![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
আগুন নিভে গ্যাছে
এমন বোধ থেকে গুটিয়ে নিলাম হাত
যে কোনো গল্পই জমে উঠতে পারে আকাশে
মৃত-পাখি অথবা বৃদ্ধ
অযথা এখানে রেখে যেয়ো না প্রথা
উষ্ণ তালুতে জেগে উঠে রেখা
হে বণিক, নষ্ট-হৃদয়ের মূল্য বাড়িয়ো না আর
শৈশব থেকে ক্রয় করো না সুতা
নিষিদ্ধ ঘুড়ি উড়ছে দ্যাখো একা একা
খাদ্য-গন্ধ অথবা বিছানার লোভ
ঘুমন্ত আমাকে শুনিয়ো না বিশুদ্ধ সামাজিকতা
রং দিয়ে মুছে দিই রং
একটি ক্ষুদ্র চিত্র দিয়ে ঢেকে রাখি পৃথিবীর মুখ
পোষ্য যে আমি ভেতরে ভেতরে গজিয়েছি নোখ
নিজেরই হৃদয় চিরে জেনেছি
নিভে যাওয়া আগুনের পাশে
বৃদ্ধরা জেগে আছে, বৃদ্ধরা জেগে থাকে...
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
সালাউদ্দীন খালেদ বলেছেন: হে বণিক, নষ্ট-হৃদয়ের মূল্য বাড়িয়ো না আর
শৈশব থেকে ক্রয় করো না সুতা
নিষিদ্ধ ঘুড়ি উড়ছে দ্যাখো একা একা