![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাসত্বতা আমাদের মানুষদের একটা আদিম সহজাত প্রবৃত্তি। একে ঠিক একটা প্রবৃত্তি ও বলা যায় না। একে এক রকম অনুভূতির সাথে তুলনা করা যেতে পারে। যেমন লেখক হুমায়ূন আজাদের " ধর্মানুভুতি"। তাঁর মতে ধর্ম যেমন মানুষের এক রকমের অনুভূতি যা প্রতিনিয়ত ক্ষত-বিক্ষত ও আঘাতপ্রাপ্ত হচ্ছে; আমার মতে, এই দাসত্বতা ও হচ্ছে আমাদের মানুষদের এক রকমের অনুভূতি যার ফলে প্রনিয়ত ক্ষত- বিক্ষত আমাদের মানসিক বিকাশ, চিন্তাভাবনা, ধান- ধারনা, যোগ্যতা- অযোগ্যতা, সফলতা- বিফলতা, ইত্যাদি। কিন্তু আমরা কেউ এই কথা স্বীকার করি কেউ করি না। কেউ মানি কেউ মানি না । আমরা যারা এই কথা স্বীকার করি বা মানি তাঁরা সারাজীবন এই দাসত্বের আড়ালেই নিজেদের লুকিয়ে রেখে তাঁর মধ্যেই সবটুকু সুখ খোঁজার চেষ্টা করি। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাবান ব্যাক্তিও জীবনে এক বার হলেও এই দাসত্বতা- কে স্বীকার করে কোন মসজিদ, গির্জা বা মন্দিরে কোন কাল্পনিক অস্তিত্তের ক্ষমতার সামনে তাঁর মাথা নত করছে। কিন্তু, করি নি শুধু তারাই যারা এই দাসত্ব- কে স্বীকার করি নি বা মানি নি । তারাই হল অমানুষ, নাস্তিক, শয়তান !
কিন্তু, সেই দাসত্ত-কে স্বীকার করেও যদি আমরা সবাই সুখী হোতাম তাহলে হয়তো আমাদের এই পৃথিবীটা আজকে সত্যি ই এক স্বর্গপুরী হোতো। না থাকতো লোভ না লালসা। না এতো রাজা,না মন্ত্রী না সৈন্য। আমরা সবাই থাকতাম এক অদৃশ্য অস্তিত্তের দাস- দাসী হয়ে।তখন কতো ভালো হোতো!
©somewhere in net ltd.