![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসরযে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছোআরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণগাগল, পাগল আমি রাত-দিন বসে টানিযাদুর ঝালর
।। ঘুম ও ছায়া বিভ্রাট ।।
প্রতিদিন চুপচাপ নিজের আড়ালে
আমি নই পাখি এক নিজের ভেতরে
একটানা উড়ে চলে ছায়াপথ ধরে
পৃথিবী নয় এমন কোনো পৃথিবীর দিকে
একটি একটি পালক ঝরে ঝরে পড়ে
চারিদিকে শুনসান নিঃস্তব্ধতা জুড়ে
অজানা ভয় আর ডানার শব্দ ছাপিয়ে
এ কোন তুমি কাঁদতে থাকো মানুষের বুকে
আমচকা ঢুকে পড়া আঁধারের পথে
দু’একটি প্রিয় ঋতু হঠাৎ বদলে গেলে
সন্দিগ্ধ হৃদয় হতে সুষম দূরে
একটি বিশাল ছায়া ক্ষীণ হতে হতে
কেমন মিশে যায় করুণ আকাশে
প্রতিদিন এভাবে নিঃস্ব হতে হতে
নিজেকে যায় না শোনা অতি নিকটে
ডানার শব্দে বিভোর অনন্ত আকাশ
অনেকটা নেমে আসে বুকের ভেতরে
নিজের শরীর হতে ভিন্ন শরীরে
হয়ত মানুষ বাঁচে পাখির প্রকারে
নিজস্ব ঘুম আর ছায়াসুখ ভুলে
একটি বিবর্ণ পাখি হঠাৎ ফিরে এলে
মানুষ চমকে উঠে পাখির শরীরে
©somewhere in net ltd.