![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
।। শকুন স্মৃতি ও অন্যান্য ।।
উপরে উঠতে ভয় করে
ক্রমশঃ প্রবল হতে থাকা শেকড়ের টান
কিছু কিছু সত্য জমা হয় মাটির গভীরে
প্রত্যহ এ কেমন শোকে
হৃদয় কণা বাষ্পীভূত হয় ত্বকের অগোচরে
কোনো ছায়াই যায় না বৃথা শুদ্ধ বাতাসে
চিরচেনা মুখের মতো মুখ একটু একটু করে
নিজের মুখের মতো নিষিদ্ধ হয়ে উঠে
সত্য জানার পর আমিও থাকতে চেয়েছি মাটিতে
অথচ ভারী হয়ে উঠা মাথার আকার
কবর স্বপ্নে বিভোর মানুষের দল
নিজেরই লাশ কাঁধে ফিরে ফিরে আসে
কালো মুদ্রার মতো হয়ে উঠে ত্বক
শুদ্ধ ধোয়ায় আড়ালে তীক্ষ্ণ হয়ে উঠা নখের প্রকার
এমন সময়ে নিচে নামতেও ভয় করে
পা পিছলে আয়ু বেড়ে যায় অনেক
তবুও ডাকতে থাকে প্রাচীন ত্বক
তবুও সজাগ হয়ে উঠে রাতের বেড়াল
কুকুর বিশ্বাসী প্রভুর মতো আমিও নিশ্চিন্ত মনে
দরজা খুলে দিয়ে
মাথার মধ্যে বাস করা শকুনটিকে বলি
জেগে থাকো, নতুন লাশেরা দুর্গন্ধ ছড়াবে
মাঝে মাঝে এমনও ঘটে
ধাতব পশুর মতো কবর খুঁড়ছি নির্বিকার মনে
যেসব শিশুলাশ আমি রাখতে দিইনি কবরে
রোজ তারা উড়ে বেড়ায় বিপথগামী দিকে
অনাকাঙ্খিত মড়কে উজাড় হয়ে যাওয়া গ্রাম
প্রিয় শরীর তোমারই ভয়ে
তোমাকেই ঢেকে রাখি নিত্য-নতুন ত্বকে
এভাবে একটু একটু করে
নিজেকে ক্ষয় করি দীর্ঘ হয়ে আসা জিভে
রোজ রোজ নিজেকে চিনে ফেলার ভয়ে
সজাগ পাহারায় জেগে থাকি শকুনের বেশে
যতদূর ঘুরে আসে দৃষ্টি অনেক উপর থেকে
প্রতিটি উর্ধ্বগামী ভীত মানুষের দল
নিজেকেই ছো মেরে তুলে নিয়ে যাবে বলে
কেমন দ্রুত লুকাতে থাকে মস্তিষ্ক কবরে…
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২
অ রণ্য বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
কালো মুদ্রার মতো হয়ে উঠে ত্বক
শুদ্ধ ধোয়ায় আড়ালে তীক্ষ্ণ হয়ে উঠা নখের প্রকার
এমন সময়ে নিচে নামতেও ভয় করে
পা পিছলে আয়ু বেড়ে যায় অনেক
তবুও ডাকতে থাকে প্রাচীন ত্বক
সুন্দর +++
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬
অ রণ্য বলেছেন: ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়া জানাবার জন্য
৩| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০
অ রণ্য বলেছেন: ধন্যবাদ অভি
৪| ১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২০
In2the Dark বলেছেন: এই নাদানের বুঝতে কষ্ট হলো। আমার জন্য একটু খুলে বলবেন কি।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭
অ রণ্য বলেছেন: সমসাময়িক কবি মূলতঃ পাঠ অভিজ্ঞতার ব্যাপার, সুতরাং এই বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে অপারগ।
৫| ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।
১৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৪
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি
৬| ১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৮
বৃতি বলেছেন: কবিতায় ভাল লাগা।
১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
অ রণ্য বলেছেন: ধন্যবাদ বৃতি
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