![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
অতএব বলা যেতে পারে
আমিও কাটিয়েছি জীবন কুকুরের ছন্মবেশে
সচকিত ক্ষুধা আর বিশ্বাসী ঘুম
পালিত জিভ এভাবেই নেমে আসে যেন
পথ ও পায়ের ক্ষতের দিকে
শহরে কখনও বাঁশির সুর ভেসে এলে
শিকারী চোখ নরম আলোতে
ঝলসে উঠে দ্রুত ইঁদুরের গর্ত দেখে
শস্য-লোভী আগুনের চারপাশে
অযথা হাসাহাসি শেষে
বণিকেরা ফিরে যায় আদিবাসি গৃহে
শোনা যায় কখনও কখনও এমন
মানুষে ভুগবে না আর ঘুমের অসুখে
শহরে আবার বিড়াল ফিরে এলে
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ লায়লা
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
কিবরিয়াবেলাল বলেছেন: ভাল লাগেলা। অামােদর ভুল - অামােদর ৈবির সমেয়র কারণ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: অতএব বলা যেতে পারে
আমিও কাটিয়েছি জীবন কুকুরের ছন্মবেশে
মুগ্ধপাঠ!
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল লিখেছেন,,,,,,,,,,,,,,লেখায় মুগ্ধতা