নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
আবারও তোমায় নিয়ে কবিতা লিখবো!
তোমায় নিয়ে লেখা অকবিতাদের কবি হবো!
হয়তো সেখানে তোমায় পাবার আকাংখা থাকবে না,
কিন্তু তোমার প্রতি জমে থাকা ভালোবাসার ছাপ থাকবে!
আবারও তোমায় নিয়ে কবিতা লিখবো!
থাকবে না অন্ত্যমিল,
থাকবে না কোন ছন্দমিল!
শুধু থাকবে তোমার আমার অমিল!
আবারও তোমায় নিয়ে কবিতা লিখবো!
আবারও ভুল করেই ভালোবাসবো!
ভুল করেই কষ্ট পাবো!
আবারও তোমায় নিয়ে কবিতা লিখবো!
আবারও আমি তোমার জন্য কবি হবো!
-একজন আরমান
০৫/০৫/২০১৫
রাত ১০ঃ৫০
বরিশাল
০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ পরিবেশ বন্ধু !
কেমন আছেন?
২| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আবারও তোমায় নিয়ে কবিতা লিখবো!
আবারও আমি তোমার জন্য কবি হবো!
সুন্দর
০৫ ই মে, ২০১৫ রাত ১১:৩২
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
৩| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:০১
সুমন কর বলেছেন: ব্লগে অনেক দিন পর তোমার কবিতা পড়লাম।
১০ ই মে, ২০১৫ রাত ১০:৩৮
একজন আরমান বলেছেন:
হুম। আসলেই অনেক দিন পর !
পাঠে কৃতজ্ঞতা সুমন দা !
৪| ০৬ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৭
ঘনায়মান মেঘ বলেছেন: লিখেইতো দিলেন কবিতা। ভাল লেগেছে।
১০ ই মে, ২০১৫ রাত ১০:৩৯
একজন আরমান বলেছেন: ধন্যবাদ মেঘ !
ভালো থাকা হোক !
৫| ০৬ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২১
অশ্রুত প্রহর বলেছেন: আবারও তোমায় নিয়ে কবিতা লিখবো!
থাকবে না অন্ত্যমিল,
থাকবে না কোন ছন্দমিল!
শুধু থাকবে তোমার আমার অমিল!
হুম। ভাল লাগল!
১০ ই মে, ২০১৫ রাত ১০:৫৩
একজন আরমান বলেছেন: হুম হুম।
খুব ধন্যবাদ
৬| ০৬ ই মে, ২০১৫ রাত ৯:৫৯
টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন। কিন্তু আপনারা কেউ এখন নিয়মিত আসেন না কেন বলেন তো? আমি আপনাদের কাউকে না দেখে মন খারাপ করে চলে যাই।
১০ ই মে, ২০১৫ রাত ১০:৫৯
একজন আরমান বলেছেন:
পুরনো যাবে নতুন আসবে ! এটাই তো নিয়ম ! তাই না? কতো ব্লগার আসছে, কতো যাচ্ছে ! ব্লগ কিন্তু থেমে নেই, জীবনেরই মত ! মন খারাপ করলে চলে?
চাকরি, ফ্যামিলি নিয়ে এতো ব্যাস্ত আছি যে নিজেকেই মাঝে মধ্যে চিনতে খুব কষ্ট হয় ! তবুও ফিরে আসার চেস্টা করছি তো !
আপনার মত কেউ কেউ খোঁজ করে বলেই তো সামুকে আপন মনে হয় ! তাই তো ফিরে আসি বারবার।
শুভকামনা।
৭| ০৭ ই মে, ২০১৫ রাত ১২:১৩
আমিনুর রহমান বলেছেন:
কবিতায় ভালো লাগা।
ব্লগে আবার নিয়মিত হওয়ার চেষ্টা কর। আমি চেষ্টা করছি।
১০ ই মে, ২০১৫ রাত ১১:০০
একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি তো জানেন সামুকে কতোটা ভালোবাসি। আর তাই কতোটা মিস করি সেটাও নিশ্চই বুঝতে পারছেন। নিয়মিত হবার খুব চেস্টা করছি।
৮| ০৭ ই মে, ২০১৫ রাত ২:১৩
একলা ফড়িং বলেছেন: থাকবে না অন্ত্যমিল,
থাকবে না কোন ছন্দমিল!
