নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

ইছারা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

I can’t borrow your heart, anymore!

Ichara, do you know

How I’m digging my soul for your grave?



নিজেকে গুছিয়ে রাখছি বেশ

দিন কেটে যায় আলো ও সন্ধ্যায়

ঘরে ফিরে আসি রোজ

কেন না আমার কন্যারা ঘ্রাণ চিনতে শিখেছে

বুকের মধ্যে মুখ ডুবিয়ে বলে

'কী সুন্দর গন্ধ!'

এমন অদ্ভুত সময়, কেমন চমকে ওঠে বেঁচে থাকার লোভ

ইছারা, তুমি কি টের পাও

কীভাবে হয়ে উঠছি আমি আত্মার প্রিয়জন



এ বছর অনেক বকুল ঝরে ছিল

আমাদের প্রিয় গাছটা এতটাই বড় হয়েছে যে

ঘরের মধ্যে ঢুকে পড়তে চায় যখন-তখন

আমি বারণ করতে পারি না এই সরল অত্যাচার

সবুজের স্রোতে যদি না ভাসে প্রাণ

আমি তো জেনেছি আজীবন

সুদৃশ্য মূর্তি সেও হয়ে উঠে অধিক নিষ্প্রাণ



এ বড় অনাচার

বসে থাকো আনমনে আর কথা বলো অকারণ

নিজেকে বোঝাতে গিয়ে উজ্জ্বল হাসির রং

ইছারা, কন্যাদের মুখের দিকে তাকিয়ে থাকি অপলক

আর পুনরায় ঝলসে উঠা তোমার বিকিরণ

এক পশলা বৃষ্টির পর প্রিয় মুখ

জানালার পাশে গাঢ় উষ্ণ আমার এক জীবন



তুমি ঘুমিয়ে থাকো আকাশের গায়ে

কচি কচি পা মাড়িয়ে যাক ঘাস

হলুদ স্বপ্নে যদি কখনও ঢেকে যায় পথ

আমার মতো তুমিও বলো তাদের

'পাখিকে ঈর্ষা করো, প্রাণ-স্পন্দন'



রোজ তারা গল্প শোনো রাজকন্যার

রোজ ঘুরে আসে রাজপ্রাসাদ

কোনো এক রাজপুত্রের বাঁশীর সুরে তোমার জেগে উঠা

এই স্বপ্ন দিয়ে তারা ঘুম সাজায়

তোমার হাত ধরে দখল করছি সিংহাসন

ইছারা, আমার কন্যারা তোমার মতোই বলে

'এ্যাই শোনো, রাজপুত্তুর'



আমাদের পাহাড়-স্বপ্ন থেমে যায় না কখনও

নোনা-জল নতুন করে ফিরে পায় স্বাদ

ইছারা, কন্যাদের দিকে তাকিয়ে শান্ত হয়ে উঠি ভীষণ

নিজের গন্ধ থেকে পুনরায় চিনে নিই তোমায়

আর যতবার ভুলে যাই ডানার আচরণ

তোমারই কল্পনা দিয়ে সাজাতে থাকি

রাত ও বিছানার আভরণ



আলো ক্ষয়ে আসে, থেমে যায় পথ

ঝির ঝির ঝরে যায় তুষারপাতের রং

ঘুম নয় ডুবে থাকি ভ্রমে

জলের প্লাবন আর আঁধারের ভয়

ইছারা, তোমার সন্তানের ভ্রুণেরা নষ্ট হবে বলে

ভীত, আমি ও তারা ডুকরে উঠি একসাথে

তোমারই গর্ভ-গভীরে





১৪.০২.১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.