নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

طالب العلم

আরোগ্য

HOPELESS LIFE IS NOTHING BUT A BURDEN

আরোগ্য › বিস্তারিত পোস্টঃ

রক্তে রঞ্জিত লাল

৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:৪০



বুলেটের বারিধারা আজ আমার সবুজ শ্যামল মার্তৃভূমিকে রক্তে রঞ্জিত করে দিচ্ছে,
বাতাসে আজ তাজা লাশের গন্ধ,
কলম থেকে আজ কালি নয় রক্ত বের হচ্ছে,
সেই রক্ত চিৎকার করে জানতে চায়, "আমার কি অপরাধ?"
ইতিহাস বারবার বলে দেয়,
জুলুম করে কেউ কখনো টিকে থাকতে পারেনি আর পারবেও না,
সন্তানহারা মায়ের আর্তচিৎকার স্রষ্টার দরবার অবধি পৌঁছে গেছে,
রাক্ষসী স্ফিংক্সের দৌরাত্ম বলে দেয় নিরস্ত্র ইডিপাস আসছে তার পতন ঘটাতে,
প্রতাপশালী ফেরাউন তার দোসরদের নিয়ে নিমজ্জিত হয়েছিল,
স্বজনহারা প্রতিটা মানুষের অশ্রু জমে সেই বিধ্বংসী সমুদ্রের আকার ধারণ করেছে,
দাম্ভিক আদ জাতি তার সমস্ত গর্ব গরিমা নিয়ে বাতাসে খড়কুটোর ন্যায় সমূলে নিপাত হয়ে গেছে,
চেয়ে দেখো পূর্বপুরুষদের ইতিহাস, মাটির দেহ মাটির সাথে মিলে ধূলিসাৎ,
আমি থাকবো না আর তুমিও চিরস্থায়ী নও এ জমিনের বুকে,
নমরুদ, হিটলার হারিয়ে গেছে মহাকালের অন্ধকার গহ্বরে,
কিন্তু আবু সাঈদ বারবার ফিরে আসবে,
নির্ভীক চিত্তে বন্দুকের নলের সামনে দু হাত প্রসারিত করে দিবে,
শ্রদ্ধা আর গর্বের সঙ্গে স্মরণ হবে চিরকাল,
ছিনিয়ে আনবে সাম্য আর স্বাধীনতার লাল সূর্য বারবার,
কষ্ট, যন্ত্রণা, ক্ষোভ, ক্রোধ জমে আজ অগ্নি স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে,
বিশ্বাস রাখো এ মাটির বুকেই বিচার হবে নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার নৃশংস অপরাধ,
আঁতকে উঠবে নরপিশাচ ও তার সহচরীদের প্রাণ,
লিখে রাখবে ইতিহাস, ঘৃণাভরে স্মরণ করবে এ দেশ থাকবে যতকাল।





মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মঈনউদ্দিন বলেছেন: আমাদের মাতৃভূমি যে কষ্ট, যন্ত্রণা, এবং অন্যায় সহ্য করে আসছে, তা এই লেখার প্রতিটি লাইনে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইতিহাসের সাক্ষী হয়ে আমরা দেখেছি, কোনো অত্যাচারই চিরস্থায়ী হয়নি। নির্যাতিত মানুষের আর্তনাদ সৃষ্টিকর্তার দরবারে পৌঁছেছে এবং অবশেষে অত্যাচারী শক্তির পতন ঘটেছে।

লেখাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমাদের নৈতিক দায়িত্ব। ইতিহাসের পাতা থেকে আমরা শিখেছি যে, অত্যাচার ও জুলুম করে কেউ কখনো টিকে থাকতে পারেনি। আমাদের সংগ্রামী চেতনা, আমাদের আত্মত্যাগ, এবং আমাদের নির্ভীক মনোবলই একদিন আমাদের স্বাধীনতা এনে দেবে।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৮

আরোগ্য বলেছেন: বিবেকের দংশন বড়ই যন্ত্রণাময়, সেই যন্ত্রণা থেকে খানিকটা রেহাই পেতে এই লিখার প্রচেষ্টা।

ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য।

২| ৩০ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৮

করুণাধারা বলেছেন: এ মাটির বুকে বিচার হবে নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার নৃশংস অপরাধ

অবশ্যই বিচার হবে। এই হাজার প্রাণ নিল, এদের একজনও কি কোন অপরাধে অপরাধী ছিল!! বিচারের অপেক্ষায় রইলাম।

কবিতা ভালো হয়েছে।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:২০

আরোগ্য বলেছেন: জানিনা আপা তবে এই লাইনটা আমার দৃঢ় বিশ্বাস থেকে লিখেছি। আমরা সেই সময়ের অপেক্ষায় সবাই।

