![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
এ কেমন দীর্ঘ নদীর ওপারে
উজ্বল এক মাছের হৃদয়ে
সারাক্ষণ বসে থাকো তুমি
আহত পালক আর সুগন্ধ ছড়িয়ে
হলুদ হয়ে আসা ঘাসের জীবনে
কোথাও শত্রু এক সবার অগোচরে
সারাদিন মন্ত্র পড়ে শরীরের ঘেরে…
খোলা জানালায় ঢেউ তোলে নদীর অসুখ
আমাকে যায় না দেয়া হৃদয়ের দোষ
যতবার ফিরেছে পাখি খুনীর হৃদয়ে
আরেকটু উজ্জ্বল হয়েছে জলের জীবনে
বহুযুগ নিষ্প্রভ থাকা মানুষের মুখ
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:০০
অ রণ্য বলেছেন: ধন্যবাদ শরৎ দা
২| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:১৭
বৃতি বলেছেন: সুন্দর !
১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:২৬
অ রণ্য বলেছেন: ধন্যবাদ বৃতি
৩| ১৬ ই জুন, ২০১৪ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর !
১৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫০
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি
৪| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৫
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: চমৎকার উপমা, গভীর অনুধাবন। সুন্দর কবিতা!
১৬ ই জুন, ২০১৪ রাত ৯:৫১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য
৫| ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো আপনার লেখা । শুভেচ্ছা
১৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
৬| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৯
ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: দূর্দান্ত,,,,,,,
১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ ইশতিয়াক
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৪ সকাল ১০:৫১
শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।