![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
।। আধখানা চোখ ।।
আমিও কি নষ্ট পাখির মতো
তোমার সীমানা থেকে উড়ে গেছি দূরে
রঙিন মাছ আর মাংস-প্রদীপের দেশে
ত্বক থেকে সরে যায় ক্ষত শত শত
একটি বিষাক্ত জীবাণু বয়ে সকালের রোদ
ক্লান্ত, আহত কোনো অন্ধের চোখে
হয়ে উঠে এক ফোঁটা নিষিক্ত সুখ
এই পথ দিয়ে রুগ্ন পথিক যত
পাথর নয় হৃদয় নিক্ষেপ করে
প্রতিবার শয়তানকে জানাতে ঘৃণা
বিধাতার ডানা হয়ে আসে ছোট
চারিদিকে বাড়তে থাকে উজ্জ্বল ক্ষত
যতই আগলে রাখি ফসলের পাপ
ত্বকের গল্প শুনে অসহায় পশু
ত্বকের গভীরে খোঁজে ত্বকের আঁধার
এমন ভুবনে সব মাংসের স্রোতে
অকাতর ভেসে চলে শরীর পাড়ি দিতে
আয়ুর সামনে এসে পৃথিবী এমন
আধখানা চোখে বাঁচে শুধু পাখি-রোগ
২| ২৫ শে মে, ২০১৫ রাত ১১:৫৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ভালোলাগা ।
৩| ৩০ শে মে, ২০১৫ রাত ৮:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লিখেছেন ভ্রাতা, সুন্দর...।
ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ রাত ১১:২২
হাসান মাহমুদ ডিজি বলেছেন: চমৎকার লিখেছেন।