![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাগত যোগ্যতা খুব খুব খুবই কম। মাত্র পঞ্চম শ্রেণী উত্তীর্ণ। তাই সবার কাছে করজোড়ে আবেদন করছি... কোনো ভুলক্রটি হলে দয়া করে শোধরিয়ে দেবেন। শুভ ব্লগিং।
দুচোখের সামনে ব্যারিকেড আমার আজ
তুমি সেই আশাখোর!
গুলিয়ে ছিলাম আকাশের বাহুতে নীল
খাজকাটা সমুদ্দুর!
পাওয়া না পাওয়ার দোলনায় চেপে কত
কেটে গেলো দিনগুলো...
স্মৃতির ধমকে যখন হঠাৎ থমকে দেখি
জমেছে অনেক ধুলো!
এভাবেই কতকাল মহাকাল তুলে পাল
পাড়ি দেবো বাকি পথ,
ক্ষণিকের ধোঁয়াশায় জড়িয়েছি হতাশায়
জীবনের নানা জট!
অতীতের শবাধার ধুয়ে দিতে হাহাকার
প্রহর এসেছে ফিরে.
প্রতিজ্ঞা আমরণ ছুটবো যাবজ্জীবন
নব সূচনার তীরে!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩২
এমডি এআর মুবিন বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।