![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
যে বেলুনগুলো রংহীন
মৃত্যুযন্ত্রণা থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে মায়াবী বেলুন...
যারা আজ তুলেছে সুর কুঠারের ঐ ঝড়ের বাগানে
আমি তাদের বলছি সৈনিক
বিদঘুটে উল্কি ভালবেসেও হেসেছে
কোথা থেকে উড়ে আসে এইসব অসংখ্য নীলমাছি
যে তুমি হাত বাড়ালেই এখনও নেমে আসে আকাশের সিঁড়ি
সে তুমি জানো না কীভাবে নিজেরই লাশ কাঁধে
দাঁড়িয়ে থাকে মূর্তির শরীর
বোবা-উল্কি সেও কেঁদে ওঠে ত্বকের গভীরে
তোমাকে শুধু এই বলতে পারি আজ
পোষা বেড়ালটা এখন ইঁদুর মারতে শিখেছে
আমি তাকে কিনে দিয়েছি যাদুর দাঁত, অলৌকিক ছুরি
রাত কতো উজ্জ্বল হয়ে হেসে ওঠে ওর চোখের তারায়
আর আমি কারও অচেনা নিঃশ্বাসের পাশে শুয়ে থেকে
হয়ে উঠি বিরাট অজগর সাপ
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ এহসান
২| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৬
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর ।
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
এহসান সাবির বলেছেন: ভালো লাগল।