নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
তিন টাকা দিয়ে মুক্তি কিনে
নিরুদ্দেশ হতে চেয়েছিল অনুপম!
তার কাছে জিজ্ঞেস করা হয়নি
তিন টাকাতে সত্যিই কি মুক্তি
কিনতে পাওয়া যায়?
শুনে নিলে আমিও না হয়
কিনেই নিতাম কিছু মুক্তি!
তিন টাকা না হোক ত্রিশ টাকায়!
কোথায় কোথায় না খুঁজেছি!
নিউমার্কেট থেকে গুলিস্তান!
এলিফ্যান্ট রোড থেকে বসুন্ধরা সিটি!
মহসিন মার্কেট থেকে টরকী বন্দর!
সেই কবে থেকেই খুঁজে ফিরছি,
কিন্তু কিছুতেই পাচ্ছি না।
শেষমেশ আজ কোতয়ালী থানায়
একটা জিডি করে এলাম!
কিনতে না পারি,
খোয়া যাওয়া মুক্তি তো অন্তত
ফিরে পাবার আশা করতে পারি!
#এআ
১১/০২/১৭
রাত: ১১:৪৪
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দাদা।
ভালো থাকা হোক।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গভীর ভাবনা ভাই।
মুক্তি না পাই নতুন করে, যা হারিয়েছি সেটুকুই যদি পাই তো মন্দ না। সে আশা তো করতেই পারি।
সত্যিই কি হারানো মুক্তি উদ্ধার হবে কখনওই!
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৬
অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগছে।
১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৫২
সোহানী বলেছেন: ওয়াও....
অনেকদিন পর??????
১৮ ই মে, ২০১৭ রাত ১০:৫৫
একজন আরমান বলেছেন:
হুম। অনেক দিন পর !
কেমন আছেন?
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০
ওমেরা বলেছেন: ভাল হয়েছে ধন্যবাদ !
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০০
একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২১
মোস্তফা সোহেল বলেছেন: চমৎকার কবিতা।
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০২
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
আমিই মিসির আলী বলেছেন: সত্যিই কি হারিয়েছিলেন নাকি?
কবে সেটা?
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০২
একজন আরমান বলেছেন:
সে অন্য কোন এক সময়। অনেক বছর আগে !
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহা... দারুণ!
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০৩
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮
আমিনুর রহমান বলেছেন:
অর্থবহ এবং ছান্দনিক
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০৬
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ছবিটা এমিনেমের মিউজিক ভিডিও থেকে নেয়া না?
তবে কবিতা খানাও ভাল্লাগসে!
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০৭
একজন আরমান বলেছেন:
হাহা।
হুম। ঠিক ধরেছেন !
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪
অগ্নি সারথি বলেছেন: সুন্দর!
১৮ ই মে, ২০১৭ রাত ১১:০৮
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ভাই।
১২| ১৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালোলাগা রইলো ভাই।
ভালো থাকুন নিরন্তর।
১৮ ই মে, ২০১৭ রাত ১১:১০
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ ও কৃতজ্ঞতা !
১৩| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই মে, ২০১৭ রাত ১১:১১
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৮
সুমন কর বলেছেন: ফেবুতেই পড়েছিলাম। ভালো হয়েছে।
+।