![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
সাপের আহার ফুরালো
এখন নিশ্চিন্তে ফেরা যাবে কুটিরে
আহা, পায়ে পায়ে ফিরে আসা ভয়
নিজেরই ঘরে পোষ্য যেন একটি নির্দয় কাক
স্বপ্নে তুমি কোন হাতে খাও
এমন তুচ্ছ প্রশ্নও আজ হয়ে উঠে শিকারী
ঐ তো হরিণের দেশ
ঘাসে ও রোদে ভরে উঠল মন
বৃক্ষ-সংগীত এইবার তুমি ফিরে যাও তীরে
ধরা পড়া মাছেদের বলো; চোখ বন্ধ করো
শোনো, জেলে ও জালের শব্দে মুখর পৃথিবী
আর ভাষাহীন ত্বক
বস্তুত, সমস্ত শর্তই আজ জলীয়
ভুল বাসনার কলসে পাথর নিক্ষেপ করো না কেউ
পাখি, পাখি করে যে নারী খাঁচার দুয়ারে নামাল হাত
আহা, পোষা কাক পরম উল্লাসে ঈশ্বর ঈশ্বর বলে
বাড়াল সাপের আহার
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো। কবি।