নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা হল এক রঙ্গমঞ্চ। আর আমরা সবাই হলাম সেই মঞ্চের অভিনেতা / অভিনেত্রী!
কেমন আছো?
খুব ভালো নাকি খুব খারাপ?
আচ্ছা তোমার কি আজ মন খারাপ?
নিকষ কালো অন্ধকারে,
শুনছো কি গান চুপিসারে?
আমার খবর?
কালবোশেখি ঝড় এসছিল,
তোমায় খুব মনে পড়ছিল।
মনে পড়ে সেদিন রাতে,
বৃষ্টিতে খুব ভিজেছিলে!
সে বৃষ্টিতে আজ মুখ ধুয়েছি,
আর ধুয়েছি চোখের জল!
আমি বড্ড ভালোই আছি,
তোমায় ছাড়া বেঁচেই আছি!
আমার দিনগুলি সব সাদাকালো!
যাচ্ছে ভালো! যাচ্ছে ভালো
#একজন_আরমান
১৮/০৪/১৭
রাত ১১:৪৮
বাবুগঞ্জ, বরিশাল।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৬
একজন আরমান বলেছেন:
আমিও জানিনা যে সে কেমন অছে !
অপনাকেও ধন্যবাদ !
২| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
কালবোশেখি ঝড় এসছিল < "এসেছিল" হবে কি?
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৭
একজন আরমান বলেছেন:
না দাদা, ইচেছ করেই এমনি করে লিখেছিলাম !
৩| ১৯ শে মে, ২০১৭ রাত ১২:৫৬
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৫
একজন আরমান বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ভ্রাতা।
৪| ২২ শে মে, ২০১৭ রাত ২:৪৩
উম্মে সায়মা বলেছেন: সহজ সরল সুন্দর ভাবের প্রকাশ....
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ আপনাকে !
৫| ২২ শে মে, ২০১৭ ভোর ৬:১১
সামু পাগলা০০৭ বলেছেন: আমি বড্ড ভালোই আছি,
তোমায় ছাড়া বেঁচেই আছি!
সরল ভাষায় তীব্র আবেগের ছোঁয়া! হায়, ভালো আছি, বেঁচে আছি কথাগুলো যেন হাজারটি কাঁচ ভাংঙার আর্তনাদে ভেঙ্গে উঠল।
গভীর আবেগের প্রকাশ ভালো লাগল।
শুভকামনা!
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৫
একজন আরমান বলেছেন:
আপনার প্রতিও রইল একরাশ শুভকামনা!
ভালো থাকুন !
৬| ২৪ শে মে, ২০১৭ রাত ৮:০৫
তারছেড়া লিমন বলেছেন: ভালাচি ভাউ........... আন্নে কিরাম আছেন???
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৩
একজন আরমান বলেছেন:
আমিও আছি খারাপ না।
৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০
একজন আরমান বলেছেন:
সময় পেলেই ফিরে আসব।
৮| ০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কেমন আছেন ?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৫২
একজন আরমান বলেছেন:
আলহামদুলিল্লাহ্। আপনি কেমন আছেন ভাই?
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।
০২ রা মে, ২০১৮ দুপুর ১২:৫২
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:৩৮
ওমেরা বলেছেন: জানি না আপনি যার উদ্দেশ্যে বলেছেন সে কেমন আছে । আলহামদুল্লিলাহ ! আমি ভাল আছি । ধন্যবাদ আপনাকে ।