![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১. গতকাল দৈনিক পত্রিকায় একটা নিঊজ পরলাম তাবলীগ জামাত করা এক ছেলের হাতে মা খুন। মায়ের দোষ সে নামাজ পড়েন নাহ। আমি বলবো মায়ের দোষ এই ছেলেকে জন্মদিয়েছেন বলে। কেমন আল্লাহ কে মানেন আপনারা যে আল্লাহর আদেশ নিজের মত করে সাজিয়ে নেন। "৬তারিখ কালের কন্ঠে পেয়ে যাবেন এমন একটি খবর"
০২. আমাদের ক্লাসে এক মেয়ে খুব বোরকা পরে আসে। একদিন একজন স্যার ক্লাসে তাকে চরম অপমান করলেন সবার সামনে।"যে জিনিশ পরে তার মর্জাদা রাখতে পারেন নাহ তা কেন পড়েন। মানলে পুরটাই মানবেন অর্ধেক মানার দরকার নাই। কেবল বোর্খাই আপনাকে বেহেস্তে নিয়ে যাবে নাহ"। মেয়েটা ক্লাসের মাঝে এক ছেলের বগলে হাত গুজে বসে ছিলো।
০৩. আপনারা পারেন নিজেদের সার্থের কথা চিন্তা করে নতুন নতুন ফতোয়া বাজি করতে। "শ্রমিকদের রোজা রাখার কারনে সৌদিআরবের প্রডাকশন কমে যেতে পারে বা গেছে বলে সরকার এক চরম ফতয়া দিয়ে দিলেন। উনাদের সব রোজা না রখলেও চলবে কেবল দেশের জন্য শ্রমদিয়ে তারা একি সোয়াব অর্জন করে নিতে পারেন।
০৪. আল্লাহ জদি পুরুষদের ভোগ বিলাসের জন্য নারীদের তৈরি করতেন তাহলে "সকল মানব জাতি কে আশরাফুলে মাখলুকাত না বলে পুরূষদের কথাই কেবল উল্লেখ করতেন"
০৫. গরিবদের সাহায্য করার কথা বললেন হাসবো না কাদবো বলেন। গরীব না থাকলে সৌদি ষেট রা আমোদ প্রমদ ফুরতি করবে কাদের নিয়ে। গেলমান বুঝেন, হোম সেক্সুয়ালিজম যদি পশ্চিমা বিশ্বের আবিষ্কার হয় তাহলে গেলমান সৌদি দের আবিষ্কার যারা কিশোর বাচ্চাদের নিয়ে যৌন চাহিদা পুরন করেন।
০৬. পরিশেষে বলতে চাই একটা ভিডিয় ফুটেজের কথা। যেখানে দেখা যাবে মাদ্রাসার এক শিক্ষক বাচ্চা মেয়ের উপর ঝাপিয়ে পরেছে। আপনি পাশের ঘর থেকে আসা অনেক বাচ্চার সমস্বরে কোরআন তেলোয়াতের আওয়াজ পাবেন পুর ভিডিও জুড়েই। শিক্ষক আবার তা মোবাইলে রেকড ও করেছে, বেচারার পর্নস্টার হওয়ার খুব সক হয়েছিলো নীল ছবি দেখতে দেখতে। "Bangladeshi molla in noakhali" লিখে Google করেন পেয়ে যাবেন।
আলখাল্লা পরিয়ে সব কিছুর সমাধান করতে যাবেন নাহ। সৌদিয়ানরা আলখাল্লা পরেও সুখে নাই। প্রতি জুমাবারে মসজিদের সামনে শ'খানেক চোখ, হাত কিংবা ধর উপরে ফেলা হয় পরকীয়া আর প্রেম সংক্রান্ত কারনে। ভৌগলিক কারনে বলেন আর ইসলামি করনেই বলেন তারা সবাই অনেক বড় বড় আলখাল্লাহ জড়িয়ে ছিলো। এ সকল কিছুর সমাধান যদি আলখাল্লাই হবে আল্লাহ আমাদের উলংগ জন্ম না দিয়ে কাপড় পড়িয়েই দিতেন।
মানসিকতাই বড় জিনিষ পুরুষ হলেই আগা হতে মাথা পর্যন্ত দেখে রাস্তায় দারিয়ে মন্তব্য করবেন আর মেয়ে দের আলখাল্লাহ জড়িয়ে রাখবেন তা কেমন কথা। আপনার পাপের শাস্তি আর এক জন কে দিয়ে ভোগ করাবেন কেন?
