![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
।। যৌন-রাশি ।।
শেষবার হাত গণনা শেষে
গণক বলেছে ভীত হস্তরেখা জুড়ে
এ কেমন ঘুমন্ত সাপ মায়ার বাঁধনে
দু’একটি অস্পষ্ট রাশির কারণে
হাত বিষাক্ত হয় আঙুল ছোবলে
যতই আগলে রাখি না কেন বিষের প্রকার
ক্রমশঃ দীর্ঘ হতে থাকা যৌন যাদুতে
তোমাদের বিদ্ধ করে ছোরা নিঃশ্বাসে-প্রশ্বাসে
আহা, বার মাস ঝুলে থাকা প্রেমের আকাশ
উলু দিয়ে জাগিয়ে তোলে পূজোনীয় সাপ
এ কেমন পঞ্জিকা তোমার ও হে ঋষীবর
হাত নয় কপালে লেখো যৌন রাশিফল
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৩
অ রণ্য বলেছেন: ধন্যবাদ ভায়া পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
অন্যরকম এবং সুন্দর ! ++
ক্যামন আছেন ভ্রাতা ?
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪
অ রণ্য বলেছেন: কুশলে আছি ভায়া
আপনি কুশলে তো______???
ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়া জানানোর জন্য।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভাই ক্লাসিকাল হইছে। ++++++
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৩
অ রণ্য বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
বাংলার পাই বলেছেন: চমৎকার লিখেছেন।++++++++
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২১
পার্সিয়াস রিবর্ণ বলেছেন: বেশ ভালো হয়েছে ....
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগলো ।