নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাপটি মেরে বসে আছে আঁধার নিকষ কালো! খুব করে চাই জ্বালো তুমি জোনাকমাখা আলো! রাত বাড়ছে, হাজার বছরের সেই পুরোনো রাত! আজো স্বচক্ষে দেখিনি স্বপ্নের সেই শান্তির হাট!!

এমডি এআর মুবিন

শিক্ষাগত যোগ্যতা খুব খুব খুবই কম। মাত্র পঞ্চম শ্রেণী উত্তীর্ণ। তাই সবার কাছে করজোড়ে আবেদন করছি... কোনো ভুলক্রটি হলে দয়া করে শোধরিয়ে দেবেন। শুভ ব্লগিং।

এমডি এআর মুবিন › বিস্তারিত পোস্টঃ

আলতাঘেরা আলকাতরা!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

আমার কাছে এসেছিলো পৃথিবী!
তার পাঁজরে তাকিয়ে দেখলাম!
আবছা আবছা ঘোলাটে সবকিছু যেন!
বাস্তবতার কালো বায়োস্কোপে চোখ এলিয়ে
আমি দেখেছি পৃথিবীর পাঁজর!
সেখানে সভ্যতা- অসভ্যতা মিলেমিশে একাকার।
পৃথিবীটা আমার সঙ্গে কথাও বলেছে!
সেই স্বরে ছিলো ছলনা মেশানো হাসি!
অবশ্য হাসলে তাকে অদ্ভুদ সুন্দর লাগে!
সে স্বপ্নের আলতায় রাঙ্গিয়েছে আমার পা!
আলতার সেই রং ছিলো কালো!
ঠিক যেন আলকাতরা!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৯

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ সুন্দর লিখেছেন, ভাল লাগল। শুভ ব্লগিং।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৩

এমডি এআর মুবিন বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই। আপনার উৎসাহী মন্তব্যে অনুপ্রেরণার রসদ খুজে পেলাম।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০

রুদ্র জাহেদ বলেছেন: বেশ সুন্দর হয়েছে...শুভকামনা রইল
ব্লগে স্বাগতম

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪১

এমডি এআর মুবিন বলেছেন: ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.