![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ইংরেজী সিনেমার ডায়লগে হয়তো কখনো শুনেছি, কেউ কথার মধ্যে বলেছে - 'নো পান ইন্টেনডেড'; অর্থাৎ কোনও 'পান' তিনি বোঝাতে চান নি। আসলে এই 'পান' জিনিসটা কি?
এই পোস্টে সেটা খুব সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তবে প্রথমেই বলে রাখা ভালো, এটা আসলেই খুব মজার একটা জিনিস। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হবে:
'তুই আসলেই একটা গুরু রে, দোস্ত... শুধু তোর শিং নেই'
এটা একটু কেমন কেমন হয়ে গেলো। আচ্ছা আরো একটা উদাহরণ দেই:
'আমি পাগল নই, আমার জুতো আর তোর জুতো একই রকম লম্বা, শুধু সাইজ আলাদা।'
এখনও বুঝতে সমস্যা হলে এই ছবিটা দেখুন:
হিপির টী-শার্টে লেখা কথাটা হলো: 'You want a peace of me?' কিন্তু বোঝানো হচ্ছে: 'You want a piece of me?'
এই রকম এক কথা বলে অন্য কথা বুঝিয়ে মজা করার ফন্দিটা হলো পান। ইন্টারনেটে মীম (meme) তে পান-ডগ কে সবাই দেখেছেন।
যাহোক, পান করা যথেষ্ট দক্ষতার কাজ। শেকসপীয়ার, অস্কার ওয়াইল্ড সহ বিখ্যাত লেখক-সাহিত্যিকেরা অনেক ঊচু স্তরের পান তৈরি করেছেন তাঁদের লেখায়।
আজ আপাতত এ পর্যন্তই। পরের পোস্টে পান নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা করবো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
আরণ্যক নীলকণ্ঠ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
হাসান মাহবুব বলেছেন: নতুন জিনিস জানা হলো। ধন্যবাদ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪
আরণ্যক নীলকণ্ঠ বলেছেন: অনেক ধন্যবাদ, ভাই। বিস্তারিত লিখছি। লেখা হলেই পোস্ট দিবো।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৭
চাঁদগাজী বলেছেন:
স্বাগতম