![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
এমনও তো ঘটে
উৎকীর্ণ হয়ে, নিজেরই শব্দ শুনি নিজের ভেতরে
ক্রমশ ফিরে আসা হৃদয়ের রাত
প্রতিটি দীর্ঘ অমাবস্যা শেষে
তোমাকে মনে হয় মেধাবী ফুল
ফুটে আছো উজ্জ্বল রাতের দু'দিকে
এমন তীর করো না নিক্ষেপ নিজের শরীরে
ব্যথা ভুলে কাঁদবে তুমি পাখিদের শোকে
দু'একটি কথা যদি ফিরে আসে তীরে
নিজেকে দেখো তুমি মূর্তি শরীরে
নিজেকে শোনাও তুমি মাছের বয়ান
আহা, এমনও তো ঘটে
বিষাক্ত হয়ে উঠি নিঃশ্বাসে, বিশ্বাসে
আধোঘুমে চুপচাপ পাথরের প্রাণ
যতবার আঙুল ঠেকে নিজের আঙুলে
চমকে উঠে সরে যাই শরীরের দূরে
১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:০৩
অ রণ্য বলেছেন: ধন্যবাদ পাঠপ্রতিক্রিয়া জানানোর জন্য।
২| ১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: যতবার আঙুল ঠেকে নিজের আঙুলে
চমকে উঠে সরে যাই শরীরের দূরে
নির্মম ।
১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:০৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬
হিমেল হাসান কাগজের খেয়া বলেছেন: খুব সুন্দর লাগলো । ধন্যবাদ
১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ হিমেল
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !