নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কংক্রিটের জঙ্গলে বসবাস

আরণ্যক নীলকণ্ঠ

আরণ্যক নীলকণ্ঠ

আরণ্যক নীলকণ্ঠ › বিস্তারিত পোস্টঃ

বইয়ের ভয়ে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯

কান তো চিলে নিছে কবেই,
মাথার ঘিলু গেছেই পচে সবটা।
চিলটা বড় পাজি আছে,
ধরতে গিয়ে ব্যর্থ হলো জবটা।

যাকগে সে চিল চুলোয় চলে
আজ শুনেছি কোথায় কোন রোদেলা
বই ছেপেছে নাপাক কথার;
সাহস কত! দেখে আসি এ-বেলা।

বন্ধ, সব বন্ধ হউক
এসব বইয়ের ঠাই হবে না বাংলায়
স্টল-টা উঠেই যাবে
প্রকাশনীর ঠাঁইটা হবে জংলায়।

কুজন হয়তো বলতে পারে,
"ছোট একটা বইয়ে কি কেউ ভয় পায়?
উপর দিকে ছুঁড়লে থুতু
আর কারো না পড়েই সেটা নিজ-গায়!"

"লোকের গলা বন্ধ করে,
বলো তো কি তোমার আসল ফায়দা?
তুমিও লেখো, তোমার কথা,
দেখিয়ে দাও সেরা কথার কায়দা!"

"আরও জানো? সবই আছে,
ইন্টারনেট, বোলোগে...
তাই না বলি, এই না করে,
ভালো কিছুই করো-গে!"



বইয়ের ভয়ে/আরণ্যক নীলকণ্ঠ /১৬ ফেব্রুয়ারী, ২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.