![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
যায় কি ভোলা সহজেই শরীরের দোষ
কাটলে বেরিয়ে আসে সুধা
এ তবে গাছেরই দোষ
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে বুকের কাঁটাতার
এক পাখি উড়ে গেলে এক-বন-বৃক্ষে
ফলের চোখে তাকিয়ে থাকে ফলেরই লোভ
ও হে পাখি,
তোমার সীমানা থেকে যায় কি দেখা বিধাতার চোখ
মন থেকে বারবার ঝরে গেলে মন
তাহাকে যায় না দেয়া ফসলের দোষ
এক পাখি একবার-ই ভুলেছিল শপথের লোভ
কোঠরে জমানো ক্ষুধা
আকাশ ছুঁতে চায় জিভের ডগা
যতবার বলি,
তুমি কি কখনও পাখি মেনেছিলে পোষ
শরীর উগড়ে দেয় শরীরের ছায়া
ব্যথা উপশমকারী মাংসের ক্ষুধা
অসংখ্য মৃত জোঁক
অরণ্য
ঢাকা, বাংলাদেশ
২১.০৯.১৩
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য
ভাল থাকুন
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা।
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ মুন
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১
রেজোওয়ানা বলেছেন: ভাল লাগছিল পড়তে----
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর কবিতা! ভাল লাগা রেখে যাচ্ছি!