নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার গান গাই

আমি তোমাদের গান গাই

এ,আর রানা

স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলার

এ,আর রানা › বিস্তারিত পোস্টঃ

জানা থাকলে পড়ার দরকার নাই .... জানতে চাইলে পড়ুন,আশা করি পোস্টটি আপনাকে কিছু শিখাতে সাহায্য করবে ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১





একটা অনুষ্ঠানে গিয়ে একজন

ভদ্রমহিলা হঠাৎ হোঁচট

খেয়ে পড়ে গেলেন।

উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক

আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায়

তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন

এম্বুলেন্স ডাকার কথা বললেও

তিনি তাতে রাজি হলেন না।

সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার

করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন

তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।

অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই

তিনি উপস্থিত থাকলেন।

পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন

করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো-

তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক

করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন,

কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও

বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়।

অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন,

ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র

তিনটা মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন

স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোকহবার

তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,

তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায়

ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতেহবে কিভাবে স্ট্রোক চেনা যায়,

এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের

মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে চিনুন...

সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন

এবং জানুন! মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত

করা অনেক কঠিন হয়ে পড়ে।আমাদের

অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয়

দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন

ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে,

পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না,

কি অপেক্ষা করছে তাদের কাছের

মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার

উপায়, সহজ তিনটি প্রশ্ন

জিজ্ঞেসকরুনঃ S – Smile. রোগীকে হাসতে বলুন।

T – Talk. রোগীকে আপনার

সাথে সাথে একটি বাক্য বলতে বলুন।

উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।

R – Raise hands.

রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর

সমস্যাবা কষ্ট হয়, তৎক্ষণাৎ

দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান।

এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

(রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে,

রোগীকে বলুন তার জিহবা বের করতে।

যদি তা ভাঁজ

হয়ে থাকে,বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়,

সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই এই সহজ

ব্যাপারগুলো জেনে রাখি,

তবে আমরা একজনের হলেও জীবন

বাঁচাতে পারবো। সুতরাং,

আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!! :)

সংগ্রহীত

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

শজীব বলেছেন: আপনার এই পোষ্টটার জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৬

ভ্রমন কারী বলেছেন: +++++++

আপনাকে অনেক ধন্যবাদ আমদের সচেতন করার জন্য।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

হাবীব রহমান বলেছেন: ধন্যবাদ।।।।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.