নিজেদের পাপের শুদ্ধ ব্যাখ্যা দেবার জন্য কোরান হাদিস টেনে আইনেন নাহ। কাবা ঘরের পাথর যেমন আপনাদের পাপে কালো হয়ে গেছে একদিন দেখবেন এই মহা গ্রন্ধের লিখাও সাদা কাগজে মিলিয়ে যাবে।
এই পোস্টটি কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠী কে ছোট কিংবা হেয় করার জন্য নর।"আগামি ৫ মিনিট এই পোস্ট আমাদের আপুদের স্তব্ধ করে দেবে !" শীর্ষক পোস্ট পড়ার পর আমার কিছু উপব্ধি মাত্র।
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৯
আসিফ আরমান বলেছেন: ভাই রাইগেন নাহ নিচে তো সবার কাছে ক্ষমা চাইছি ই
২| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৫৩
তীর্থযাত্রী বলেছেন: সুন্দর পোষ্ট। ধন্যবাদ
৩| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০০
মানবিক ৩০ বলেছেন: কিছু বিকৃতি কে উদাহরন দিয়ে আপনি জেনারালাইজ করে ফেলেছেণ ....ধর্মীয় কোন বই পুস্তকে বলা হয় নাই যে সোদি আরব তোমাদের রোল মডেল বলা হয়েছে পবিত্র কোরআন আর হাদিস অসুসরন করার জন্য ....তাই যারা ধর্মীয় ব্যত্যয় দেখলে সৌদি আরবের উদাহরন টানে তাদের অজ্ঞানাতর জন্য করুনা হয়
৪| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০০
জিন্নাহ বলেছেন: ভাই এত কথা বলেন কেন? কোন খারাপ উদাহরন দিয়ে সব কিছু বিচার করা যায় না। যেমন ধরুন আপনি যদি আ্পনার পরিবার এর একমাএ যারয সন্তান হন, তার মানে তো এই না যে আপনার পরিবার এর সবাই যারয ।
ওই ছেলেটা খারাপ হতে পারে। এর বড় প্রমান ইসলাম কখনও হত্যা করা সমথ্রন করে না।
৫| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৩
মানবিক ৩০ বলেছেন: যারা বোখার মর্যাদা রাখতে পারে নাই সেটা তারে দুভাগ্য আর ব্যর্থতা .....এটা হিজাব এর ব্যর্থতা না ....ধর্মে নারী পরুষ উভয় কেই শালীন হতে বলেছে ...নির্দেশ দিয়েছে ....নারীর উপর চাপায় নাই .....এতটুকু বিবেক বান রা বুঝবেন আশা করি
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৩৬
আসিফ আরমান বলেছেন: আপনি ভালো বলছেন
৬| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:০৫
িসয়াদ বস বলেছেন: এই পোস্টের দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন মুসলমানদের মধ্যে গুটি কয়েক লোকের অন্যায় কাজের জন্য সবাই দায়ী??
তাছাড়া আপনার পোস্ট পরে মনে হচ্ছে আপনি ইসলামের গুরুত্বপূণ কিছু ব্যাপার নিয়ে তুচ্ছ- তাচ্ছিল্ল্য করছেন।
ইসলামী বিধান আপনার কাছে ভালো না লাগলে তাতে কারো কিছু যায় আসে না।সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
তবে আপনি মুসলমান নাম ব্যবহার করে ইসলামের কোন সমালোচনা করার অধিকার রাখেন না!
