নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্ণব বড়ুয়া লিংকন

অর্ণব বড়ুয়া লিংকন › বিস্তারিত পোস্টঃ

আদর্শ ছেলে কবিতা নিয়ে এনসিটিবি আর কুসুমকুমারী দাশের কথপোকতন (রম্য)

০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

আদর্শ ছেলে কবিতাটির কথা মনে আছে সবার কুসুমকুমারী দাশের লেখা? ওই যে -
আমাদের দেশে হবে সে ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?

এবং, বাকি আরো দু’লাইন

মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
"মানুষ হইতে হবে" --- এই তার পণ,

কবিতাটি এখন পরিবর্তিত করে আমাদের গণ্যমান্য (NCTB) এর লেখকের সেটাকে নিয়ে এসেছেন সম্পূর্ন নতুন আঙ্গিকে-

আমাদের দেশে সেই ছেলে কবে হবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
এবং
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
"মানুষ হইতে হবে" --- এই তার পণ,

তো এটা যখন কুসুমকুমারী দাশের চোখে পড়লো কুসুমকুমারী দাশ লেখকগুলো স্বপ্নে এলেন..এবং ওদের কথপোকতন গুলো হয়েছিল ঠিক এভাবে-
কুদ্দুস আলী(কাল্পনিক): ম্যাডাম, আপনি হঠাৎ আমার স্বপ্নে এলেন কেন?

কুসুমকুমারী দাশ: কি করবো বল, তোমরা তো আমার কবিতাকে নতুন করে সাজিয়েছো, তাই জানতে এলাম এটা কেন?

কুদ্দুস আলী: আসলে ম্যাডাম আপনার কবিতাটা আমাদের এই যুগের সাথে খাপখাচ্ছেনা, আর বড্ডবেশী বেমানান লাগছে, তাই আমরা কবিতাটাকে একটু ঠিক করলাম।

কুসুমকুমারী দাশ: কবিতাটাতো আরও অনেকেই পড়েছে কই তারাতো এটা বেমানান বলেনি। ওটা পড়েও তো অনেকেই নিজেকে আদর্শবান হিবে গড়ে তুলেছে।

কুদ্দুস আলী: আসলে ম্যাডাম ওরা সবাই ছিল গভেট। এমনি পড়ার ছিল পড়ে গিয়েছিল কোন কিছুতো বুঝতো না।

কুসুমকুমারী দাশ: কাজটা যেহেতু করেই ফেলেছো পূর্নাঙ্গরূপে করতে পারতে, আমার নামটা তুলে দিয়ে তোমরা যারা এ্টার সাথে যুক্ত ছিলে তোমাদের নামটা বসিয়ে দিলে পারতে।

কুদ্দুস আলী: না, ম্যাডাম এটা করলেতো আমাদের অনেক সমস্যা তো। ম্যাডাম একটা কবিতাতেই যদি সব পরিবর্তন করে ফেলি অনেক সমস্যা হবে। আমরাতো আরো অনেক কিছু পরিবর্তনে হাত দিয়েছি তাই এই মুহূর্তে এটা করা ঠিক হবেনা। তবে চিন্তা নিবেন না ম্যাডাম আমরা আর কয়েকবছরের মধ্যেই পাঠ্য বইয়ের সবকিছুই নিজেদের মত সাজিয়ে নিব।

কুসুমকুমারী দাশ : ভালো থেকো তোমরা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.