নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাপটি মেরে বসে আছে আঁধার নিকষ কালো! খুব করে চাই জ্বালো তুমি জোনাকমাখা আলো! রাত বাড়ছে, হাজার বছরের সেই পুরোনো রাত! আজো স্বচক্ষে দেখিনি স্বপ্নের সেই শান্তির হাট!!

এমডি এআর মুবিন

শিক্ষাগত যোগ্যতা খুব খুব খুবই কম। মাত্র পঞ্চম শ্রেণী উত্তীর্ণ। তাই সবার কাছে করজোড়ে আবেদন করছি... কোনো ভুলক্রটি হলে দয়া করে শোধরিয়ে দেবেন। শুভ ব্লগিং।

এমডি এআর মুবিন › বিস্তারিত পোস্টঃ

দ্বৈতমুখোশ...

০২ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৬

আমি সভ্য আমি সভ্যতা,
আমি শিখেছি শোভিত সুশীলতা,,
আমি উদার আমি পরমত সহিষ্ণু,
আমি হিংস্রতার গলা চেপে ধরা সেই বিষ্ণু!
তুমি বর্বর তুমি বর্জিত,
তুমি বিবেকের আদালতে লজ্জিত!
তুমি উগ্র তুমি প্রেমঘাতী,
তুমি মীরজাফরের হাতে যেন নগ্ন চাপাতি!
আমি গর্বিত আমি বন্ধন,
আমি নিপীড়িতের আর্ত ক্রন্দন,,
আমি স্বাধীনতা আমি স্বপ্ন,
আমি চিরসত্যের পবিত্র মোহিত লগ্ন!
তুমি মিথ্যায় স্নাত চোরাবালি,
তুমি ধ্বংসের উল্লাসে দাও তালি,
তুমি পারবেনা কখনো রুখতে আমায়,
তুমি উড়ে যাবে মহাকালের ঘূর্ণি হাওয়ায়!
আমি সৃষ্টি আমি উচ্ছাস,
আমি "আমাদের" সভ্যতায় করি বসবাস,,
আমি শান্তির পথে ঘাটে চলি আমরণ,
আমি "তোমাদের" থামাবই,, এই দৃঢ় পণ!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মারুফ তারেক বলেছেন: তুমি মীরজাফরের হাতে যেন নগ্ন চাপাতি!

০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

এমডি এআর মুবিন বলেছেন: হুম, ধন্যবাদ

২| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

এমডি এআর মুবিন বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.