নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাপটি মেরে বসে আছে আঁধার নিকষ কালো! খুব করে চাই জ্বালো তুমি জোনাকমাখা আলো! রাত বাড়ছে, হাজার বছরের সেই পুরোনো রাত! আজো স্বচক্ষে দেখিনি স্বপ্নের সেই শান্তির হাট!!

এমডি এআর মুবিন

শিক্ষাগত যোগ্যতা খুব খুব খুবই কম। মাত্র পঞ্চম শ্রেণী উত্তীর্ণ। তাই সবার কাছে করজোড়ে আবেদন করছি... কোনো ভুলক্রটি হলে দয়া করে শোধরিয়ে দেবেন। শুভ ব্লগিং।

এমডি এআর মুবিন › বিস্তারিত পোস্টঃ

জীবনখাতা...

২৫ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

জগৎটা হলো এক বহুমাত্রিক গোলকধাঁধাঁ,
জীবের জীবনখাতাটা নিত্যই দুই বাহুতে বাঁধা!
ভূল বলিনি একদন্ড,
এ যে বিধাতারই দেয়া ভালোমন্দ,
জীব মাত্রই জীবনখাতার মোহে অন্ধ।
ধীরলয়ে আমরা এগুই জীবনখাতার প্রতি বাক্য ধরে,
ক্ষণ বদলায়, পুরোনোরা ভেসে যায় অতীতের ক্রোড়ে।
জীবনখাতার প্রতি পৃষ্টে,
বহুরূপী শত রং সৃষ্টে,
সেই রং ছেয়ে যায় জীবের অদৃষ্টে!
কখনো চাঁদের কালোপিঠ নেমে আসে জীবনখাতায়!
হঠাৎ আবার জেগে ওঠে আলো মমতার জোৎস্নায়।
জীব জানেনা তো জীবন খাতার ভবিষ্য,
কতদিন বাকি জীবন হতে নিঃস্ব!
বিধাতা আঁকেন অদৃষ্টের সব দৃশ্য।
সবার জীবনখাতাতেই ওঁৎ পেতে থাকে কিছু গল্প,
কারো জীবনখাতা আঁধার মাখানো, কারো বা আলো জ্বলে স্বল্প!
একদিন হঠাৎ খুলে দেখি-
ভালোবাসা মেলেছে আঁখি!
জীবন যেন রঙ্গীন পাখি!
তার কিছুকাল পর চোখে পড়ে এক ছেঁড়াপাতা!
কয়েক পৃষ্টা হারিয়ে গেছে! আজো বেঁচে আছি নিয়ে জীবনখাতা।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: তার কিছুকাল পর চোখে পড়ে এক ছেঁড়াপাতা!
কয়েক পৃষ্টা হারিয়ে গেছে! আজো বেঁচে আছি নিয়ে জীবনখাতা।।


অনেক ভাল লাগল।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

এমডি এআর মুবিন বলেছেন: আপনার ভালোলাগার কারণ হতে পেরে আমি তো রীতিমতো উড়ছি, অগণিত ধন্যবাদ নিবেন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ:)

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯

এমডি এআর মুবিন বলেছেন: ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: পদ্য অনেক ভালো লেগেছে

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

এমডি এআর মুবিন বলেছেন: আপনার ভালো লাগাতে আমি আনন্দিত। শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.