নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
প্রায় বছর দুই হল সামুতে ফেরা হয় না। ফিরে আসার চেষ্টা করেও বার বার ব্যর্থ হয়েছি। গত এক বছরে কোন পোস্ট দেইনি। তাই নতুন কিছু না লিখলেও অস্তিত্ব রক্ষার চেষ্টা করছি। ফিরে আসবো আবার আশা করি !
পরমাণু কাব্যঃ
০১।
তোমার মনটা ছিল কোমল,
আমার ফ্রিজ ভর্তি পানির বোতল!
০২।
বুকের বাম পাশটা করছে চিনচিন,
এমনটা হয় থাকলে তুমিহীন!
০৩।
তুমি ছাড়া শুন্য ফ্রিজে
লিটার খানেক পানি।
তুমি ছাড়া শুন্য হৃদয়
খাঁ খাঁ করে খালি!
০৪।
আমি বলি ভালোবাসি,
তুমি বল ছাই !
আমি বলি কাছে আসো,
তুমি বল যাই !
০৫।
আমার সাথে তোর নাই কোন মিল,
তবু ভালোবাসি চিবুকের ওই তিল!
অণুকাব্যঃ
০১।
পড়ন্ত বিকেলে,
বাইকের ব্যাকসীটে তোমাকে চাই!
তোমাকে চাই জোঁনাক জ্বলা রাতে,
আমার খুব কাছে! খুব কাছে!!
০২।
আমার ভালোবাসা তেমন,
তোমার অশ্রুত কাজলের মতোন!
আমার অনুভূতিগুলি তেমন,
শীতের এই কুয়াশাদের মতোন!
০৩।
তুমি পর ভেবে দূরে সরো,
আর আমি আপন ভেবে দূরে সরি!
অতঃপর দুজনার দূরত্ব বাড়ে-
সমানুপাতিক হারে!
০৪।
আমাকে স্বৈরাচারী প্রেমিক বলো?
তবে বলো কবে ওই অধর যুগল
আপোষহীনভাবে ব্যারিকেড দিয়েছি?
গেলো বর্ষায় ও দুহাত ছুঁয়ে বলেছিলাম-
ভালোবাসা না পেলে তোমার হৃদয়ে
কারফিউ জারি করবো! ব্যাস এতোটুকুই!
০৫।
প্রেমিকারা চলে যায়,
শুধু স্থান অপরিবর্তিত থেকে যায়!
পার্ক স্ট্রিট কিংবা হসপিটাল রোড,
যে যার জায়গাতেই আছে!
০৬।
তুমি বল নীল ভালোবাসি!
আমি বলি আকাশের নীল-
নাকি সমুদ্রের নীল জল?
তুমি বল দুটোই।
আমি বলি আচ্ছা আমি যদি-
নীল আকাশ হই কিংবা নীল জল?
তুমি মুচকি হেসে দৌড়ে পালাও!
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪
একজন আরমান বলেছেন:
থ্যাংকু হামা ভাই
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শুভ প্রত্যাবর্তন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ রাজপুত্র
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগসে।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
জাতি আপনার নির্বাসনের অবসান দেখতে চায়
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
একজন আরমান বলেছেন:
আমিও তাই চাই।
চেষ্টায় আছি ভাই।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪
আমি তুমি আমরা বলেছেন: স্বাগতম
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। অনেক দিন পর দেখে ভালো লাগছে।
৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২০
সুমন কর বলেছেন: প্রত্যাবর্তন স্থায়ী হোক.....
পরমাণু কাব্য ভালো লাগেনি। অণুকাব্য কিছু ভালো লাগল।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২
একজন আরমান বলেছেন:
চেষ্টা করছি দাদা।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
অতনু কুমার সেন বলেছেন: ওরে আরমাইন্না তুই দেহি কবি হইয়া গেছো এক্কালে
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২
একজন আরমান বলেছেন:
ওরে দাদো হাম্মে ব্রাজিল দিয়া কবে আইবেন দ্যাশে?
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
বৃতি বলেছেন: বাহ, অনেকদিন পর আরমানকে ব্লগে দেখা গেলো! নিয়মিত লিখুন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
একজন আরমান বলেছেন:
হুম আপু অনেক দিন পর।
চেষ্টা করছি নিয়মিত ব্লগে আসার !
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬
মুহাম্মদ তমাল বলেছেন: '''আমাকে স্বৈরাচারী প্রেমিক বলো?
তবে বলো কবে ওই অধর যুগল
আপোষহীনভাবে ব্যারিকেড দিয়েছি?
গেলো বর্ষায় ও দুহাত ছুঁয়ে বলেছিলাম-
ভালোবাসা না পেলে তোমার হৃদয়ে
কারফিউ জারি করবো! ব্যাস এতোটুকুই!''''
লা জবাব। এইটা একটু বেশী ভাল ছিলো।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ তমাল ভাই।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ওয়েল্কাম্ব্যাক!
এবার স্থায়ী হবে আশা করি...........
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
একজন আরমান বলেছেন:
আমিও তাই আশা করছি ভাই।
আশা করি ভালো আছেন !
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩১
অদৃশ্য বলেছেন:
শুভ প্রত্যাবর্তন... লিখাগুলো খুব ভালো লেগেছে...
শুভকামনা...
০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
অনেকদিন বাদে আপনাদের সাথে কমিউনিকেট করে ভালো লাগছে।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৫
আলম দীপ্র বলেছেন: প্রত্যাবর্তন হোক দীর্ঘস্থায়ী !
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৮
একজন আরমান বলেছেন:
আশা রাখি।
কেমন আছেন?
১৩| ২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৭
কালোপরী বলেছেন:
৩০ শে মে, ২০১৮ রাত ১:০১
একজন আরমান বলেছেন:
কেমন আছো আপু? তোমার আগের মেইল এড্রেসে মেইল দিয়েছি। চেক করো।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
হাসান মাহবুব বলেছেন: ওয়েল্কাম্ব্যাক!