![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
।। মন্ত্রবিদ্যার মতই এইসব শোক ।।
এই রূপ ফিরে পেলে তুমিও হয়ে যাও পাখি
এত দূরদেশে মেঘেরা আসে না বলে
মাঝে মাঝে প্রলম্বিত কামনা-অসুখে
একটি লোভনীয় ফলের দিকে
ছুঁড়ে দিই রুগ্ন পুরুষের হাসি
চারিদিক থেকে ধেয়ে আসে লক্ষ্যভ্রষ্ট তীর
ভয় নয়, আহত হবার লোভে
অগভীর সব রাত্রির মাঝে
একটি অলীক তীর শরীর ভেদ করে গেলে
নিষ্ঠুর কোনো জীবন-খোরের মতো
নিজেকে খেতে খেতে বাঁচি...
যাদু নয়, নিতান্তই আলো থেকে দূরে
ফুলের গন্ধে মৃত প্রজাপ্রতিরা জাগে
ভুল ভ্রুণ, ভুল সঙ্গমে
একটি পুরুষ যদি রূপক আয়না থেকে
ক্রমশঃ সরে আসে শরীরের দিকে
তুমি কি তখন উর্বর নারীর মতো
মাটিতে রেখে যাবে পাখিদের রাত
অতি উচ্চ দৃষ্টি রেখা থেকে
কে কাকে অধিক স্পষ্ট দেখে
যত ক্ষীণই হয়ে আসুক না কেন আয়ুর আকার
তোমাকে চিরকাল ছুঁয়ে যাবে প্রকৃত পুরুষের পাপ
২৫.০৬.১৫
২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১২:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: সুখপাঠ্য কবিতায় ভালোলাগা জানবেন!
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২২
আহমেদ জী এস বলেছেন: অ রণ্য ,
অরণ্যের মতোই গভীর ভাবাবেগ ।
যত ক্ষীণই হয়ে আসুক না কেন আয়ুর আকার এই লাইনটি অনেক সুন্দর......