আর যদি আপনি নাস্তিক হন তবে আমার বলার কিছুই না।
৭| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:২১
ভাবছি বসে একা বলেছেন: অসুস্থ মানসিকতা হল অন্যের বিশ্বাসকে হেয় করা।
১.গতকালের নিঊজটা ভাল করে পড়ে দেখেন। ছেলেটা মানসিক বিকারগ্রস্থ। একজন মানসিক বিকারগ্রস্থ রোগী তার মাকে খুন করেছে।
২.আপনার ক্লাসে কোন মেয়ে বোরকা পরে কি করেছে তার দায়িত্ব সব বোরকা মেয়েকে নিতে হবে? আপনি কি সার্ট-প্যান্ট পরেন? পরিমল কিন্তু সার্ট-প্যান্ট পরে!!!! চিনেছেন পরিমলকে????
৩. 'আপনারা পারেন নিজেদের সার্থের কথা চিন্তা করে নতুন নতুন ফতোয়া বাজি করতে।' কারা? সৌদিআরবের সরকাররে কথা এখানে কেন? কোন ইসলামের অনুসারী কী বলেছে আমরা সৌদিআরবকে অনুসরণ করি?
৪.'আল্লাহ পুরুষদের ভোগ বিলাসের জন্য নারীদের তৈরি করেছেন।' এমন কথা কোথায় পেলেন?
৫. 'হোম সেক্সুয়ালিজম যদি পশ্চিমা বিশ্বের আবিষ্কার হয় তাহলে গেলমান সৌদি দের আবিষ্কার।' আপনি তো ভাই বোরকা নিয়ে লিখছেন। এখানে গেলমান আসলো কোথা থেকে?
৬. আবারো সেই খোড়া যুক্তি 'মাথা ব্যাথা, তাই মাথাটাই কেটে ফেল।' ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলসহ দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা নানা অপরাধের সাথে জড়িত। এদের কেউ কেউ আবার মেধাবী। তাদের অপরাধের শাস্তি কী শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যাবস্থা বন্ধ বা বাতিল করে দেয়া ???
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:২৯
আসিফ আরমান বলেছেন: আমি আপনাদের কিছুই করতে বলিনি। কিছু ঘটনা লিখলাম মাত্র। যাই হোক আপনারা ভালো মানুষ তাই খারাপ টা আপনাদের চোখে পরে নাহ।
এই পোস্টটি কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠী কে ছোট কিংবা হেয় করার জন্য নর।"আগামি ৫ মিনিট এই পোস্ট আমাদের আপুদের স্তব্ধ করে দেবে !" শীর্ষক পোস্ট পড়ার পর আমার কিছু উপব্ধি মাত্র।
৮| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:২৬
মৃগয়া বলেছেন: মার্কিনী রা তো বোরখা পরেনা বা পরায় না। লাখ লাখ শিশু ও নারী হত্যা করে বেড়াচ্ছে এদের ব্যাপারে আপনার মতামত কি? ভয় পান বলে এড়িয়ে যান নাকি ওদের কাছ থেক মাসোহারা পান?
একজন তো বলেই দিলো আসল কথাটা ... আপনি জারজ বলে এটা প্রমান হয়না যে আপনার ভাই জারজ বা আপনার পুরা পরিবারই জারজ।
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৩৪
আসিফ আরমান বলেছেন: মার্কিনিরা স্টান্ডার্ড আপনাকে কখন বললাম। মতে মিল হল না বলে জারজ বললেন। কি আর করা বলেন।
এই পোস্টটি কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠী কে ছোট কিংবা হেয় করার জন্য নর।"আগামি ৫ মিনিট এই পোস্ট আমাদের আপুদের স্তব্ধ করে দেবে !" শীর্ষক পোস্ট পড়ার পর আমার কিছু উপব্ধি মাত্র।
৯| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:২৬
ফরিদুল আলম বলেছেন: ভাই, কয়েকবার পড়ার পরও আপনার পোস্টটার উদ্দেশ্যটাই বুঝতে পারলামনা. কি বোঝাতে চেয়েছেন?
