![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
এ কেমন অসুখের মাঝে
রাত-দিন গলা শুকিয়ে আসে
চারিদিকে অযথাই ঘুরে ঘুরে
ফিরে আসে অলস কোনো ছায়া
উত্তপ্ত এক শরীরের পাশে
সামনে রাখা শূন্য গ্লাসের মাঝে
একটু একটু আঁধার জমা হলে
দু’এক ঢোক গিলে নিই তৃপ্তি সহকারে
তোমার চোখ দেখে সুস্থ হবার ভয়ে
ঘোর লাগা মানুষের ভীড়ে
নিজেকে ঠিক চিনতে পারি না বলে
বারবার বেঁধে রাখি সবুজ সুতার মাথা
নিজেরই প্রথম ছায়ার হাতে
চোখ তুমি কোন ফুল দেখে
এমন আঁধারেও ঝলসে উঠো বিজলী চমকে
যাকে ভাবলে চিরসুন্দর আলোকলতা
সে কী কখনও জড়াবে তোমায়
মৃত্য-বিন্যাসে
২২ শে মে, ২০১৫ রাত ১২:২১
অ রণ্য বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগা ।
শুভ নববর্ষের শুভেচ্ছা ।