শুধু থাকবে তোমার আমার অমিল!
সোজা সাপটা ভালোবাসার কবিতা! অনেক ভাল লাগলো।
১০ ই মে, ২০১৫ রাত ১১:০১
একজন আরমান বলেছেন: আমি কঠিন বুঝি না।
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৯| ০৮ ই মে, ২০১৫ রাত ১:২০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কবিতায় ভাল লাগা।
ব্রগে নিয়মিত হবেন আশা করি।
১০ ই মে, ২০১৫ রাত ১১:০৪
একজন আরমান বলেছেন: ধন্যবাদ।
আমিও তাই চেস্টা করছি।
আশা করি ভালো আছেন।
১০| ১১ ই মে, ২০১৫ রাত ১২:০৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: সামু বলছে আমার লাইক গ্রহণ করা হয়েছে
কি খবর আপনার?
১২ ই মে, ২০১৫ রাত ৯:৫৩
একজন আরমান বলেছেন:
এইতো ভাই, বেঁচে আছি এইটাই জরুরী !
সামুকে মিস করি খুব।
কেমন আছেন?
১১| ১১ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৬
বাংলাদেশী দালাল বলেছেন: কিরাম আছেন আরমান ভাই। welcome back।
এফবি থেকে সামুতে আসতে কয়টাকা রিক্সা ভাড়া লাগে???
"আবারও আমি তোমার জন্য কবি হবো!" জি ভাই আমরাও তাই চাই।
১২ ই মে, ২০১৫ রাত ৯:৫৪
একজন আরমান বলেছেন:
ভাড়া বেশী লাগে না তবে রিক্সায় ওঠার খুব একটা সময় করে উঠতে পারি না আজকাল !
চেস্টা করছি নিয়মিত হবার। আমি আছি ভালো খারাপ মিলিয়ে। আপনার খবর কি? কেমন আছেন?
১২| ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক দিন পর আবারো আইচা তোম্রে কমেন্টাইলাম ')
১২ ই মে, ২০১৫ রাত ৯:৫৬
একজন আরমান বলেছেন:
ধইন্না পাতা দিলাম দোস্ত।
১৩| ১১ ই মে, ২০১৫ বিকাল ৩:১৫
তওসীফ সাদাত বলেছেন: মন্তব্য করেছি।
১২ ই মে, ২০১৫ রাত ৯:৫৮
একজন আরমান বলেছেন: উত্তর দিলাম !
১৪| ১২ ই মে, ২০১৫ রাত ৯:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমিও ভাল আছি।
শুভকামনা জানবেন।
১২ ই মে, ২০১৫ রাত ১০:০৬
একজন আরমান বলেছেন:
১৫| ১২ ই মে, ২০১৫ রাত ১০:১৭
কলমের কালি শেষ বলেছেন: আহা ! চমৎকার কবিতা !
১২ ই মে, ২০১৫ রাত ১১:০৪
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
১৬| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:২৩
অপরাজিতা নীল বলেছেন: সুন্দর সুন্দর !! অনেক দিন পর সামুতে এসে চমৎকার একটা কবিতা পেলাম !
৩০ শে মে, ২০১৫ রাত ১১:২১
একজন আরমান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ !
১৭| ২৩ শে মে, ২০১৫ সকাল ৭:৪৩
পেন আর্নার বলেছেন: ভালো লাগসে
৩০ শে মে, ২০১৫ রাত ১১:২১
একজন আরমান বলেছেন: ধন্যবাদ
১৮| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: কত দিন পর ব্লগে কোন কবিতা পড়লাম !