বোরখা পরে অনেকে এখন মাদক ব্যবসাও করে, ছিনতাইও করে, এটা নিশ্চয় বোরখা কিংবা হিজাব এর দোষ নয়. একটা জায়গায় আপনার সাথে একমত, সেটা হলো শুধু হিজাব করলেই হবেনা, হিজাব মনেও ধারণ করতে হবে. তাই বলে খুললাম খুল্লা পোশাক পরে নিশ্চয়ই হৃদয়ে শালীনতা ধারণ করা যাবেনা, তাই নয় কি?
আর Bangladeshi molla in noakhali এটা কি আপনি প্রচার করার দায়িত্ব নিয়েছেন? যদি না নিয়ে থাকেন তাহলে আপনার উচিত এটা মুছে দেয়া.
মহাখালীর কোনো এক মোল্লা তো শুধু নয়, পাদ্রী, শিক্ষক, ভিক্ষু, পুরোহিত অনেকের বিরুদ্ধেই এমন অভিযোগ রয়েছে, বাস্তব প্রমাণও রয়েছে। আপনি শুধু মোল্লার উপর চড়াও হলেন কেন বুঝলামনা.
এখন আমাদের কি করা উচিত, সে বিষয়ে যদি কিছু নির্দেশনা / পরামর্শ দিতেন তাহলে ভালো হতো. নাকি হিজাব, মোল্লা, সৌদি আরব এসবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনি নিজেই কনফিউজড হয়ে পড়েছেন কোনটা ভালো কোনটা খারাপ?
১০| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৩২
শায়েরী বলেছেন: Na jene bujhe dhormo r alkhalla niye kotha bolbenna...
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১:৩৪
আসিফ আরমান বলেছেন: জি আচ্ছা
১১| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০০
মো: খায়রুল ইসলাম বলেছেন: বুঝতাছি আপনার এই পোষ্ট টি ২ দিনের আগের এক আপুর দেয়া অসাধারণ এক পোষ্টের বিপক্ষে । যার শিরোনাম ছিল
আগামি ৫ মিনিট এই পোস্ট আপনাদের সবাইকে স্তব্ধ করে দেবে
কিন্ত দু:ক্ষিত, আপনার এই পোষ্টে স্তব্ধ হওয়ার কিছু নাই, তবে আমি মুসলিম হিসেবে লজ্জিত এক জন মুসলমানের (নাম দেখে বুঝলাম ঢুল হলে মাফ করবেন ) ইসলাম সম্পর্কে ধারণা দেখে ।
আশা রাখি আপনার ভাবনার উন্নতি হবে ।
১২| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:০৯
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: এখন কি করতে হবে আলখাল্লা খুলে ফেলতে হবে? খুলে ফেললেই সব সমাধান হয়ে যাবে?
১৩| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১৩
১১স্টার বলেছেন: ইসলাম সম্পর্কে আরো জানুন তারপর সমালোচনা করুন।
১৪| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১৮
মৃগয়া বলেছেন: ও..... মার্কিনীরা স্ট্যান্ডার্ড না? তাহলে স্ট্যান্ডার্ড কারা? সৌদি আরব?
