নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জড়তার কাব্য শুনি, ক্লীব লিঙ্গ বলিয়া কিছু নাই

অ রণ্য

পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর

অ রণ্য › বিস্তারিত পোস্টঃ

কাক সিরিজ - ২৮

৩০ শে মে, ২০১৩ বিকাল ৪:২৬

নরক থেকে ফিরে আসার পর

আমি নতুন করে এঁকেছি তোমার মুখ

রক্ত ঝরতে থাকা গাছের নিচে

পড়ে থাকা মানুষের আধখাওয়া লাশ

আহা সুখ, কাকের সুখ



ফিরে পাওয়া নতুন পৃথিবী, দানবীয় সংসার

সারাদিন বাজে বাদ্যযন্ত্র, কাকের চিৎকার

ভয় পেয়ে আমি যতবার বলি

‘উড়ে যা তুই নির্মম, কদাকার’

ততবার দেখি ছায়ার শরীরে

জীবন্ত মানুষের হাড়



নিশানা থেকে সরে সরে যায় শুভ্র পাখি-দল

অসহায় আমি, কাকের বাসায়

আধ-খাওয়া পিশাচ



২৯.০৫.১৩

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:০৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রতিবাদী কণ্ঠস্বর,,,,,,,,ভাল লাগা লেখায়

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ লায়লা.......

২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম!

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৪৭

সায়েম মুন বলেছেন: চমৎকার।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৬

অ রণ্য বলেছেন: ধন্যবাদ মুন

৪| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

শব্দহীন জোছনা বলেছেন:

অসহায় আমি, কাকের বাসায়
আধ-খাওয়া পিশাচ

ভয়ংকর উপমা...

৫| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২১

অ রণ্য বলেছেন: হা, তেমন-ই বটে.....
'কাক', বোধ করি সবচেয়ে বিশাল অর্থবাহী এক সিম্বল
আমি ক্রমশঃ এর মধ্যে হারিয়ে যাচ্ছি, যেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.