাহেদ বলেছেন: অনেক সুন্দর কবিতা।নিরন্তর ভালো থাকবেন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
একজন আরমান বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা ভাই।
আপনিও ভালো থাকুন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৯
প্রবাসী পাঠক বলেছেন: বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।