![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
'নিজেকে মনে হয় পাপীষ্ঠ অধিক'
এমন কিছু ভয়ে
পালকে লাগিয়েছি ভিন্ন রংয়ের ডানা
অন্য পাখিদের ঢঙে
বস্তুত, এমন আশা নিয়ে
প্রতিদিন নিজেকে করেছি ক্ষমা
মানুষ নয় বিধাতার অসুখে
‘একদিন সরাসরি আকাশের দিকে
সার বেঁধে উড়ে যাবে পৃথিবীর কাক’
কোন ফুল রোজ ফোটে নিজের ভেতরে
ঘ্রাণ ভরে নুয়ে আসা ঘুমন্ত হৃদয়
ঘর নয় সুবিশাল গাছ থেকে দূরে
কেন বারবার চিৎকার করে উঠে
‘সাপ সাপ সাপ,
পৃথিবীর ওপারেও ছিল ভিন্নরূপী কাক’
হয়ত সবকিছু সত্য হবে কাকেরই রূপে
হয়ত সব পাখি একদিন হয়ে যাবে কাক
তবুও তো ক্ষীণ এই আশার পথ ধরে
দু’একটি বিশুদ্ধ আলোর কণা পাখিরই রূপে
উড়বে চিরকাল হৃদয় আকাশে...
২২ শে মে, ২০১৫ রাত ১২:২১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ জানাচ্ছি
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:২১
ডেড আকাশ বলেছেন: হয়ত সবকিছু সত্য হবে কাকেরই রূপে
হয়ত সব পাখি একদিন হয়ে যাবে কাক
তবুও তো ক্ষীণ এই আশার পথ ধরে
দু’একটি বিশুদ্ধ আলোর কণা পাখিরই রূপে
উড়বে চিরকাল হৃদয় আকাশে...