![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
যতই বলি না কেন, এ বিষয়টি আমাদের কারও পক্ষেই বিন্দুমাত্র অনুধাবণ করা সম্ভব নয় যে, যখন কোনো ব্যক্তি বা জাতী নিজ দেশেই উদ্বাস্তু ও অসহায় হয়ে পড়ে, এবং সুদীর্ঘ সময় ধরে অত্যাচার, নিপীড়ন ও হত্যার স্বীকার হয়। প্যালেস্টাইনীদের নিজস্ব লড়াই তথা গাজার সার্বিক পরিস্থিতি আমরা কেবল ছবি দেখে বা খবর শুনে বুঝতে সম্পূর্ণরূপে অক্ষম, আর তাই হয়ত আমাদের এত দীর্ঘ সময়ের সার্বিক আন্দোলন তথা মানবিক অবস্থান আজ অব্দি পূর্ণ মাত্রা পেল না। ধর্মীয় যুদ্ধ বা জিহাদের আড়ালেই যেন ক্রমশঃ একটু একটু করে ঢাকা পড়ে গেল প্যালেস্টাইনীদের অধিকার ও সকরুণ মানবিক আর্তি। ধর্ম নয়, বরং ন্যায্য অধিকারের দাবিতে আমরা যদি শীঘ্রই এক হতে পারি, তবে একটি দেশ যত ক্ষমতাশালীই হোক না কেন, তা সে আমেরিকাই হোক কিংবা ইসরাইল, তার পক্ষে টিকে থাকা অসম্ভব।
এই অনবদ্য ডকুমেন্টরিটি হয়ত আপনাকে কিছুটা হলেও সহায়তা করবে গাজা বাসীদের সত্যিকার পরিস্থিতি উপলব্ধি করতে, এবং সকল সচেতন মানুষকেই বলব, ধর্মীয় অবস্থান থেকে নয়, বরং মানবিক ও অস্তিত্ব সংকটের লড়াইয়ের অবস্থান থেকে ফিলিস্তিনীদের সাপোর্ট করুন, তাদের পাশে দাঁড়ান, কেন না এটা তাদের মাতৃভুমি এবং প্রতিটি মানুষের নিজ দেশে নিরাপদে বেঁচে থাকবার অধিকার আমরা কেউ কেড়ে নিতে পারি না।
০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯
অ রণ্য বলেছেন: অবশ্যই
২| ০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
স্বপ্নবাজ অভি বলেছেন: ধর্মীয় যুদ্ধ
বা জিহাদের আড়ালেই যেন ক্রমশঃ একটু একটু
করে ঢাকা পড়ে গেল প্যালেস্টাইনীদের অধিকার ও
সকরুণ মানবিক আর্তি।
এটাই মূল কথা!
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:১৪
অ রণ্য বলেছেন: আমার তা-ই মনে হয়েছে__!!
৩| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১০:১২
বাংলাদেশী দালাল বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
০৪ ঠা আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬
অ রণ্য বলেছেন: দেখুন ভাল লাগবে।
৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১১:১৭
ছণ্ণ্ ছাড়া বলেছেন:
০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৬
ফেরদাউস আল আমিন বলেছেন: তাদের সংগ্রাম বৃথা যেতে দেয়া যাবে না।
http://youtube.com/o2gtg2f5N98