ভাল লাগসে ।
৩০ শে মে, ২০১৫ রাত ১১:২২
একজন আরমান বলেছেন: আমি ভেবেছিলাম আমিই বুঝি ব্লগে আসি না !
কিন্তু এখন দেখি আমার সময়ের অনেকেই ব্লগে এখন আর রেগুলার আসেন না !
ব্লগকে মিস করি আর ব্লগারদেরও !
১৯| ১১ ই জুন, ২০১৫ সকাল ১১:১৭
এহসান সাবির বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পড়ে ভালো লাগছে ভাই।
শুভ কামনা।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩
একজন আরমান বলেছেন:
আমারো আপনাদের দেখে ভালো লাগছে। সেই পুরনো দিনের কথা মনে পরে !
২০| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৪
একজন নিশি বলেছেন: অনেক দিন পরে আপনার লেখা পড়ে খুব ভাল লাগল।
শুভ কামনা ভাই। :3
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫
একজন আরমান বলেছেন:
২১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১০:৫৭
তাসজিদ বলেছেন: "কোথাও কেও নেই"। সামুতে আমি খুঁজে ফিরি অতীতের সবাই কে। খুঁজে পাই না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠে।
এ কোন সামু। আমি ত একে চিনি না।
টাইম মেশিন থাকলে ফিরে যেতাম অতীতে।
চমৎকার কবিতা।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
একজন আরমান বলেছেন:
আমাদের সময়ের অনেকেই নেই, কিন্তু নতুনরা আছে !
২২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৯
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
একজন আরমান বলেছেন: ঈদ মুবারক ভাই।
অনেক দিন দেখা নাই !
২৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ২:৩০
ফারজানা শিরিন বলেছেন: Ggood one..
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯
একজন আরমান বলেছেন:
কেমন আছো?
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে ।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৯
একজন আরমান বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা ও ধন্যবাদ !
২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৭
একজন আরমান বলেছেন:
ঈদ মুবারক রিটার্নস সুপ্রিয় সাবির ভাই
২৬| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হয়তো সেখানে তোমায় পাবার আকাংখা থাকবে না,
কিন্তু তোমার প্রতি জমে থাকা ভালোবাসার ছাপ থাকবে
সুন্দর!!!
শুভেচ্ছা রইলো।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৮
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপু।
২৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে খুব...
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ
২৮| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই।
আশা করি ভালো আছেন !
২৯| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬
সোহানী বলেছেন: কি অবস্থা আরমান ভাই......... খোজঁ নেই কেন!!!!!!!!!!!! কোথায় লাপাত্তা............
২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৪
একজন আরমান বলেছেন:
বেঁচে আছি এইটাই জরুরি !
কেমন আছেন আপু?
৩০| ১৬ ই মে, ২০১৬ সকাল ৮:৪৬
দৃষ্টিসীমানা বলেছেন: মানুষতো ভুল থেকে শিক্ষা নেয় , আবার একই কাজ কেন ? ভাল থাকুন সব সময় ।
২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:১০
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ।
শুভকামনা আপনার জন্যও ।
৩১| ২৮ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
এহসান সাবির বলেছেন: নতুন কবিত চাই।
২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫১
একজন আরমান বলেছেন:
বেঁচে আছি ব্যস্ততায়, এইতো জরুরী !
কেমন আছেন সাবির ভাই?
ঈদে বরিশাল বেড়াতে আসেন।
৩২| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
এহসান সাবির বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। ঈদে বাড়ি যাওয়া নিয়ে বেশ প্যারাতে আছি ভাই।
ব্যাস্ততার মাঝে দিন কেটে যাচ্ছা ভাই।
শুভ কামনা সব সময়।
**নতুন কবিতা চাই।
৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:৩১
একজন আরমান বলেছেন:
ব্যাস্ততা কমলে ব্লগে আবার নিয়মিত হব ভাবছি।
©somewhere in net ltd.
১| ০৫ ই মে, ২০১৫ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: অসাধারন ।