আর মতের মিলের কথা বলছেন? আমিতো আপনাকে শুধু উদাহরন হিসাবে বলেছি মাত্র । এবং সেটা আপনার বোঝার জন্য। আপনিতো মতের মিল না হওয়ায় পুরা এক্টা কমিউনিটিকে দোষারোপ করছেন ভাই।
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:২৬
আসিফ আরমান বলেছেন: নাস্তিক প্রমান করলে কি সোয়াব পাওয়া যায়? যানলে বলবেন। আমি কোণ কমউনিটিকে কিছু বলি নাহ খালি কিছু সত্য ঘটনা উল্লেখ্য করছি
১৫| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৩৭
বাদশা নামদার বলেছেন: ভাবছি বসে একা বলেছে:আপনার ক্লাসে কোন মেয়ে বোরকা পরে কি করেছে তার দায়িত্ব সব বোরকা মেয়েকে নিতে হবে? আপনি কি সার্ট-প্যান্ট পরেন? পরিমল কিন্তু সার্ট-প্যান্ট পরে!!!! চিনেছেন পরিমলকে????
১৬| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৫
আবু আমর বলেছেন: দ্রুত মাইনাস লন।
১৭| ০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৫৯
এইতোআমি০০৭ বলেছেন: আবু আমর বলেছেন: দ্রুত মাইনাস লন।
১৮| ০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৮
ছাদিক তাল বলেছেন: আমার মনে হয় লেখক মানষিক বিকারগ্রস্থ। আলখাল্লা খুলে ফেলে কি রাস্তায় শর্ট কাপড় পরে ঘুরতে হবে? নাকি আপনি নতুন কিছু আবিষ্কার করেছেন খোলাখুলির মাঝে। আর খুইলেন না। এমনি যে বেহাল দশা একটু ঢাকার ব্যাবস্থা করেন।
আপনার উল্লেখিত ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এগুলো কোন উদাহরণ হতে পারে না। যতসব ফাউল।
১৯| ০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪১
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: পাবনাতে ভর্তি হওয়ার ব্যাবস্থা না থাকলে আমাকে আওয়াজ দিয়েন! আমি একটা সিট নেওয়ার ব্যাবস্থা করতে চেষ্টা করব। অবস্য ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে ভেবে ভয় লাগছে যে, সেখানে গিয়েও আবার কি করে বসেন।
২০| ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১৬
িসয়াদ বস বলেছেন: বাদশা নামদার বলেছেন: ভাবছি বসে একা বলেছে:আপনার ক্লাসে কোন মেয়ে বোরকা পরে কি করেছে তার দায়িত্ব সব বোরকা মেয়েকে নিতে হবে? আপনি কি সার্ট-প্যান্ট পরেন? পরিমল কিন্তু সার্ট-প্যান্ট পরে!!!! চিনেছেন পরিমলকে????
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৬
আসিফ আরমান বলেছেন: কে বলল সবাইকে দায়িত্ব নিতে হবে এই চিত্র টা একাংশের যারা বোরকার মর্যাদা রাখতে পারে নাহ।
২১| ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৪১
অমিত বড়ুয়া বলেছেন: সাহস করে লেখার জন্য ধন্যবাদ। আমারও একটা লেখার ইচ্ছা ছিল (অন্যভাবে), আর লেখা হয় নাই।
++++++++++++++
০৯ ই অক্টোবর, ২০১১ রাত ১১:০৭
আসিফ আরমান বলেছেন: ভাই আর লিখবো না ভাবছি পরে দেখা যাবে আমার বাসায় বোমা হামলা হবে
২২| ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৮
অনিরূদ্ধ বলেছেন:
লেখক বলেছেন:
আমি কোন কমউনিটিকে কিছু বলি নাহ খালি কিছু সত্য ঘটনা উল্লেখ্য করছি
----------------------------------------------------------------------------
এই তো? তাহলে এতো লাফানোর কি আছে?
কিভাবে মনে হলো যে আপুদের স্তব্ধ করে দিবেন এই খালি কিছু সত্য ঘটনা উল্ল্যেখ করে??
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৭
েমাহাম্মদ কামরুল হাসান বলেছেন: মাথার তার ছিড়া লোক অনেক আছে , নতুন করে আপনার মাথার তার ছিড়ার কি দরকার ছিলরে ভাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?