নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঙ্গলে বসবাস

আরণ্যক নীলকণ্ঠ

আরণ্যক নীলকণ্ঠ

আরণ্যক নীলকণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের অন্য পাঠ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৮

প্রেমে সবাই পড়ে। আজ অথবা কাল। পরশু অথবা তার পরের দিন। এই কথাটা সবার জন্য একই হলেও অন্য একটা কথা সবার জন্য আলাদা। সেটা হলো, সবার প্রেমের অনুভুতি একই রকম।



না, সবাই প্রেমে পড়লেও ভালোবাসার অনুভূতি সবার মনে একই রঙ ছড়ায় না। কারো বাসন্তী, কারো নীল, কারো ধূসর, কারো বা মেরুন - অথবা লাল। সেরকমই, সবার ভালোবাসা গ্রহন করার বা দেবার ক্ষমতাও কিন্তু সমান নয়। যতদূর জানি, মনকে শিখিয়ে পড়িয়ে বড় না করলে, প্রেমের অনুভূতিগুলো তেমন একটা ধরা হয়ে ওঠে না।



তাই, আমরা প্রেমের উপন্যাস পড়ি। কবিতা পড়ি। সিনেমা দেখি। অন্যের প্রেম দেখে উদ্বুদ্ধ হই, খুশি হই; হয়তো কখনওবা আহতও হই। চরিত্রের টানাপোড়েন এবং মিথস্ক্রিয়া আমাদের মনকে অজানা অনুভূতিগুলো জাগিয়ে দিয়ে যায়। অনেক পথ ঘুরে আসা লেখকের কাহিনীর নিজস্বতার ছোঁয়ায় আমরা একটু হলেও বদলে যাই।



কে জানি একজন বড় মানুষ বলেছিলেন, এক একটি বই একটি পদক্ষেপ। পদক্ষেপ জীবনের রাস্তায়, আমাদের মনের একটি ধাপ পেরিয়ে অন্য ধাপে উত্তরণ। প্রেমের ক্ষেত্রেও বই বা সিনেমার মতো শিল্পমাধ্যমের অবদান একই রকম। আমাদের অবশ্যই নতুন চিন্তা এবং দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হতে হবে। তাছাড়া, এগিয়ে যাওয়ার কোনও উপায় নেই। নিজেদের মননকে উন্নত করার কোনও পদ্ধতি নেই।



আমরা ভালোবাসা নিয়েই জন্মগ্রহন করি। শরীর, মন সবারই থাকে; কিন্তু সেটিকে ঘসে মেজে মার্জিত-ধারালো না করে তুলতে পারলে প্রেম ভালোবাসার অনেক সূক্ষ্ম অনুভূতিগুলো হয়তো আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে।



পাঠককে ধন্যবাদ, এ পর্যন্ত পড়ার জন্য। আশাকরি আপনাদের সবারই বসন্তের প্রথম দিন এবং ভালোবাসা দিবস শুভময় হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.