![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
(কেউ না কেউ জানে,
কোন কেশবিন্যাসে আমি হয়ে উঠি বিষধর সাপ)
লাল, এমন শব্দ থেকেও মুছে গেল রং
এত যে রোদ শাখায়, শাখায়
প্রিয় কাক, আজ তবে মাংসের দিন
ঠোঁটে ও ত্বকে মেখে নাও আমিষের রস
ঐ চুল হাওয়ায় উড়িয়ো না আর
ফিরে এলে বিষন্ন কাক
কে থামাবে বলো প্রখর মাংসের স্বাদ
আরও ঋতুবতী হও
আরও ডুবে যাক ত্বক রক্ত ও নেশায়
কৃষ্ণপক্ষ এলে আমিও ডাকব নেশাতুর চাঁদ
যদি ভুলভাবে জেগে যায় ক্ষুধার্ত কাক
প্রিয় তুমি রেখে যেয়ো ফসলের দাগ
বিভা, বিভা বলে চমকে উঠে ঘুম
উষ্ণ-পক্ষ থেকে ধেয়ে আসে মাতাল প্রলাপ
এত যে বাজছে সুর নেশা ও মায়ার
ক্ষণিক ঝলছে উঠা কামনার দাঁত
হায়, শরীর ছেড়ে বেরিয়ে আসা কাকেদের রব
‘ছিল, ছিল,
পরকালেও ছিল, এই কেশবিন্যাস’
২১.০৪.১৩
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৯
অ রণ্য বলেছেন: ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩
সায়েম মুন বলেছেন: ভাললাগা রইলো কবি।
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৯
অ রণ্য বলেছেন: ধন্যবাদ মুন
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: কেউ না কেউ জানে,

কোন কেশবিন্যাসে আমি হয়ে উঠি বিষধর সাপ
অসাধারন! কাক সিরিজের অন্য লেখাগুলো পড়তে হবে!
আপনি অনুসারিত!