৩| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৫

মেঠোপথ২৩ বলেছেন: পোস্টে + আরোগ্য। পুরা ফেসবুক এখন লাল।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:২২

আরোগ্য বলেছেন: এই লাল অগ্নি স্ফুলিঙ্গের লাল।

৪| ৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার লিখেছেন।

৩০ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৪

আরোগ্য বলেছেন: এইটুকুই আমি করতে পারলাম।

৫| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭

মুক্তা নীল বলেছেন:
আমরা এরকম নির্বিচারে হত্যাকান্ড দেখবো এদেশে কখনোই আশা করি নাই এবং তা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন দ্বারা । স্থাপনা গুলো ভেঙে ফেলা হয়েছে দেখে সরকারদলীয় লোকদের কি আহাজারি অথচ এই যে শত শত মানুষ মারা গেলো এর বিচার কে করবে ? দেখো মানুষ ঘরের মধ্যে থেকেও নিরাপদে ছিল না হেলিকপ্টার দিয়ে গুলি চালানো হয়েছে কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাবা যায় ?
ইনশাআল্লাহ এর বিচার অবশ্যই একদিন হবে ।

০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭

আরোগ্য বলেছেন: অনেক দিন পর মুক্তাআপু। ভালো আছেন বলাটা অপ্রাসঙ্গিক।

এদেশের উন্নয়ন হচ্ছে এসব স্থাপনা তাই এগুলোর ক্ষতিতে তাদের এতো আহাজারি। কত মানুষ না খেয়ে দিন রাত পার করে তা কখনোই লক্ষণীয় বিষয় ছিলো না।

আমি কিন্তু বিজয় সন্নিকটে দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ নিস্পাপ রক্ত বৃথা যাবে না।

৬| ০৯ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: "এ মাটির বুকেই বিচার হবে নিষ্পাপ প্রাণ কেড়ে নেওয়ার নৃশংস অপরাধ" - গণবিক্ষোভের মুখে ফ্যাসিস্ট সদলবলে পলায়ন করেছে বটে, তবে বিচার এখনো হয়নি, এমনকি সেভাবে শুরুও হয়নি। হয়তো পাপের পেয়ালাটা এখনো পূর্ণ হয়নি, তাই।

৫ নং প্রতিমন্তব্যে আপনি লিখেছেনঃ "আমি কিন্তু বিজয় সন্নিকটে দেখতে পাচ্ছি, ইনশাআল্লাহ নিস্পাপ রক্ত বৃথা যাবে না।" - আপনার দেখাটা মোটেই ভুল ছিল না। বিজয়ের একদিন আগেও যা হয়তো অনুমান বা প্রত্যাশা করা গেছে, কিন্তু স্পষ্ট দেখা যায়নি, চারদিন আগেই আপনি তা দেখে এই ঘোষণা দিয়েছিলেন। আসলে আবু সাঈদ হত্যার পরপরই নীরবে দানা বাঁধতে থাকা বিপ্লবের মোড় ঘুরে যায়, গণমানুষের মনে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হতে থাকে এবং স্ফূলিংঙ্গের ন্যায় তা ছড়িয়ে পড়ে দাবানলের সৃষ্টি করে। এই তীব্র ক্ষোভ দেশ বিদেশের অধিকাংশ বাংলাদেশী নাগরিককে বিরাজমান পৈশাচিকতা ও অপশাসনের বিরুদ্ধে দাঁড় করায়।

১১ ই আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭

আরোগ্য বলেছেন: তবে বিচার এখনো হয়নি, এমনকি সেভাবে শুরুও হয়নি। হয়তো পাপের পেয়ালাটা এখনো পূর্ণ হয়নি, তাই।
বিচার তো হবে অবশ্যই, ইহজনমে না হলে পরজনমে। জালেমের কোন ছাড় নেই।


বিজয়ের একদিন আগেও যা হয়তো অনুমান বা প্রত্যাশা করা গেছে, কিন্তু স্পষ্ট দেখা যায়নি, চারদিন আগেই আপনি তা দেখে এই ঘোষণা দিয়েছিলেন। সুরা নাসরের আলোকে আমি প্রায় পুরো নিশ্চিত ছিলাম। তবে এতো দ্রুত হবে তা কল্পনাতীত। ভেবেছিলাম আরো কয়েকমাস জুলুমের স্ট্রিম রোলার চলবে। আল্লাহ সহজ করেছেন। আলহামদুলিল্লাহ।

এই পোস্টে যে আবার কেউ আসবে তাও আশা ছিল না। আপনার মন্তব্য ও লাইকে প্রীত হলাম। অনেক ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.