![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
পুরোনো সেই অসুখের ভয়ে
সারাদিন খুঁজেছি রূপ ফুলের বাজারে
রোজ রোজ তোমার কথা ভেবে
দোকানি গড়েছে সংসার আমারই ঘুমে
বিছানার একপাশ রোগমুক্ত হলে
ভুলে যাই অন্যপাশ মহামারি অসুখে
তুমিও উড়িয়েছ কাক সীমানা ছাড়িয়ে
আচমকা এই প্রশ্ন ছুঁড়ে
শহরের সব ফুল ঝরে যায় ফুলের গভীরে
কাক-কে বলেছি আরেক জন্ম পেলে
তোমাকে ফিরিয়ে দেব হাত শিশুর আদলে
অতঃপর বাজারে বাজারে
যখন ফিরবে কেউ রূপের অসুখে
বলব তাকে দোকানির বেশে
অযথা এইসব পথ্য ভেবে
কেন আর বাড়াবে পাপড়ি হৃদয়ের মৃত ফুলে
মানুষ সুস্থ হয় কেবল কাকের মাংস খেলে
২৬.০৯.১৩
ঢাকা, বাংলাদেশ
©somewhere in net ltd.