নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া নয়, আলো ...

আরমান আরজু

সত্য ও অসীমের পথে

আরমান আরজু › বিস্তারিত পোস্টঃ

স্টিফেন হকিং

১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৫

পদার্থবিজ্ঞানী অধ্যাপক স্টিফেন উইলিয়াম হকিং (১৯৪২-২০১৮):
সীমাবদ্ধতার গন্ডিতে দাঁড়িয়ে অনেক দর্শন আর সূত্র আবিষ্কার করা যায় কিন্তু সবই একদিন মিথ্যায় পর্যবসিত হবে। 'কালের সংক্ষিপ্ত ইতিহাসের' লেখক হয়তো জানেন না একদিন এই বিজ্ঞান-ই প্রমাণ করবে যে 'কাল' বলে আসলে কিছু নেই তবে ততদিনে অনেক সময় পার হয়ে যাবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন আমি কোন প্রমাণের ভিত্তিতে একথা বলছি। আমি বলছি পবিত্র কোরআনের ভিত্তিতে যাতে লিপিবদ্ধ আছে ভবিষ্যৎ এবং অসীম জ্ঞানের সব সূত্র। কিন্তু আমরা কোরআনকে ব্যবহার করছি ছোওয়াব আর ধান্ধাবাজিতে।
গবেষণা আর গবেষকদের প্রতি আমার আজীবন শ্রদ্ধা তা যেকোন ধরণের হোক না কেন শুধু যেন মানবতা বিধ্বংসী না হয়।
জনাব হকিং -এর অনেক সূত্রের সাথে আমি একমত নই তবু তাঁর প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: গবেষণা আর গবেষকদের প্রতি আপনার আজীবন শ্রদ্ধার কথা জেনে ভাল লাগলো।

২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


ঈশপের গল্প: একবার এক ব্যাঙ ভেবেছিল সে ষাঁড়ের সমান বড়।
আপনি ষাঁড় থেকেও বড়


৩| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩২

চাঁদগাজী বলেছেন:


আপনি উনার যেসব সুত্রের সাথে একমত নন, তার একটা লিখুন; ম্যাঁওম্যাঁও করতে মগজের দরকার হয় না

১৫ ই মার্চ, ২০১৮ রাত ২:০০

আরমান আরজু বলেছেন: পবিত্র কোরআন যে একটি বিজ্ঞানময় গ্রন্থ তা আমি নানাভাবে আমার প্রকাশিত লেখাগুলোতে উল্লেখ করেছি। বৈজ্ঞানিক সীমাবদ্ধতার সসীম আর অসাড় আলোচনার কোন মানে দেখিনা।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৪

আবু আফিয়া বলেছেন: আসলে আমাদেরকে কুরআন নিয়ে গবেষণা করা উচিত। কুরআনই সব কিছুর উৎস এবং সব সমস্যার সমাধানকারী।

৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

শাহ আজিজ বলেছেন: হকিং বিজ্ঞানী নন গবেষক মাত্র। তার কোন মৌলিক আবিস্কার নেই আছে কিছু মানুষকে স্তম্ভিত করার গল্প। এবং এসব গল্প প্রমানিত নয়।

৬| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫২

আলোর বার্তা বলেছেন: স্টিফেন হকিংয়ের অবদান অনস্বীকার্য। আর বিজ্ঞানের নিয়মই পরিবর্তিত হওয়া। একসময় স্টিফেন হকিংকে কেউ টেক্কা দিবে এতে সন্দেহ নাই। কিন্তু আমরা কি হকিংয়ের সহপাঠী বাঙালি বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম সাহেবের কথা ভুলে গেছি যিনি ২০১৩ সালের ১৬ই মার্চে মৃত্যুবরণ করেছিলেন? আর দুদনি পরেই তার মৃত্যুদিবস। তার লেখা “দি আলটিমেট ফেইট অব দ্যা ইউনিভার্স” বইটি তিনি হকিংয়ের জনপ্রিয়তার কারণ হয়ে উঠা “অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম” এর আগে ১৯৮৩ সালে তিনি লিখেন ও সেটি কেম্ব্রিজ ইউনিভার্সিটি থেকে ছেপে প্রকাশ করা হয়েছিল। হকিং এই বইটি থেকেই সম্ভবত চিন্তার খোরাক পেয়ে পরবর্তীতে নিজের বইয়ে সেটা প্রকাশ করেন।

৭| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



@আলোর বার্তা ,

প্রফেসর জামাল নজরুল সাহেবের বইয়ের উপর লিখুন

৮| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

১৯৭১ মুক্তি বলেছেন: সব মিথ্যা, আলকোরাণের আলো ঘরেঘরে জ্বালো। নাকি?

১৫ ই মার্চ, ২০১৮ রাত ২:০৭

আরমান আরজু বলেছেন: পবিত্র কোরআন এসেছে মানার জন্য, ঘরে ঘরে আলো জ্বালাবার জন্য নয়। লোকদেখানো তসবিহ জপে আর হজ্ব করে মানুষের সস্তা আবেগ হয়ত কাড়তে পারেন কিন্তু সত্যের নাগাল সুদূর পরাহত।

৯| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫২

আলোর বার্তা বলেছেন: বিস্তারিত জানুন এখানে- জামাল নজরুল ইসলাম

১০| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৫

আলোর বার্তা বলেছেন: (পূর্বের কমেন্টের লিংকটা ভুল)
বিস্তারিত জানুন- জামাল নজরুল ইসলাম সাহেবের সম্পর্কে

১১| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৮

আলোর বার্তা বলেছেন: জামাল নজরুল ইসলাম সাহেবের বাংলা উইকিপিয়া লিংক- Click This Link
লিংকটি কোনো কারণে ঐভাবে আসছে না।

১২| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।

১৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: নতুন হকিংদের জন্ম হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.